Gallery লক করা থাকলেও দেখুন মোবাইলের সব ডেটা (হ্যাক)। নতুন ট্রিক !!!!

Gallery লক করা থাকলেও দেখুন মোবাইলের সব ডেটা (হ্যাক)। নতুন ট্রিক !!!!

আস্সালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আপনাদের জন্য এমন একটি ট্রিক নিয়ে হাজির হলাম যার মাধ্যমে একটি মোবাইলের Gallery or File Manager লক করা থাকলেও আপনি সেই ফোনের ম্যমরির সকল ডেটা বা তথ্য এবং ছবি, ভিডিও এবং অডিও সব দেখতে পাবেন।

ভাই ও বোনেরা আমরা এখন মোবাইল ফোন ইউজ করলে নিজের ফোনে অনেক গোপনীয় তথ্য অথবা ছবি এবং ভিডিও রাখি যা অন্য কাউকে দেখাতে চাইনা। তাই আমরা ভিবিন্ন ধরণের অ্যাপ লক ব্যবহার করি যাতে কেউ আমাদের ফোন ধরলেও সেই অ্যাপ এ না ঢুকতে পারে। আজ আপনাদের সাথে এমন একটা ট্রিক নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি লক করা গ্যালারী তে না ঢুকতে পারলেও আপনি মোবাইলে থাকা সকল ডেটা দেখতে পারবেন।

আমি আমার প্রত্যেকটি ট্রিকেই আপনাদের কে বলে থাকি যে গুগল আমাদের ফোনের সকল অ্যাক্সেস নিয়ে রাখে। তাদের নিকট আমাদের স্মার্ট ফোনের সকল অ্যাক্সেস থাকে। তারা তাদের ডেটাবেসে আমাদের ফোনে রাখা সকল ডেটা বা তথ্য তাদের নিকট থাকে।

তাই আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন। ্রখন আপনি বলতে পারেন যে ফোনের সকল কাজেই আমাদের গুগল এর সহায়তা নিতে হয়। কিভাবে গুগলের ব্যবহার বাদ দিবেন। আপনাকে গুগলের ব্যবহার বাদ দিতে বলছিনা। কিন্তু আপনারা নিজেদের জিমেইল ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন।

আপনারা বলতে পারেন এটাও কি গুগল এর মাধ্যমেই করে?? ঠিক তা নয়। এই ট্রিকটি আপনি যেকোন ব্যাউজার ব্যবহার করেই করতে পারেন। এবং কোন ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন ও হবেনা। আমি গুগল ক্রোম ব্রাউজার বভহার করার সাজেস্ট করব আপনাদের। কারণ প্রায় সকল স্মার্ট ফোনেই (এন্ড্রইড) এই ব্রাউজারটি থাকে এবং সেফ।

যেভাবে আপনি ট্রিকটি সম্পন্ন করবেনঃ

১. সর্বপ্রথম যেই ফোনের ডেটা দেখতে চান সেই এন্ড্রইড ফোনটি আপনার হাতে থাকতে হবে।
২. মোবাইলটির যেহেতু গ্যালারী এবং ফাইল ম্যানেজার লক কজরা তািই াাপনি সেখানে সরাসরি ঢুকতে পারবেন না।
৩. আপনাকে তাই যেকোন ইন্টারনেট ব্রাউজারে ঢুকতে হবে। আমি আগেই বলেছি Chrome Browser হলে ভাল হয়।
৪. ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবেনা।
৫. ব্রাউজারে ঢোকার পর সার্চ ইন্জিনে file:///sdcard লিখে সার্চ করুন।
৬.এই লিঙ্কটির মাধ্যমে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার এর মত একটি সার্ফেস নিয়ে আসবে।

আপনাদের এই টিপ্স টি দেয়ার উদ্দেশ্য হল আপনারা নিজেরা আপনাদের সিকিউরিটি সাবধানে রাখেন। আপনাদের সিকিউরিটি রিজনেই এই পোষ্টটি করা। আপনারা এই টিপ্সটি অন্যের প্রাইভেসি নষ্ট করায় ইউজ করবেন না আসা করি।

আজকের মত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি বেশি বেশি কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আমাদের অনুপ্রাণিত করবেন। আপনাদের অনুপ্রেরণােই আমাদের কে লেখার অনুপ্রেরণা যোগায়।

Related Posts

8 Comments

মন্তব্য করুন