আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। দেখতে দেখতেই নতুন একটি বছর চলে এলো আমাদের জীবনে। আর এই নতুন বছরের জল্পনা-কল্পনা কে হার মানিয়ে উইন্ডোজ উপস্থিত হয়েছে আমাদের কাছে তাদের নতুন একটি ভার্সন নিয়ে যা হলো উইন্ডোজ ১১। যদিও এটি অফিশিয়ালি বাজারে লঞ্চ করা হয় ২০২১ সালের ৫ অক্টোবর তবুও উইন্ডোজ ১১ প্রো এর চেহারা এখনো উন্মোচন করা হয়নি আমাদের সামনে। ২০২২ সালের অন্যতম একটি চমক হতে যাচ্ছে এটি।
যাইহোক নতুন উপহার সব সময় সবার জন্য খুশি বয়ে নিয়ে আনতে সক্ষম হয়না। উইন্ডোজ এর ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য। আমরা যারা আমাদের পুরনো ডিভাইসগুলোতে খুব কষ্ট করে উইন্ডোজ ১০ ব্যবহার করছিলাম তাদের জন্য উইন্ডোজ ১১ তে আপগ্রেড করে ব্যবহার করা অনেকটাই কষ্ট সাধ্য।
আপনার পিসি যদি উইন্ডোজ ১১ তে আপগ্রেড করার জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট পূরণ করতে সক্ষম হয় তবে আপনি খুব সহজেই উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১ এ আপগ্রেড করতে পারবেন। কিন্তু এই মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো কি আসুন সে সম্পর্কে জেনে নেই।
উইন্ডোজ ১১ এ আপগ্রেড করার জন্য একটি কম্পিউটারের মিনিমাম রিকোয়ারমেন্ট:
১. সর্বনিম্ন এক গিগাহার্জ বা তার বেশি ৬৪ বিটের একটি প্রসেসর আপনার পিসিতে অবশ্যই থাকতে হবে সেটি হতে পারে ইন্টেলের, এ এম ডি-র অথবা কোয়ালকমের। কিন্তু যদি ৩২ বিটের প্রসেসর থাকে তাহলে আপনার পক্ষে আপগ্রেড করা সম্ভবপর হবে না।
২. আপনার পিসির সর্বনিম্ন রেম হতে হবে ৪ জিবি। এর নিচে রেম থাকলে আপনি উইন্ডোজ ১১ ব্যবহার করতে সক্ষম হবেন না।
৩. আপনি যে ড্রাইভে আপনার উইন্ডোজটিকে রাখবেন সেই ড্রাইভের ন্যূনতম ধারণক্ষমতা ৬৪ জিবি অথবা তার বেশি হতে হবে।
৪.UEFI সোর্স বুট সাপোর্ট থাকতে হবে এবং তা অবশ্যই সচল রাখতে হবে।
৫.TPM এর ভার্সন ২ থাকতে হবে।
৬.Direct x 12 সাপোর্ট করবে এমন একটি গ্রাফিক্স কার্ড আপনার পিসিতে অবশ্যই বিদ্যমান থাকতে হবে। তার সাথে থাকতে হবে WDDM 2.0 ড্রাইভার।
৭. অবশ্যই আপনার পিসি তে ন্যূনতম 720p রেজুলেশনের ডিসপ্লে থাকতে হবে।
আশা করা যায় উপরোক্ত রিকোয়ারমেন্ট গুলো পূরণ করতে পারলে আপনার পিসিতে আপনি সহজেই উইন্ডোজ ১১ ব্যবহার করতে সক্ষম হবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে প্রসেসর এর বিষয়টি। পূর্বে যারা খুব সহজেই তাদের পিসিতে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ থেকে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে পেরেছিলেন তারা বর্তমানে এত সহজে উইন্ডোজ ১১ তে আপগ্রেড করতে সক্ষম হবেন না। আশা করি পোস্টটি সবার উপকারে আসবে। ধন্যবাদ।