GTA 5 এখন নামান ফ্রীতে (Original File)

হ্যালো বন্ধুরা

আমরা যারা গেমস খেলতে পছন্দ করি সবাই GTA (Grand Theft Auto) জীবনের কোন না কোন পর্যায়ে খেলেছি। যদি কোন গেম নাও খেলে থাকে সেও জীবনে একবার হলেও GTA 4 vice city একবার হলেও খেলেছে বা দেখেছে।

GTA গেমটির লাস্ট ভার্সন হল GTA 5। এই গেমটি এই পর্যন্ত তৈরী সবচেয়ে উন্নতমানের গেম।

GTA 5 গেমটির মুল্য 24.99$। কিন্তু এখন আপনি গেমটির Original Version নামাতে পারবেন সম্পূর্ণ ফ্রীতে। কিভাবে এই গেমটি আপনি ফ্রীতে নামাবেন এবং কোথা থেকে বানাবেন সম্পূর্ণ ডিটেল আমি আপনাকে বলে দিব।

প্রথমত আপনি জেনে নিন গেমটি খেলার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর Configuration কেমন হতে হবে।

Core I3
Ram 4GB
HDD 500 GB
Graphics Card 1GB

আপনার পিসি তে এই গেমটি চালাতে হলে কমপক্ষে এই Configuration থাকতে হবে।

এবার গেমটি নামানোর নিয়ম জানিয়ে দেই।

প্রথমে আপনি epicgames.com এ যান। এই website এ আপনি যেকোনো গেমস আপনি পেয়ে যাবেন। GTA 5 গেমটির মূল্য 24.99$ । কিন্তু 21.05.2020 পর্যন্ত গেমটি Epic Games  ফ্রীতে দিচ্ছে। শূধু একটি Gmail দিয়ে  Login করেই আপনি গেমটি ফ্রীতে পেতে পারেন।

  1. epicgames.com এই  website এ ঢুকুন।
  2. sign in করুন আপনার যেকোন Email দিয়ে।
  3. আপসার সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিন এবং টার্মস এন্ড কন্ডিশন এ টিক দিয়ে Login করুন।
  4. Epic Store এ Gta 5 গেমটি পেয়ে যাবেন। গেমটিদত ঢুকলে Get Option টিতে ক্লিক করুন।
  5. গেমটি প্রীতে নামাতে হলে আপনার 2F Authorignation করতে হবে। এর জন্য আপনার Profile Option এ গিয়ে Security Option এ গিয়ে Password set  করে দিন। নিচের দিকে 3 টি অপশন পাবেন। আপনি যেকোন একটি অপশনের মাধ্যমে 2F Authorignation করে নিন।
  6. 2F Authorignation করা হয়ে গেলে আবার Epic Store এ Gta 5 গেম এ ঢুকে Get Option টিতে ক্লিক করুন।  নতুন একটি পেজ Open হবে।
  7. সেখান থেকে Place Order এ ক্লিক করলেই আপনার গেমটি অর্ডার করা হয়ে যাবে এবং আপনার একটি মেইল অসবে Invoice সহ।
  8. epicgames.com এর Library তে গেলেই আপনি যখন খুশি গেমটি Download করে খেলতে পারবেন।

গেমটির সাইজ 94 জিবি। তাই পর্যাপ্ত ডাটা সনয়ে গেমসটি ডাউনলোড তদওয়ার আহ্বান জানানো হল।

 

আশা করি এই তথ্যটি আপনাদের উপকারে আসবে।

Related Posts