Namecheap থেকে কিভাবে হোস্টিং কেনা যায়, পরিপূর্ণ গাইড লাইন

বর্তমানে অনলাইনে বিভিন্ন কোম্পানিরা তাদের বিজনেস পরিচালনা করে থাকছেন। এক্ষেত্রে কোম্পানিরা তাদের বিজনেস পরিচালনার জন্য একটি ওয়েবসাইট তৈরি করে থাকেন। আর একটি ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই সেখানে হোস্টিং এর প্রয়োজন হয়।

তাহলে হোস্টিং বিষয়টা কি?

হোস্টিং হচ্ছে এক ধরনের ওয়েব সার্ভার বলা যায়, যেখানে আপনার ওয়েব সাইটের সকল ডাটা, তথ্য ফাইল, ছবি, সবকিছুই সংরক্ষিত থাকে। অর্থাৎ মোবাইল ফোনের ক্ষেত্রে যেমন স্টোরেজ থাকে যেখানে আমরা আমাদের ফোনের সকল ডেটা সংরক্ষিত রাখতে পারি ঠিক সেরকমই ওয়েবসাইট এর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের যাবতীয় সকল ডাটা সংরক্ষিত রাখার জন্য আমাদের হোস্টিং সার্ভার এর প্রয়োজন হয়। এক্ষেত্রে অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের হোস্টিং কিনতে হবে।

আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে হোস্টিং কেনা যায় সে বিষয়ে। অনেক কোম্পানি হোস্টিং সার্ভিস প্রদান করলেও আমি আপনাদের রেফার করবো Namecheap থেকে কেনার জন্য। কেননা তাদের সার্ভিস, সাইটের ইন্টারফেস সব বিষয় আমার বেশ ভালো লেগেছে। তাহলে আসুন জেনে নেই নেমচিপ থেকে কিভাবে হোস্টিং কিনব এই বিষয়ে।

Namecheap থেকে কিভাবে হোস্টিং কেনা যায়?

প্রথমত আপনাকে Namecheap সাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি যেকেউ করতে পারবেন সহজেই। এরপর চলে আসুন আপনার একাউন্ট ড্যাশবোর্ডে। এখন আপনি তাদের প্রদানকৃত বিভিন্ন সার্ভিস ক্যাটাগরি দেখবেন সেখান থেকে Hosting অপশনে চাপ দিন। আপনি কত বছর কিংবা মাসের জন্য হোস্টিং নিতে চান সেটি সিলেক্ট করুন, এরপর আপনার সামনে বিভিন্ন প্যাকেজ আসবে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ সিলেক্ট করুন এবং Get Started অপশনে চাপ দিন।

এই পর্যায়ে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডোমেইন এর আন্ডারে হোস্টিং নিতে চাচ্ছেন। এক্ষেত্রে যদি নেমচিপ থেকে ডোমেইন নিয়ে থাকেন তাহলে Your Namecheap Domain Name, অন্য কোথাও থেকে নিয়ে থাকলে Your Third-party Domain Name অপশন সিলেক্ট করুন। এখন আপনি Find your Domain Name বক্সে আপনার ডোমেইনের নাম লিখে সার্চ দিন। এরপর আপনার ডোমেইনটি সিলেক্ট করে Connect to hosting অপশনে ক্লিক করুন।

আপনার ডোমেইন এর সাথে আপনার হোস্টিং কানেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি Add to cart অপসন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন। এখন আপনার সামনে অর্ডার কনফার্ম পেজ চলে আসবে যেখানে আপনার প্যাকেজটি এবং সেটির মূল্য সহ সকল বিবরণ দেখানো হবে। কনফার্ম অর্ডার অপসনে চাপ দিন। কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করে দিন। যদি আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনার কার্ডের বিবরণ দিয়ে কন্টিনিউ করুন অথবা যদি আপনি ফান্ড এর দ্বারা পেমেন্ট করতে চান তাহলে ফান্ড বিবরণ দিন অথবা আপনি কয়েনবেস বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারেন। জেনে নিন বাংলাদেশ থেকে কিভাবে মাস্টার কার্ড নিতে হয়?

কয়েনবেস একাউন্ত করতে এখানে ক্লিক করুনঃ https://grathor.com/goto-coinbase [Paid promo link]

আপনার কাজ শেষ, পেমেন্ট করে দেওয়া মাত্রই আপনার হোস্টিং কেনা হয়ে যাবে। এভাবেই সহজে একবার নেমচিপ দ্বারা হোস্টিং ক্রয় করতে পারবেন।

তবে যাদের কার্ড বা ফান্ড নেই তারা কিভাবে কিনবেন? অনলাইনে অনেক বাই সেল বা ব্লগিং বিষয়ক গ্রুপ আছে যেখানে এডমিন ডিল দারা অনেকে ডোমেইন হোস্টিং সেল করে। তাদের মাধ্যমে বিকাশে পেমেন্ট দিয়ে আপনি হোস্টিং নিতে পারেন। তবে অবশ্যই এডমিন ডিল করবেন।

শেষ কথাঃ এই ছিল আপনাদের জন্য আজকের আর্টিকেল যেখানে আমরা জানলাম নেমচিপ থেকে হোস্টিং কেনার বিষয়ে। আর্টিকেলটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগল শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন