Hostel Daze ওয়েব সিরিজের রিভিউ।

আজ আমরা আপনাকে এমন একটা ওয়েব সিরিজের সাথে পরিচয় করাতে যাচ্ছি যা আপনার জীবনের একটি অংশ তুলে ধরবে। প্রত্যকটি মানুষের দুটি জীবন রয়েছে। একটি তার পারিবারিক যেখানে সে অন্তত ভদ্র হতে না পারলেও খারাপ না হওয়ার চেষ্টা করে। আর একটি তার কলেজ লাইফ যেখানে সে ভাল থাকতে চাইলেও ভাল হয়ে থাকতে পারে না। কলেজ এবং হোস্টেল এর সেই জীবন নিয়েই তৈরী হয়েছে হোস্টেল ডেজ সিরিজটি। হোস্টেল ডেজ এর প্রায় প্রত্যেকটি ক্যারেক্টার ফ্রেস। কিন্তু এদের অভিনয় আপনার মন জয় করবেই। ২ টি সিজনে পেয়ে যাবেন। ২০১৯ সালে প্রথম সিজন রিলিজ পায়। তখন থেকেই সিরিজটি সকলের মন কেরে নেয়। আপনি দেখে থাকলে অবশ্যই নিজের সেই কলেজ জীবনের কোথাও না কোথাও ঠিক মিল পাবেন।

নিখিল বিজয় অভিনয় করেছেন ঝান্টু চরিত্রে, যিনি কিনা অনেক সময় ধরে কলেজে রয়েছে। সুভাম গর অভিনয় করেছে রুপেশ জাট, যে বাবার অনুদানে কলেজে ভর্তি হয়েছে। অঙ্কিত পান্ডের রোলে ছিলেন আদর্শ গৌরভ যে আকাঙ্গসার বয়ফ্রেন্ড এবং চিরাগ ভান্সাল হিসেবে লাভ যে প্রচুর লাজুক একটা ছেলে থাকে। কলেজের এই জীবনটা এই ছেলেটাকেও ছাড় দেয়নি। আমার মনে হয় না তাদের সত্তিকারের নামে কেউ ডাকে। অন্তত এই সিরিজটি দেখার পরে সকলে তাদের এই নামেই ডাকার কথা।

সিরিজটির কাহীনী হল চারটা নতুন ছেলে কলেজে ভর্তি হয় এবং তাদের র‌্যাগিং চলে। এই র‌্যাগিং সেই র‌্যাগিং নয়, এখানে কোন মারামারি, বা কাটাকাটি হয় না, এখানে এমন এমন র‌্যাগ দেওয়া হয় যা করার জন্য আপনাকে সব লজ্যা সরম ডুবাতে হবে। হোস্টেল ডেজ সিরিজটি কমেডি ড্রামা হলেও প্রচুর এডাল্ট এবং বোল্ড সিন এবং এডাল্ট কমেডিতে ভরপুর। ১ম সিরিজটি কাহীনী তে বেশি গুরুত্ব দিলেও ২য় সিরিজটি পুরোটাই এডাল্ট কমেডি।

আমাদের ঝান্টু ভাইয়ার অভিনয় ছিল দামদার। সকলের অভিনয় ভাল হলেও আপনি ঝান্টু ভাইয়াকেই বেশি প্রশ্রয় দিবেন। তার প্রত্যেক সিনের এডাল্ট কমেডি আপনাকে পুরো সিরিজ দেখতে বাধ্য করবে। টিভিএফ ভালো করেই জানে যে কিভাবে তাদের সিরিজগুলো মানুষের মাথায় ঢুকাতে হয়। তাইতো এমন একটি সিরিজ দিয়ে আপনার জীবনের সাথে সম্পৃক্ত করে দিয়েছে যে আপনি সিরিজটি দেখা শুরু করলেই আপনি শেষ করতে বাধ্য থাকবেন। পুরো কাহিনীতে কিভাবে এই চারজন র‌্যাগ হওয়া থেকে এড়িয়ে চলে এবং কলেজের লাইফে মজ মাস্তি করে তা নিয়েই। আমি সিরিজটিকে ৫ এর মধ্যে ৪ দিব। .৫ পয়েন্ট ডায়লগ রাইটিং এর জন্য, .৫ ভাল ডাইরেকশন, ১ পয়েন্ট ভালো ষ্টোরির জন্য যার কারণে আমাদের লাইফে আমরা রিলেটিবল করতে পারি, ১ পয়েন্ট সকলের দমদার অ্যাকটিং এর জন্য এবং ১ পয়েন্ট যাচ্ছে আমাদের জাতিন ভাইয়ার অভিনয় এবং ডায়লগ ডেলিভারিতে। আর নেগেটিভের কথা বল্লে ১ যাচ্ছে কাহিনীর দিকে বেশি ফোকাস না করার কারনে ।

সিরিজটির আইএমডিবি রেট ৮.৬ আউট অব ১০ । আপনাকে সিরিজটি দেখার অনুরোধ রইল। সিরিজটি দেখতে হলে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এ। অমাদের ফেজবুক পেজে সাথে থেকে ছোট খাটো সকল আপডেট যানুন। পেজের লিঙ্ক https://www.facebook.com/sazukazu। আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে। ও যাওয়া আগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে সাবসক্রাইব করুন। https://www.youtube.com/channel/UC2C_V1pI9GU7WvjHVt3BL7g

Related Posts