4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি দিন। পর্ব ০১

কেমন আছেন সবাই?

আজ আপনাদের একটা রোমাঞ্চকর ভ্রমণে যাবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

আমাদের পৃথিবী যেটি আমাদের ঘর,যেটি অক্সিজেন, খাদ্য, জল আমাদের প্রয়োজনীয় সকল প্রকার উপাদান প্রতিনিয়ত দিয়ে চলেছে, যেটি ছাড়া আমাদের অস্তিত্ব সম্ভব ছিলনা।আমরা না ভেবেচিন্তে হাজারো লাখো বছর ধরে পৃথিবীকে ব্যবহার করে চলেছি। কিন্তু আপনি কি জানেন আমাদের পৃথিবী তার জীবনকালে ৪.৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বছর পার করে ফেলেছে। এই ৪.৫ বিলিয়ন বছরের যাত্রা অনেক লম্বা ছিল এবং পৃথিবী অনেকবার তার স্বরূপ পরিবর্তন করে আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর গ্রহ রূপে উপস্থিত। আজ আমরা গপ্রতিদিন এর জীবনে যেসকল পদার্থ ব্যবহার করি তার তৈরি হওয়ার ইতিহাস কোটি কোটি বছরের পুরানো।

কোটি কোটি বছরের যাত্রার পর, আমাদের সৌরমণ্ডলের মধ্যে শুধুমাত্র আমাদের পৃথিবী একমাত্র এমন গ্রহতে পরিণত হয়েছে। যেখানে জীবনের উপস্থিতি রয়েছে।এই যাত্রার শুরুর দিকে আমাদের পৃথিবী লাখো লাখো বছর ধরে আগুনের গোলা রূপে জ্বলতে থাকে। এবং লাখো লাখো বছর ধরে এখানে জলের ও উল্কার বর্ষণ হতে থাকে।সময়ের সাথে সাথে এটি হিমযুগের ঠান্ডা এবং আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মোকাবিলা করে।কিন্তু আমাদের পৃথিবী এই সকল প্রতিকূলতার মোকাবিলা করে আমাদের সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ রূপে আজ আমাদের সামনে উপস্থিত।তবে আমাদের জন্য এটি জানা রোমাঞ্চকর হবে,পৃথিবী তার এই লম্বা সফর কিভাবে পার করল।

আজ থেকে প্রায় ৪বিলিয়ন বছর আগে,যখন পৃথিবী অস্তিত্বতে আসার পর মাত্র ৫০ কোটি বছর পার করেছিল তখন পৃথিবী তার এই মহান যাত্রা শুরু করেছিল। আজকের দিনে বৈজ্ঞানিক তথ্য এবং কার্বন রেটিং এর সাহায্যে আমরা অনেকটা আন্দাজ লাগাতে পারি, যে আজ থেকে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি বছর আগে আমাদের পৃথিবী কেমন ছিল।
আসুন বন্ধুরা সময়ের পেছনে গিয়ে ৪০০ কোটি বছর আগে পৃথিবীতে একটা দিন শুরু করি।

প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে নিন,চলুন জেনে নেই কেমন হবে সেই যাত্রা। আর জানব কেমন অনুভূতি হত ৪০০ কোটি বছর আগে পৃথিবীতে একটি দিন।বন্ধুরা আপনারা আপনাদের সাথে যে অক্সিজেন মাস্ক এবং সুট নিয়েছিলেন সেটা পড়ে নিন।কারন এখানে প্রশ্বাস নেওয়ার জন্য বাতাসে কোনপ্রকার অক্সিজেন নাই। না আছে নাইট্রোজেন আছে শুধু আগ্নেয়গিরি থেকে বের হওয়া মিথেন এবং অ্যামোনিয়ার মতো বিষাক্ত গ্যাস।যেগুলো বাতাবরণ কে বিষাক্ত করে দিয়েছে। কিন্তু এখন ভয় পাওয়ার কিছু নেই যতক্ষণ পর্যন্ত আমাদের সিলিন্ডারে অক্সিজেন আছে।ততক্ষণ আমাদের কিছুই হবেনা।এসময় আমরা এখানে আজকের পৃথিবীর মতো পুরো দিন অতিবাহিত করতে পারবনা।কারণ মজার বিষয় হলো এখানে একটি দিন মাত্র ছয় ঘন্টা।
yes, One day equal six hour
অবাক হলেন তো,অবাক হওয়ার কিছু নেই, সম্পূর্ণ দিন অতিবাহিত করতে পোস্টিটে একটা কমেন্ট করুন এবং পরবর্তী অংশের অপেক্ষা করুন।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

<

ধন্যবাদ সবাই কে।

Related Posts

15 Comments

মন্তব্য করুন