Grathor.com থেকে আয় করুন সহজে

আর্টিকেল লেখায় আমরা অনেকেই  পারদর্শী ।। কোনো একটি বিষয়ে যদি আপনার ভালো ধারণা থাকে তবে সেই বিষয়ে  আর্টিকেল লিখে কিছু উপার্জন করে  নিতে কি অসুুুবিধা । এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে বাাংলায় কন্টেন্ট লিখে সহজে পকেট খরচ ম্যানেজ করা সম্ভব ।  রেজিস্ট্রেশন  করে আপনি ও আর্টিিকেল লিখতে  পারবেন । তবে আর্টিকেল লেখার   আগে কিছু বিষয় সম্পর্কে অবশ্যই    ধারণা রাখা উচিত । যেমন

  1. একটি ভালো মানের আর্টিকেল এ কি কি গুনাবলী থাকবে
  2. কি ওয়ার্ড খুজে বের করা
  3. হেডিং  ও সাব হেডিং এর ব্যবহার
  4. বিষয়ের সাথে মিল রেখে বর্ননা
  5. আর্টিকেল এ ইমেজ যোগ করা
  6. লং কি ওয়ার্ডের ব্যবহার
  7. ভাষার প্রয়োগ স্পষ্ট ও বোধগম্য হওয়া চাই
  8. কমপক্ষে ৩৫০ শব্দ যুক্ত হতে হবে
  9. আর্টিকেল ইউনিক ও প্লাজারিজম মুক্ত হতে হবে
  10. introduction ও conclusion ভালোভাবে ফুটিয়ে তোলা

গ্রাথোর.কম রেজিষ্ট্রেশন

আর্টিকেল লিখে উপার্জন করার সহজ ও বিশ্বস্ত একটি প্লাটফর্ম হলো গ্রাথোর.কম  এখানে খুব কম শর্ত মেনে বাংলা আর্টিকেল লেখা যায় ।  সাইটে ঢুকে ব্লগিং থেকে ইনকাম করার জন্য ইচ্ছুক হলে রেজিষ্ট্রেশন /নিবন্ধন  এ ক্লিক করুন ।  এরপর প্রদত্ত তথ্য তথা ফোন নাম্বার, ইমেইল আইডি, দিন।  এরপর ইউজার নেম ও পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে।৷  এভাবে রেজিষ্ট্রেশন /লগইন করে আপনি গ্রাথোরের একজন ব্লগার হয়ে গেলেন ।  এরপর আপনার ড্যাশবোর্ড আসবে সেখানে পোস্ট সাবমিট অপশনে ঢুকে লিখুন

যেসব বিষয়ের উপর লিখবেন

  • অনলাইনে আয়
  • আউটসোর্সিং
  • ফ্রিল্যান্সিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • চাকরি
  • শিক্ষা
  • মোবাইল
  • বিজ্ঞাপন
  • টিউটোরিয়াল
  • ইন্টারনেট
  • অন্যান্য
  • ওয়ার্ড প্রেস
  • এন্ড্রয়েড টিপস
  • ফুটবল
  • ক্রিকেট
  • উইন্ডোজ
  •  SEO

গ্রাথোর প্রতিটি আর্টিকেল এর জন্য ৮-৫০ টাকা দিয়ে থাকে।  কমপক্ষে ৩৫০ ওয়ার্ডের আর্টিকেল হতে হবে।  অন্যথায় আর্টিকেল পাবলিশ করা হয় না । কপি বা এডিট করা যাবে না।  মুলত কোনো সাইটে ই কপি করা, এডিট বা দেখে লেখা যাবে না।  সেক্ষেত্রে ডিজেবল হয়ে যাবেন । আর্টিকেল লেখা ছাড়াও বিভিন্ন টাস্ক  কমপ্লিট করে আয়ের পরিমান বাড়ানোর সুযোগ রয়েছে গ্রাথোরে ।  আপনার লেখা পোস্টটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে শেয়ার করে ও আয় বাড়াতে পারবেন ।  কয়েক পর্বের টিউটোরিয়াল বানিয়ে বিক্রি করতে পারবেন এখান থেকে। রেফাল করে ও অনেক ভালো মানের উপার্জনের সুযোগ দিচ্ছে গ্রাথোর ।

পেইং সিস্টেম

গ্রাথোরে পে সিস্টেম খুবই সহজ ।  মোবাইল ব্যাংকিং যেমন বিকাশে টাকা পেতে পারবেন । প্রতিটি রাইটিং থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত পাবে।।৷  আপনার পোস্টের যতো ভিউ হবে তত ব্যালান্সে টাকা আসবে ।  সর্বনিম্ন ১০০০ টাকা ব্যালান্স হলেই টাকা উইথড্র করতে পারবেন ।

শুধু কন্টেন্ট রাইটিং ই নয় গ্রাথোর টাকা আয়ের একাধিক সুযোগ দিচ্ছে।।  আপনার লেখনির হাত, জানার পরিধি এবং পকেট মানি উভয় ই বাড়াবে গ্রাথোর লাল সবুজের লেখক

Related Posts

17 Comments

মন্তব্য করুন