Facebook ট্যাগ নিয়ে বিরক্ত হচ্ছেন নিয়ে নিন সমাধান !

বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় সোসিয়াল মিডিয়া ফেসবুক।
ফেসবুকে প্রতিদিন হাজারো হাজারো লোক যোগ হচ্ছে তাছাড়া বর্তমানে ফেসবুক জনপ্রিয়তা এত বেশি যে এই ফেসবুক একটা নেশার মতো হয়ে পড়েছে। আজকালকার লোকের মাঝে বর্তমানে ফেসবুকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া পারিবারিক লোক এবং দেশের বাইরের লোকের সাথে চ্যাটিং করা সম্ভব তাছাড়া এই চ্যাটিং এর মাধ্যমে অন্য দেশের বিভিন্ন দেশের লোকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যায়। সহজেই আপনার যে মূল বিষয়টা বলব সেটা হল একটা ট্যাগ ফেসবুকে ট্যাগ একটি বিরক্তিকর বিষয় অনেক সময় বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন আপনাকে উল্লেখ করে বিভিন্ন প্রশ্নের সাথে জুড়ে দেয় বা ট্যাগ করে।

অনেক সময় বিভিন্ন ধরনের পোস্ট থাকে যে পোস্টগুলো ট্যাগ করা ট্যাগ করা হয় আপনাকে কারণ আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন আপনার সাথে জুড়ে দেওয়ার জন্য তাদের সেই পোষ্টের সাথে আপনার নামটা জুরেদেই এজন্য ট্যাগ করে আপনার প্রোফাইলে আসে ঐই উক্ত পোস্টে। যেই পোস্টে আপনার হিসেবে ট্যাগ করেন অনেক সময় ভালো পোস্টে বা খারাপ পোস্ট আপনার হিসেবে ট্যাগ করা হয় এটা আপনার জন্য অনেক সময় অসস্থিকর বা বিরক্ত বিষয় হয়ে দাঁড়ায়। তো চলুন কিভাবে এই ট্যাগ থেকে অর্থাৎ বিরক্তিকর মুক্তি পাবেন। সেই প্রচেষ্টা আমি বলে দিচ্ছ আর কখনো আপনাকে কেউ আর ত্যাগ করতে পারবেন না।

ফেসবুকে ঢুকতে হবে সবথেকে ফেসবুক লাইট হলে ভালো হয় আপনি লাইটের ঢোকার পাওয়ার উপরে দেখতে পারবেন ডানপাশে তিনটের দাগ আছে ওর পারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপর আপনি একটু নিচের দিকে যে মাঝ বরাবর থেকে settings অপশনটি খুজে বের করে সেটিং এর উপর ক্লিক করুন তারপর আরেকটু নিচের দিকে।

একটু নিচের দিকে যাবেন সেখানে লিখা থাকবে ইংরেজিতে টাইমলাইন এন্ড ট্যাগিং এরপর এই লেখাটাতে ক্লিক করুন।

Timeline and tagging

ওইটাতে ক্লিক করার পর আপনি প্রথমে যে অপশনটি পাবেন সেটা হল লেখা থাকবে ইংরেজিতে।

Who can see on post that your tagged timeline

লেখাটার উপরে ক্লিক করে আপনি শুধু দেখতে পারবেন নিচের দিকে পাবলিক করার আছে।। আপনি ওই লেখাটায় ক্লিক করে অনলি মি (only me) তা বের করুন এবং ক্লিক করে ওটা অনলি মি করে দিন অনলি মি লেখা না পেলে লেখা see more তাতে ক্লিক করলে লেখা পেয়ে যাবেন

Who can see what other post on your timeline

এবার আপনি উপরের লেখাটা তে ক্লিক করে অনলি মি করে দিন।

Allow other to share your post to their story

এবারও আপনি উপরের লেখাটা তে ক্লিক করে অনলি মি করে দিন।

You can see that your post on your timeline in On your timeline
এবারও আপনি উপরের লেখাটা তে ক্লিক করে অনলি মি করে দিন।

ব্যাস আপনার কাজ শেষ এখন থেকে আপনাকে কেউ ট্যাগ করতে পারবেনা , আবার যদি আগের মতো ট্যাগ করতে চান তাহলে ওইগুলো পাবলিক করে দিলেই হবে!!!

Related Posts