App use করুন ডাউনলোড ও ইনেস্টল ছাড়া। এন্ড্রয়েড মোবাইল এর চমৎকার সেটিংস।

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

এই পোস্ট পড়ছেন এমন সকল লোকের কাছেই একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। কিন্তু এন্ড্রয়েড মোবাইলের অনেক ট্রিক্স আছে যেগুলো আমরা হয়তো জানি না। আজকে আমি আপনাদের সামনে এন্ড্রয়েড মোবাইলের এমন একটা ট্রিকস শেয়ার করব যেটা আপনাদের সকলের জন্য প্রয়োজন। অনেকের হয়তো ট্রিকসটি জানা থাকতে পারে তাই তাদের হয়তো একটু বিরক্ত লাগবে কিন্তু যারা নতুন তাদের জন্য এটা খুবই কার্যকর।

বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটা এন্ড্রয়েড ট্রিকস শেয়ার করব যেটার মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইট কিংবা যেকোন কিছু ব্যবহার করতে পারবেন অ্যাপ ছাড়া। আপনি অ্যাপ ছাড়া ব্যবহার করবেন কিন্তু আপনার ওয়েবসাইটের কিংবা আপনার অ্যাপের লোগো সহ ব্যবহার করার জন্য একটা অ্যাপ পেয়ে যাবেন আপনার হোমপেজে কিংবা আপনার মোবাইলের স্কিনে। কিন্তু এগুলো আপনার মোবাইলের কোন ক্ষতি করবে না আপনার মোবাইলের রেম এর উপর কোন চাপ পড়বে না।

আমরা সাধারণত যখন একটি মোবাইলে অনেকগুলো অ্যাপ ইন্সটল করি তখন আমাদের মোবাইলে নানা রকম সমস্যা দেখা দেয়। অনেক সময় আমরা আর অ্যাপ ইন্সটল করতে পারি না। অনেকগুলো অ্যাপস ইন্সটল করার কারণে আমাদের মোবাইল হ্যাং করে কিংবা নানা রকম সমস্যা দেখা দেয়।

আজকের টিপসটি আপনার মোবাইলের বিভিন্ন ব্রাউজারে আপনি কাজে লাগাতে পারবেন। মনে করেন আপনি ফেসবুক ব্যবহার করবেন অ্যাপ ছাড়া। এজন্য আপনার আক্রম বাজারে গিয়ে সার্চ করবেন facebook.com। তারপর যে ওয়েবসাইটে আসবে সেটা আপনি অ্যাপ আকারে আপনার মোবাইলে ব্যাবহার করতে পারবেন।এজন্য আপনি আপনার ব্রাউজারের যে কোন এক সাইটে একটা থ্রি ডট আইকন দেখতে পাবেন।সেখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন একটা অপশন দেখতে পাবেন add to home scan.. এখানে ক্লিক করার পর ফেসবুকটা চলে যাবে আপনার হোমপেজে app আকারে। কিন্তু এর জন্য আপনার কোনো ফেসবুকের অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে না এবং ইন্সটল করতে পারছেনা যার ফলে আপনার মোবাইলের উপর কোন চাপ পড়তেছে।

আশাকরি সবাই সবকিছু বুঝতে পারছে। আমি আগেই বলেছি যারা অলরেডি এই টিপসটি জানেন তাদের জন্য হয়তো একটু বিরক্ত লাগছে পড়তে তাই তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী পোস্টে। আর আপনি যদি নতুন এই টিপসটি জেনে থাকেন তাহলে এখুনি একবার চেষ্টা করে দেখেন অবশ্যই হয়ে যাবে। আল্লাহ হাফেজ

Related Posts