Extension ব্যবহার করুন মোবাইল দিয়ে। এন্ড্রয়েড মোবাইল এর সেরা ব্রাউজার রিভিউ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আজকে আমি আপনাদের সাথে একটি ব্রাউজার এর রিভিউ নিয়ে আলোচনা করব। আপনারা সবাই এই ব্রাউজারটি ব্যবহার করে অনেক উপকার পাবেন। এই ব্রাউজারে কি কি ফিচার আছে যা অন্যান্য ব্রাউজার এ নেই। সেটা জানতে হলে আপনি আমাদের আজকের এই পোস্ট সম্পূর্ণ পড়বেন স।ম্পন্ন পোস্ট না পারলে আপনি ব্রাউজার সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন না।

আজকে আমি আপনাদের সাথে যেই ব্রাউজার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে yandexএই ব্রাউজারটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং এই ব্রাউজারের অনেকগুলো ভার্সন আছে যেগুলো ভার্সনের আলাদা আলাদা প্লে স্টোর এ দেওয়া আছে। তাই আপনি সঠিক অ্যাপস ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপনি অ্যাপস ডাউনলোড করে নেবেন।

অ্যাপ ডাউনলোড লিংকঃ- https://play.google.com/store/apps/details?id=com.yandex.browser

সার্চ করে ডাউনলোড করতে চাইলে yandex browser and protect এটা লেখা যেটাতে ওটা ডাউনলোড করবেন।

ব্রাউজার কিভাবে ব্যবহার করতে হয় এটা সবাই জানেন। ব্রাউজার হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো আমরা গুগলে কিংবা যে কোন কিছু সার্চ করার জন্য আমরা ব্রাউজার ব্যবহার করে থাকি।অনেক ওয়েব সাইট বা প্রায় সকল ওয়েবসাইট ব্যবহার করার জন্য আমাদেরকে ব্রাউজার ব্যবহার করতে হয়।

<

এই ব্রাউজার এর কার্যকারিতা অনেক। আপনি যখন মোবাইল ব্যবহার করবেন কোন ব্রাউজারে আপনি এক্সটেনশন ব্যবহার করতে পারবেন না। এক্সটেনশন ব্যবহার করার জন্য পিসি প্রয়োজন হয়। একমাত্র ইয়ান্ডেক্স ব্রাউজার এ আপনি এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। যা অন্যান্য ব্রাউজার এর ব্যবহারের সুবিধা নেই মোবাইল থেকে।

অনেকে আছে যাদের এক্সটেনশন ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তবে যারা ইউটিউবে seo এর জন্য যারা টিউব্বডি ব্যবহার করে তাদের এক্সপেনশন ব্যবহার করতে হয়। যাদের পিসি নেই তারা এই ব্রাউজার ব্যবহার করে মোবাইল দিয়ে এক্সটেনশন ব্যবহার করার সুবিধা উপভোগ করতে পারবেন।

এছাড়াও আপনার ফেসবুক মাল্টিপল এক্সপ্লেনেশন আছে। সেগুলি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যেগুলো অন্যান্য ব্রাউজার আপনি ব্যবহার করতে পারবেন।ফেসবুক মাল্টিপল এক্সপ্লেনেশন ফেসবুক এর অনেক কাজ এর জন্য প্রয়োজন পরে। একসাথে ফেসবুক থেকে অনেক কিছু রিমুভ করার জন্য ফেসবুক মাল্টিপল এক্সপ্লেনেশন ব্যবহার করতে হয়।

আশা করি সবাই এই ব্রাউজারটি ব্যবহার করে উপকারিতা পাবেন। যদি কারো প্রয়োজন না পারে সে ক্ষেত্রে আপনি ডাউনলোড করার কোন প্রয়োজন নেই। যাদের এক্সটেনশন ব্যবহার করার প্রয়োজন আছে এবং ওয়েব ব্রাউজার আপনার মোটামুটি ফাস্ট কাজ করবে। এবং এখানে অনেক নতুন নতুন ফিচার রয়েছে যেগুলো আপনার অন্যান্য ব্রাউজার নেই।

এই ব্রাউজার এ ও আপনি ডেক্সটপ মোড ব্যবহার করতে পারবেন। এছাড়া ক্রোম ও অন্যান্য ব্রাউজার এ যেসকল সুবিধা রয়েছে আপনি সেসব সুবিধা পাবেন। ধন্যবাদ সবাই কে। আল্লাহ হাফেজ।

keyword

how to use extension in mobile, মোবাইল দিয়ে এক্সটেনশন ব্যবহার করুন, ইউটিউব ভিডিও seo,

Related Posts