Faucetpay অ্যাকাউন্টটি খুলবেন কেন বিস্তারিত জেনে নিন

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়। প্রতিবারের মতো আজকেও আমি নতুন একটি আর্নিং সাইট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি grathor.com এর সুপ্রিয় পাঠক পাঠিকাগণ যারা নিয়মিত আমার আর্টিকেল গুলো নিয়মিত পড়ে থাকে তাদের কিছুটা হলেও এই আর্টিকেলটি পড়ে নিজেদের বড় উপকারে আসবে।

তো বন্ধুরা আজকে যেই সাইটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো faucetpay. বর্তমানে আমরা হয়তো অনেকেই বিভিন্ন সাইট কিংবা অ্যাপে ক্রিপ্টোকারেন্সি আয় করে থাকি। আর সেই ক্রিটোকারেন্সিগুলো আমরা ট্রাস্ট ওয়ালেটের মতো বিভিন্ন অ্যাপে নিয়ে থাকি। কিন্তু ট্রাস্ট ওয়ালেট কিংবা অন্যান্য অ্যাপে বাদ দিয়ে যদি আপনি সেই ক্রিপ্টোকারেন্সিগুলো আপনি faucetpay তে নেন, তাহলে অনেকটাই উপকার পাবেন। তবে কেন আপনি কেন ট্রাস্ট ওয়ালেট কিংবা অন্যান্য অ্যাপ বাদ দিয়ে আপনার সেই ক্রিপ্টোকারেন্সিগুলো আপনি faucetpay তে নিবেন সে বিষয়ে নিচে বিস্তারিতভাবে লিখেছি। তাই সম্পূর্ণ আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়ে থাকুন।

Faucetpay অ্যাকাউন্টটি খুলবেন কেন

  • শুরুতেই যদি বলি, তাহলে FaucetPay হলো এমন একটি মাইক্রো ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট যেখানে আপনি অন্যান্য প্রায় সমস্ত সাইটগুলি থেকে তাংক্ষণিকভাবে আপনার ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট পাবেন। এখানে এখন ১২ টি ক্রিপ্টোকারেন্সি চালু রয়েছে। যেমন – বিটকয়েন, ইথেরাম, লাইটকয়েন, ডগিকয়েন, টেথার, ফেয়োরা, বিএনবি, ট্রন বা টিআরএক্স, বিটকয়েন কেশ, ড্যাশ, ডিগিবাইট। আর এই ক্রিপ্টোকারেন্সির লেনদেন FaucetPay খুব কম পরিমান ফিস নিয়ে থাকে, যেটির কারনে আপনি আপনার ব্যক্তিগত ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট প্রত্যাহার করতে পারেন।
  • তাছাড়া ট্রাস্ট ওয়ালেট প্রত্যাহার করতে বলার আরেকটি কারণ হলো ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি যদি আপনার ফোন থেকে একবার আনইনস্টল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আপনার আগের ওয়ালেটটি পাবেন না। মানে আপনার আগের ওয়ালেটে যদি কিছু ক্রিপ্টোকারেন্সি থাকে আর যদি এটি একবার আনইনস্টল হয়ে যায়, তাহলে আপনি সেই ক্রিপ্টোকারেন্সিগুলো পরবর্তীতে আর পুনরুদ্ধার করতে পারবেন না। অন্যদিক দিয়ে Faucetpay কিন্তু অনেকটাই উত্তম।
  • তাছাড়া Faucetpay থেকে কিন্তু আপনি সাটোশি আয় করতে পারবেন সরাসরি আপনার Faucetpay অ্যাকাউন্টের মূল ব্যালেন্সে। এর জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে Claim free coins.io এরপর আপনাকে একটি পেজে নিয়ে যাবে, এখানে আপনি আপনার Faucetpay অ্যাকাউন্টের ডিপোজিট অপশনে গিয়ে  বিটকয়েন, ইথেরাম, লাইটকয়েন, ডগিকয়েন, টেথার, ফেয়োরা ক্রিপ্টোকারেন্সির অ্যাড্রেসগুলো কপি করে এখানে একটির পর একটি দিবেন, তাহলে আপনি প্রতিটি ক্রিপ্টোকারেন্সির জন্য একটি নির্দিষট পরিমান কয়েন যা সরাসরি আপনার Faucetpay অ্যাকাউন্টের মূল ব্যালেন্সের যোগ হবে।

বি.দ্রঃ আপনি প্রতিটি ক্রিপ্টোকারোন্সির জন্য ৫ মিনিট পর পর ক্লেম করতে পারবেন।

  • Faucetpay তে কয়ন এক্সচেন্জের সুযোগ রয়েছে। সে জন্য আপনাকে অন্য কোনো এক্সচেন্জ সাইট বা অ্যাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই।

এখন আপনি হয়তো ভাবছন, এই Faucetpay তো এ্যাকাউন্ট খুলব কিভাবে। নিচু আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি।  এই লিঙ্কে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী আপনি আপনার Faucetpay এ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

Faucetpay লিঙ্কঃ https://link.grathor.com/kU

তো আজকে এ পর্যন্তই।  সামনে Faucetpay থেকে কিভাবে কি করে আয় করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আরো কয়েকটি আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন।

<

Related Posts

1 Comment

মন্তব্য করুন