Fps কি? গ্রাফিক্স শিখতে চাইলে অবশ্যই জানা জরুরি | ভিডিও গ্রাফিক্স কোর্স

আসসালামু আলাইকুম। সবার মতো আমিও ঘরে আছি। তাই কেমন আছেন তা জানতে চাইলাম না। আশা করছি আমার মতো আপনিও নিজের পরিবারের সাথে নিজের ঘরেই আছেন। একটু কষ্ট হলেও নিজের ঘরেই থাকুন।
আমরা যারা ভিডিও গেইম খেলি এবং যারা ভিডিও রেকর্ডিং বা এডিটিং করি তারা সকলেই জানি যে প্রত্যেক ভিডিওতে fps থাকে। কিন্তু আমার মনে হয় অনেকেই জানেন না যে আসলে কি এই fps এবং এর কাজ কি! কেনই বা ব্যবহার করা হয় এই fps. আর এজন্যই আজকের এই পোস্টে fps সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক fps সম্পর্কে সকল তথ্য।

কেন জানতে হবে?
প্রথমে জেনে নিন কেন আপনাকে fps সম্পর্কে জানতে হবে। আমরা যখন কোন মোবাইল বা ক্যামেরা কিনতে যায় তখন আমাদের বলা হয় যে এই ক্যামেরায়/ফোনে ২৪/৩০/৬০/১২০ ইত্যাদি fps এ ভিডিও রেকর্ডিং করা যায়। কিন্তু আমরা যদি না জেনে থাকি যে fps কি? তাহলে তো তাদের বয়ান আমাদের কাছে বলা না বলা সমান। তাই আমাদের সকলের এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা দরকার।

fps কি?
fps একটি সংক্ষিপ্ত শব্দ। এর পুরো নাম হচ্ছে Frame Per Second. ফ্রেইম মানে এক একটা ছবি আর সেকেন্ড মানে তো আপনারা সবাই জানেন। অর্থাৎ বাংলায় মানে দাড়ায় পরি সেকেন্ডের ছবি। আসলে এটি আরো ভালো ভাবে বুঝতে গেলে আপনাকে জানতে হবে যে ভিডিও কিভাবে কাজ করে। ভিডিও হচ্ছে অনেক গুলো ফটোর একত্রিত এনিমেশন। একটি ভিডিওতে প্রচুর পরিমানে ফটো যুক্ত করা থাকে। আপনি যদি কোন ভিডিও দেখেন তবে আপনার সামনে অনেকগুলো ফটো একের পর এক সাজিয়ে দেখানে হবে।
একটি ভিডিওতে প্রতি সেকেন্ডে যে কয়টি ফটো থাকে। সেটাই হচ্ছে সেই ভিডিওর fps. তারমানে যদি আপনি দেখেন যে কোন একটি ভিডিওর fps দেওয়া আছে ২৪ তবে আপনাকে বুঝতে হবে কেউ যখন ওই ভিডিওটি দেখবেন তখন তার সামনে প্রতি সেকেন্ডে ২৪ টি ফটো দেখানো হবে।

কত fps এর ভিডিও বানাবেন?
এখন কথা আসতে পারে কত fps এর ভিডিও ভালো? আপনি যদি কখনো ভিডিও রেকর্ডিং অথবা এডিটিং করেন তবে কত fps রাখবেন? এর উত্তর হচ্ছে আপনি যত ইচ্ছে তত রাখতে পারেন। তবে আধুনিক চলচ্চিত্রে সাধারণত ২৪ fps ব্যবহার করা হয়। এটাকে সিনেমেটিক এফপিএস ও বলা হয়। সিনেমায় ২৪ এফপিএস রাখার কারণ হলো মানুষের দৃষ্টি শক্তির প্রভাব। মানুষ সাধারণত ২৪ এফপিএস এর কাছাকাছি ভিডিওগুলো স্পষ্ট ভাবে বুঝতে পারে।

কত fps এ ভিডিও রেকর্ড করবেন?
আপনি যদি নরমাল কোন ভিডিও বানাতে চান যেগুলো মানুষ সরাসরি দেখবে। যেমন, ফেইসবুক অথবা ইউটিউব এ আপলোড করার জন্য বানিয়ে থাকেন অথবা কোন ওয়েডিং পার্টির ভিডিও করতে চান তবে আপনি ২৪ এর কাছাকাছি এফপিএস ব্যবহার করে ভিডিও রেকর্ডিং করবেন। আর যদি কোন স্লো মোশন ভিডিও করতে চান তবে চেষ্টা করবেন যতটা বাড়িয়ে দেওয়া যায়। কারণ এফপিএস বাড়িয়ে দিয়ে ভিডিও রেকর্ডিং করে স্লো মোশন ভিডিও করলে ভিডিওটা স্পষ্ট হবে।
তো এই ছিলো আজকের আলোচনার বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ
লেখকঃ ধ্রুব_তারা

<

Related Posts

9 Comments

মন্তব্য করুন