আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি ভালো আছেন?
আমরা অনেকে চাই যে আমি App Developer হবো! আমি HTML শিখবো! ইত্যাদি, ইত্যাদি করবো! কিন্তু তেমন কাউকে পাইনা, যার কাছে কিছু ভিডিওর মাধ্যমে হেল্প পাবো। কেন আনিসুল ভাই আছে না আপনি ( ফেইসবুকের কম্পিউটার বিষয় নিয়ে প্রবলেম সমাধা ) এই গ্রপে বা আপনার কনো চেনা গ্রুপে পোস্ট দিন আনিসুল ভায়ের ভিডিও কী ভালো না খারাপ। দেখবেন বেশ কয়েক জন বলবেন যারা আনিসুল ভায়ের কর্স করেছেন তারা আপনাকে নিতে বলবেন কর্স। আর এখন আনিসুল ভাই একটা অ্যাপস পাবলিশ করেছেন যেটাতে, আনিসুল ভায়ের কর্স শিখার মাঝখানে ইনকামও করতে পারবেন আপনি, হ্যাঁ ঠিক শুনেছেন। আনিসুল ভায়ের সকল কর্স যেমনঃ HTML, App Developed ইত্যাদি, ইত্যাদি আপনি ভিডিও এর মাধ্যমে শিখতে পারবেন। এমনকি সব ভিডিও সিরিয়ার মত পাবেন আর আপনি এর মাঝ খানে ইনকামও করতে পারবেন। তো ইনকামটা কীভাবে করবেন সেটা আমি পরে বলছি আগে কীভাবে এই কর্স গুলো পাবেন সেটা বলি। প্রথমে আপনাকে একটি অ্যাপস ইনস্টাল করতে Learning with Benefits এই অ্যাপটি কথাই পাবেন অ্যাপটি পাওয়ার জন্য আপনার গুগল প্লেস্টরে গিয়ে সার্চবারে লিখুন Learning with Benefits এবং ইনস্টাল করে নিন এখন আপনি অ্যাপটি ওপেন করে নিন তার পর নিচে একটা বাটন পাবেন Register ওখানে ক্লিক করে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিন সর্বশেষ রেফার কোড দিবেন ওই খানে বলবে রেফার কোড না দিলেও চলবে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আমার রেফার কোডটি দিন।
রেফার– EdBM30
তার পর কমপ্লিট করুন এখন একটি নোটিশ পাবেন যেখানে কিছু লেখা থাকবে আপনি পড়ে নিবেন। এখন আপনি সব ধরনের কর্স ভিডিও পাবেন আনিসুল ভায়ের। প্রতিটি ফোল্ডারে ১০ থেকে ১০০+ ভিডিও পাবেন একটা একটা করে আপনি চুজ করে নিবেন আপনার যেটা সেখার ইচ্ছা।
ইনকাম কীভাবে করবেন?
ইনকাম করতে পারবেন খুব সহজেই আর সেই সহজ উপায়টা হলো ওই কর্স গুলো। আপনি প্রতিটি ভিডি প্লে করে সর্বনিম্ন ১০ সেকেন্ড দেখে আবার বেশিও দেখতে পারবেন, পরে ব্যাকে আসলে ১ টা এড আসবে সেটা কাটবেন না এড কমপক্ষে ৫ সেকেন্ড থাকে আবার ৩০ সেকেন্ড ও থাকে তো আপনি ভালো করে লক্ষ করে এডটি কেটে দিবেন আর ব্যালেন্সে আপনার ২ পয়েন্ট যোগ হবে যদি ১০ সেকেন্ড এর কম দেখেন ভিডিও সেখেত্রে আপনি ১ পয়েন্ট পাবেন। এখন এই পয়েন্ট দিয়ে টাকা কীভাবে নিবেন? আপনি যদি ১০০ পয়েন্ট করতে পারেন তাহলে আপনাকে ১০ টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন আর যদি বেশি পয়েন্ট হয় তাহলে বিকাশে নিতে পারবেন।
তো বন্ধুরা কেমন লাগলো আনিসুল ভায়ের অ্যাপটি কমেন্ট করে জানাবেন কিন্তু ধন্যবাদ ।