আসালামুআলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন।
আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো।
সৌন্দর্যতা কে না পছন্দ করে। এই সৌন্দর্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চুল। কালো,ঘন,সিল্কি, মজবুত চুল সকলের কাম্য। কিন্তু বতর্মানে নানা ভেজালের ছড়াছড়িতে চুল ভালো রাখতে হিমশিম খেতে হচ্ছে। এক্ষেত্রে অনেকে কৃত্রিম বিভিন্ন প্রোডাক্ট সহ নানা কেমিক্যাল ব্যবহার করে চুলকে সাময়িক আকর্ষণীয় রাখলেও পরবর্তীকালে চুল পড়া, রুক্ষতা, ফেটে যাওয়া,ভঙ্গুরের ফলে দুঃশ্চিন্তায় ভুগছেন। তাই অনেকেই চুল ভালো রাখার উপায় খুঁজছেন, আর সেটি যদি হয় প্রাকৃতিক উপাদানে, কোনো রকম কেমিক্যাল ছাড়া তবে সেটি হয় সোনায় সোহাগা!
আসুন জেনে নিই,
তিনটি উপকরণ কি কি?
= নারিকেল তেল/সরিষার তেল, মেথি গুড়া, কালোজিরা গুড়া।
কি করে প্যাক তৈরি করব?
= পরিমাণমতো মেথি এবং কালোজিরা গুড়া করে নেব। তবে দুইটা আলাদা করে গুড়া করলে বেশি ভালো হয় কেননা দুটোর দানার আকার আলাদা। একসাথে গুড়া করলে সঠিকভাবে মিহি গুড়া হবেনা। এরপর গুড়া দুটো মিক্সড করে নিয়ে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
সরিষার তেলের ক্ষেত্রে: তেলটার সাথে গুড়াগুলো ভালোমতো গরম করে ফুটিয়ে নিবো যেন নির্যাস সমূহ তেলের সাথে মিক্সড হয় এবং পরে অবশ্যই ঠাণ্ডা করে চুলে ব্যবহার করব।
নারিকেল তেলের ক্ষেত্রে: তেলের সাথে গুড়াগুলো মিশিয়ে সরাসরি গরম করা যাবে না, একটা পাত্রে গরম পানি করে তার উপর মিকচার করা বাটিটা রেখে গরম করবেন। তাছাড়া রোদে রেখে রেখে গরম করে নির্যাস মিক্সড হলে ৪/৫ দিন পর ব্যবহার করতে পারবেন।
কিভাবে ব্যবহার করবেন?
= কৌটায় ভাসমান তেলটা চুলের গোড়াসহ পুরো মাথায় ভালোমতো ম্যাসেজ করে লাগাবেন। এরপর কমপক্ষে ৩ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিবেন। সপ্তাহে ২ দিন নিয়ম করে লাগালেই আপনার চুল হয়ে উঠবে মজবুত, সুন্দর, সিল্কি।
আজ এ পযর্ন্তই। আশা করি প্যাকটি অবশ্যই ব্যবহার করবেন, অনেক ভালো ফল পাবেন।
ধন্যবাদ।