Google trends ব্যাবহার করে seo করুন। সবচেয়ে সহজ পদ্ধতিতে এসইও করার উপায়।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

আবারো হাজির হয়ে গেলাম গ্রাথোর এর একটি চমৎকার পোস্ট এ। আজকে আমি আপনাদের সাথে seo এর টপিক নিয়ে আলোচনা করব। এসইও এর অনেক দিক আছে। সবকিছু মিলিয়ে আপনার পোস্ট কে সার্চ রেজাল্ট এ উপড়ে নিয়ে আসা seo এর কাজ।

আজকে আমি আপনাদের সাথে Google trends এর ব্যবহার নিয়ে আলোচনা করব। অনেক seo এক্সপার্ট এটা ব্যাবহার করে তাদের কাজ করে। এছাও অনেক বড় বড় ব্লগার ও ইউটিউবার এটা ব্যাবহার করে। এটা সম্পূর্ণ ফ্রী তে ব্যবহার করা যায়।

তো সবার প্রথম চলে যাবেন যেকোনো ব্রাউজার এ। তারপর Google trends লিখে সার্চ করবেন। সার্চ করলেই আপনি এটা পেয়ে যাবেন। অথবা নিচে লিংক দিয়ে দিচ্ছি। আপনি সেই লিংক এ ক্লিক করে সরাসরি Google trends এ চলে যেতে পারবেন।

সাইট লিংকঃ-https://trends.google.com/trends/

তো এখানে আপনার মূল কাজ কিওয়ার্ড রিচার্জ করা। এখানে আপনাকে একই পর্যায়ের কিওয়ার্ড গুলো লিখে তাদের সার্চ রেংক দেখতে হবে। আপনি নিচের ইমেজটা লক্ষ করুন।

এখানে আমি একটা বিষয় নিয়ে দুইটা কিওয়ার্ড সার্চ করেছি।
make money online
Earn money online

এই দুইটা একই ক্যাটাগরির। এখন আপনি জানেন না কোনটা লিখে মানুষ গুগল এ বেশি সার্চ করে। আর এটা আপনাকে বলে দিবে Google trends,

এখানে দুইটা সার্চ লাইন দেখতে পাচ্ছেন। প্রথম টা make money online, পরেরটা Earn money online, বর্তমান সময়ে মানুষ make money online লিখে গুগল এ বেশি সার্চ করছে। তাই আপনি এটা আপনার প্রধান কিওয়ার্ড এবরাখবেন। আপনার টাইটেল এ এই কিওয়ার্ড ব্যাবহার করবেন।

Google trends ব্যাবহার করার অনেক সুবিধা রয়েছে। যেহতু গুগল এর নির্দিষ্ট সার্ভিস তাই ফেক বা ভুল হওয়ার সম্ভাবনা নেই। এরপর হচ্ছে এটা ব্যাবহার করা যায় একদম ফ্রী। সহজে সকলেই ব্যাবহার করতে পারবে।এটা মোবাইল ও পিসি দিয়ে ব্যবহার করা যায়।

Google trends আপনি যখন মোবাইল দিয়ে ব্যবহার করবেন। তখন ক্রোম বা প্রফিন ব্রাইজার এ ব্যাবহার করবেন। এবং এটা ডেক্সটপ মোড এ রেখে ব্যবহার করবেন। তাহলে আপনি সহজে সবকিছু বুঝতে পারবেন। অন্যান্য ব্রাউজার এ আপনি ব্যবহার করতে পারবেন। তবে যেসকল ব্রাউজার এ ডেক্সটপ মোড করা যায় না সেগুলো তে ব্যবহার করলে আপনি এক পেজে সবগুলো দেখতে পাবেন না।

এখানে আপনি একসাথে অনেক গুলো কিওয়ার্ড এর তুলনা করতে পারবেন। এবং যে কিওয়ার্ড টা সবচেয়ে বেশি সার্চ ফ্রেন্ডলি এটা ব্যাবহার করতে পারবেন। আপনি যে অন্যান্য কিওয়ার্ড গুলো আছে ওগুলো ট্যাগ হিসেবে ব্যাবহার করবেন। আর যেটা সবথেকে বেশি সার্চ হয় তা টাইটেল হিসেবে ব্যাবহার করবেন।

আশা করি সবাই Google trends কিভাবে ব্যবহার করে বুঝতে পারছেন। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট এ জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

keyword..

keyword research toll bangla,
কিভাবে seo করতে হয়,
Google trends ব্যাবহার করার কৌশল,
বাংলা কিওয়ার্ড রিচার্জ করার উপার,
সঠিক টাইটেল ব্যবহার করার উপায়,

Related Posts

9 Comments

মন্তব্য করুন