Mx Player এর ব্যাকগ্রাউন্ডে যেকোনো ছবি সেট করুন কোনো কোডিং-প্রোগামিং ছাড়াই

হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।এই করোনাকালে আমরা সবাই রীতিমতো বাড়িতে বসে রয়েছি ফলে আমরা সবাই গ্রাথরপ প্রতিনিয়ত কিছু নতুন পোস্ট নিয়ে হাজির হচ্ছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি পোস্ট যা দিয়ে আপনি Mx Player এর ব্যাকগ্রাউন্ডে যেকোনো ছবি সেট করতে পারবেন।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।


১.শুরুতে গুগল ক্রোম থেকে এপিকে পিউর এ যান সেখান থেকে উপরের দেওয়া স্কিনশর্ট Apk Editor Pro এ্যাপটি নামিয়ে নিন ও মোবাইলে ইনস্টল করুন।


২.এবার যেই এ্যাপটি সিলেক্ট করতে চান তার জন্য Select From Apk এই অপশনটিতে যান।


৩.Mx Player এ ক্লিক করুন এবার Full Edit এই অপশনটিতে ক্লিক করুন ও এবার Decode All Files নামের এই অপশনটিও সিলেক্ট করুন।


৪.এবার অনেকগুলো ফাইল দেখবেন সেখান থেকে res নামের ফাইল পাবেন সেই ফাইলের ভিতর আপনি যে ছবিটি Mx Player এর ব্যাকগ্রাউন্ড এ রাখতে চান ঐ ছবিটি আপলোড করুন।

<

৫.এবার ব্যাক এ এসে আপনি বিল্ড অপশন পাবেন ঠিক ডান দিকে উপরে পাবেন ঐ অপশনটি সিলেক্ট করুন।


৬.এবার বিল্ড হলে এ্যাপটি ইনস্টল করুন।


৭.Mx Player এ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করুন।


৮.দেখুন ব্যাকগ্রাউন্ডে যেই ছবিটি আমি রাখতে চেয়েছিলাম ঠিক ঐ ছবিটি ব্যাকগ্রাউন্ডে এসে পড়েছে ঠিক একই প্রসেস ব্যাবহার করে আপনি এবার যেকোনো ছবি Mx Player এর ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন।

আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।

Related Posts