আসসালামুআলাইকুম! কেমন আছেন আপনারা? আশা রাখছি সকলে বেশ ভালো রয়েছে। তো চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। Codecanyon এর নাম নিশ্চই আপনারা অনেকে শুনে থাকবেন। বিশেষ করে হাত ইন্টারনেটে ওয়েবসাইট বা ইকমার্স সাইট নিয়ে কাজ করেন তারা অবশ্য চিনবেন এই সাইটটি। যদি কেউ আগে থেকে codecanyon এর ব্যাপারে না জেনে থাকেন তাহলে আপনাদের বলছি।
Codecanyon হচ্ছে Envato Marketplace এর একটি অংশ। Codecanyon হচ্ছে এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে বিভিন্ন কোডিং, থিম, প্লাগইন, জাবাস্ক্রিপট ইত্যাদি প্রিমিয়াম সার্ভিস প্রদান করা হয়ে থাকে। ইন্টারনেটের বিভিন্ন ডেভলপাররা তাদের সময় বাঁচানোর স্বার্থে বা এডভ্যান্স কার্যক্রমের স্বার্থে এই সাইট থেকে বিভিন্ন সার্ভিস কিনে থাকে।
আজকে আপনাদের বলবো যে Codecanyon সাইটের সবথেকে বেশি বিক্রি হয়েছে এমন সেরা ১০ টি ওয়ার্ডপ্রেস প্লাগইন এর ব্যাপারে। এই ১০ টি প্লাগইন Codecanyon অনেক বেশি পরিমাণে সেল করা হয়েছে। তো চলুন সবথেকে বেশি বিক্রি হওয়া ১০ প্লাগইন এর ব্যাপারে জেনে নেওয়া যাক।
Codecanyon এর সেরা ১০ বিক্রি হওয়া ওয়ার্ডপ্রেস প্লাগইন
১. Slider Revolution Responsive WordPress Plugin
Slider Revolution হচ্ছে স্লাইডার ডিজাইন করার একটি প্রিমিয়াম প্লাগইন। এখনো পর্যন্ত ৪ লক্ষ ১৯ হাজার ৮০০ জন গ্রাহক এই প্লাগইনটি কিনেছেন। প্লাগইনটি কিনতে হলে আপনার খরচ করতে হবে ৮৫ ডলার।
২. WPBakery Page Builder for WordPress
WPBakery হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য সবথেকে জনপ্রিয় পেজ বিল্ডার প্লাগইন। এখন পর্যন্ত ৪ লক্ষ ২ হাজার গ্রাহক প্লাগইনটি কিনে ব্যবহার করছেন। Codecanyon মার্কেটপ্লেসে প্লাগইনটি মূল্য ৬৪ ডলার।
৩. Kreatura Slider Plugin for WordPress
Kreatura হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য স্লাইডার তৈরি এবং কাস্টোমাইজ করার জন্য জনপ্রিয় একটি প্লাগইন। ১ লক্ষের অধিক বার সেল হয়েছে এই প্রিমিয়াম প্লাগইনটি, যেটির মূল্য ৫৪ ডলার।
৪. UberMenu – WordPress Mega Menu Plugin
ওয়ার্ডপ্রেসের জন্য UberMenu একটি ব্যবহারকারীদের জন্য সহজে কাস্টমাইজযোগ্য প্রিমিয়াম মেগা মেনু প্লাগইন, যেটি প্রায় ৮৬ হাজার লোকেরা কিনে ব্যবহার করছেন। codecanyon প্লাটফর্মে প্লাগইনটি কিনতে ২৬ ডলারের মতো খরচ হবে।
৫. Ultimate Addons for WPBakery Page Builder
WPBakery দ্বারা পেজ বিল্ড এর কাজ করার ক্ষেত্রে Ultimate Addons কিছু প্রিমিয়াম উপকরণ প্রদান করে থাকে। প্লাগইনটি ক্রয় করেছেন ৭১ হাজার জন গ্রাহক, প্লাগইনটির মূল্য হচ্ছে ২৬ ডলার।
৬. EventON – WordPress Virtual Event Calendar Plugin
EventON হচ্ছে এমন একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইন যার মাধ্যমে আপনি সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য একটি ইভেন্ট ক্যালেন্ডার তৈরি এবং পরিচালনা করতে পারেন। প্লাগইনটি এখনও পর্যন্ত ৫৭ হাজার গ্রাহক ক্রয় করেছেন। যার মূল্য হচ্ছে ২৫ ডলার।
৭. Essential Grid Gallery WordPress Plugin
এটি এমন একটি প্লাগইন যেটির মাধ্যমে আপনি বিভিন্ন সোর্স থেকে ছবি, ভিডিও অডিও তৈরি বা পরিচালনা করতে পারবেন সহজে।
৮. Bookly PRO – Appointment Booking and Scheduling Software System
Bookly PRO হচ্ছে ওয়ার্ডপ্রেস এর জন্য জনপ্রিয় একটি বুকিং প্লাগইন, যেটির মূল্য হচ্ছে ৮৯ ডলার। codecanyon প্লাটফর্ম থেকে এই প্লাগইন কিনেছেন ৪২ হাজার এর বেশি গ্রাহক।
৯. Popup Plugin for WordPress – Ninja Popups
Popup Plugin হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটি আপনাকে প্রচার মডেল তৈরি ও পরিচালনা করতে সহায়তা করে থাকে। প্লাগইনটির ক্রয়মূল্য হচ্ছে ২৪ ডলার। এখন পর্যন্ত কিনেছেন প্রায় ৪০ হাজার জন।
১০. WooCommerce Amazon Affiliates – WordPress Plugin
এটি হচ্ছে একটি জনপ্রিয় ওপেন সোর্স প্লাগইন, যেটি মূলত ই-কমার্স শপ বিল্ডার দের জন্য তৈরি। প্লাগিনটি বিক্রি করা হয়েছে ৩৩ হাজার বার, কিনতে চাইলে ব্যয় করতে হবে ৪৯ ডলার।
তো এই ছিলো আজকের আর্টিকেলটা। আশা করছি আপনারা Codecanyon এর সবথেকে বেশি বিক্রি হওয়া ১০ টি প্লাগইন এর ব্যাপারে জানতে পেরেছেন। আর্টিকেলটা কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন, আল্লাহ হাফেজ।