Instagram কোম্পানির ইতিহাস । ইন্সটাগ্রাম সম্পর্কে A টু Z

 বিশ্বব্যাপী যত ধরনের সোশ্যাল মিডিয়া মাধ্যম রয়েছে সবগুলোর মধ্যে ইনস্টাগ্রাম (Instagram) অন্যতম। মেটা (Meta) কোম্পানির অধিনস্ত কোম্পানি ইনস্টাগ্রামে প্রতিনিয়ত অসংখ্য ব্যবহারকারীরা সক্রিয় থাকছে এবং তাদের যোগাযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ফিচার এবং ইনস্ট্যান্ট ম্যাসেজিং, অডিও কল ভিডিও কল, পোস্ট, হ্যাশট্যাগ, রিলস এর জন্য ব্যবহারকারীদের কাছে ইন্সটাগ্রাম অনেক বেশি প্রাধান্য পেয়েছে।

একজন ইন্সটাগ্রাম ব্যবহারকারী হিসেবে আপনার কি কখনো এই কোম্পানির সম্পর্কে জানতে ইচ্ছে করেছে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সেটার সম্পর্কে জানার ক্ষেত্রে ততটা ইচ্ছুক থাকিনা। তবে যদি আপনি Instagram এর ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছেন তবে আর্টিকেলটা পুরো পড়ুন। জনপ্রিয় এই সোশ্যাল প্লাটফর্ম এর সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের আর্টিকেলে।

ইন্সটাগ্রাম কি?

Instagram হচ্ছে একটি জনপ্রিয় Social Media Platform, যেখানে একজন ব্যবহারকারী একটি ফ্রী অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের মানুষের সাথে কানেক্ট হতে পারে এবং একই সাথে মেসেজ, কল, পোস্ট ইত্যাদি বিষয়গুলো শেয়ার করতে পারে। মাইক ক্রিঞ্জার এবং কেভিন সাইস্ট্রম হচ্ছেন ইন্সটাগ্রাম এর প্রধান উদ্ভাবক, যাদের মাধ্যমে আজ থেকে প্রায় ১১ বছর পূর্বে ২০১০ সালের ৬ অক্টোবর তারিখে ইন্সটাগ্রাম এর প্রতিষ্টা করা হয়।

Instagram হচ্ছে মূলত Meta কোম্পানির অধিনস্ত একটি কোম্পানি। যেমনটা WhatsApp মেটা কোম্পানি কতৃক পরিচালিত একটি সাব কোম্পানি তেমনই Instagram হচ্ছে Meta কোম্পানির একটি সাব কোম্পানি। Facebook, WhatsApp, Instagram এসব সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে মেটা (Meta) কোম্পানির অধিনস্ত সাব কোম্পানি।

ইন্সটাগ্রাম এর বর্তমান অবস্থা এবং কেমন জনপ্রিয়?

প্রতিদিনই প্রায় ৩০০ মিলিয়ন এবং তার থেকেও অধিক ব্যবহারকারী ইন্সটাগ্রাম সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করে থাকে। ইনস্টাগ্রামে ১৫ সেকেন্ড এর ভিডিও তৈরি করে আপলোড করা যায়। মজার ব্যাপার হচ্ছে প্রতিদিন ৭০ মিলিয়নের অধিক ভিডিও শেয়ার করা হয়েছে থাকে এই Instagram এ।

Backlinko এর তথ্য অনুযায়ী বর্তমানে Total Instagram Users হচ্ছে ১.৩ বিলিয়নের অধিক। তাহলে ভাবতেই পারছেন সোশ্যাল প্লাটফর্মটির জনপ্রিয়তা কেমন। প্রতিদিনই এই সোশ্যাল মিডিয়া সাইটে নতুন ব্যবহারকারী দ্বারা অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। সেহেতু বলাই যায়, যে হারে ইন্টারনেটের অগ্রগতি হচ্ছে সে অনুযায়ী ভবিষ্যতে এই সোশ্যাল মিডিয়া সাইটটিতে আরো অসংখ্য ব্যবহারকারী সক্রিয় হবে।

ইন্সটাগ্রাম কারা ব্যাবহার করতে পারবে?

Instagram সর্বসাধারণের জন্যই উন্মুক্ত। যেকেউ চাইলে Instgarm এ একটি ফ্রীতে অ্যাকাউন্ট তৈরি করে সেটি ব্যবহার করতে পারবেন। Instagram ব্যবহারের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে সরাসরি ফেসবুকের সাথে সংযুক্ত করে একটি Instagram Account তৈরি করতে পারেন অথবা চাইলে Gmail + Phone number এর সাহায্যে একটি অ্যাকাউন্ট মাত্র কয়েক মিনিটে ফ্রীতে করে নিতে পারবেন।

ইন্সটাগ্রাম এর বিভিন্ন প্রো ফিচারঃ

যদিও Instagram এর আলাদা কোনো প্রিমিয়াম ফিচার নেই। তবে ইনস্টাগ্রামে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো অবশ্যই প্রো লেভেলের ফিচার এর চাইতে কম কিছু নয়।

নিচের Instagram এর বিভিন্ন ফিচার উল্লেখ করা হলোঃ

১. Live Rooms

এটি ইন্সটাগ্রাম এর দারুন একটি ফিচার। আপনি চাইলে লাইভে রুম তৈরি করার মাধ্যমে কয়েকজনের সাথে যে লাইভ করবেন সেটা লাইভ আকারে আপনার দর্শকদের সাথে শেয়ার করতে পারবেন। এতে আপনি লাইভ আড্ডা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

২. Reels

Instagram Reels এর মাধ্যমে আপনি ভিডিও তৈরি করে শেয়ার করতে পারবেন। আপনি ১৫ সেকেন্ড এর একটি ভিডিও তৈরি করে সেটিকে শেয়ার করতে পারবেন। যারা Tiktok এর বিকল্প চান তাদের জন্য এই ফিচারটি দারুন কাজে দেবে।

৩. Stories caption stickers

Instagram Story দেওয়ার সময় আপনি বিভিন্ন স্টিকার ব্যবহার করতে পারবেন যেগুলো সত্যিই দারুন। এছাড়াও আকর্ষণীয় ফন্ট স্টাইলের সাথে স্টোরি প্রকাশ করতে পারবেন। স্টোরি ফিচার এর দিক থেকে ফেসবুক এর তুলনায় ইন্সটাগ্রাম অবশ্যই এগিয়ে থাকবে।

৪. Location Stories and Post

লোকেশন নির্ধারণ করে পোস্ট এবং স্টোরি দিতে পারবেন। তবে স্টোরি এর ক্ষেত্রে বিশেষ করে এই ফিচারটি দারুন।

৫. Search and Explore

Instagram তে সহজে যেকোনো অ্যাকাউন্ট সার্চ করে খুঁজে পাবেন, একইসাথে এক্সপ্লোর এর মধ্যে অনেকের পোস্ট ভিডিও সাজেশন হিসেবে আসবে। এই ফিচারটি সত্যিই অসাধারণ।

৬. Shopping

ফেসবুকের মতই এখন আপনি চাইলে ইন্সটাগ্রামে শপিং করতে পারবেন। বিভিন্ন কোম্পানি বা লোকাল বিক্রেতারা তাদের পণ্য ও সেবা এই অ্যাপে ক্রেতাদের অফার করে থাকে।

৭. Messege & Calling

যদিও এটি বিশেষ কোনো ফিচার নয়। তবে মেসেজ কল এর ক্ষেত্রে ইন্সটাগ্রাম বেশ মজার। ব্যবহার করলে সেটা আপনি বুঝতে পারবেন। আরো অসংখ্য ফিচার রয়েছে তবে এই কয়েকটি ফিচার এর জন্যে ইন্সটাগ্রাম এত জনপ্রিয়।

ইন্সটাগ্রাম থেকে Meta Platform বাৎসরিক কত টাকা উপার্জন করে?

Businessofapps এর তথ্য অনুসারে ইন্সটাগ্রাম থেকে Meta Platform বাৎসরিক আয় করে প্রায় $২৪ বিলিয়ন ডলার। বাৎসরিক হারে এই পরিমাণ বাড়ে বা কমে। তবে পূর্বের বছর গুলোতে এই আয়ের পরিমাণ বেড়ে এসেছে।

শেষ কথা

আজকে আমরা Instagram এর ব্যাপারে বিস্তারিত জানলাম। আশা করছি আপনারা অনেক তথ্য পেয়েছে। আর্টিকেলটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন।

Related Posts

19 Comments

মন্তব্য করুন