PHP বেসিক টিউটোরিয়াল পার্ট:৬

আসসালামু য়ালাইকুম ।কেমন আছেন আপনারা সবাই। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমার PHP এর ৬ টিউটোরিয়াল । যারা আমার আগের টিউটোরিয়াল দেখে আসেন নাই ।তারা আমার আগের টিউটোরিয়াল দেখে আসেন।
এখন আলোচনা করব switch নিয়ে।

…………………… switch ……………..

সুইচ স্টেটমেন্টটি বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন ক্রিয়া সম্পাদন করতে ব্যবহৃত হয়।
switch ফাংশন এর জন্য কিছু কোডিং লাগে।
case

echo

break

case…………… নির্দিষ্ট সম্পাদনা নির্দেশ করে।

break ………… কোডটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ক্ষেত্রে চালানো থেকে রোধ করে।

default ……………..কোনও মিল না পাওয়া গেলে বিবৃতি ব্যবহৃত হয়।

যেমন ধরুন আপনি সাপ্তাহিক নাম বানাতে চান

তাহলে আপনি সুইচ ফাংশন দ্বারা বানাতে পারবেন।

তা হার জন্য আপনাকে একটি ভেরিবল নিতে হবে।

$ week = 1;

switch ( week ) {
case 1 :

echo ” to day :. is Satur day “;

break;

case 2 :

echo ” to day :. is sun day “;

break;

case 3 :

echo ” to day :. is Mon day “;

break;

case 4 :

echo ” to day :. is Tues day”;

break;

case 5 :

echo ” to day :. is Wednes day “;

break;

case 6 :

echo ” to day :. is Thurs day “;

break;

case :

echo ” to day :. is Fri day “;

break;

default :

echo ” is not day “;

এখন আমরা যে week নামে ভেরিবল নিয়ে ছিলাম সেটার ভেলু বা সুইচ এর ভেলু এর মধ্যে

যদি ১ দেয়া হয় তাহলে echo করবে to day :. is Saturday ।

আর যদি ২ দেয়া হয় তাহলে echo করবে to day :. is sun day

যদি ৩ দেয়া হয় তাহলে echo করবে to day :. is Mon day

যদি ৪ দেয়া হয় তাহলে echo করবে to day :. is Tues day

যদি ৫ দেয়া হয় তাহলে echo করবে to day :. is Wednes day

যদি ৬ দেয়া হয় তাহলে echo করবে to day :. is Thurs day

যদি ৭ দেয়া হয় তাহলে echo করবে to day :. is Fri day ।

আর যদি এই ৭ নাম্বার বাদ দিয়ে অন্য কোন নাম্বার দেয়া হয় তা হলে
echo করবে to day :. is নট ডে ।

এখন আলোচনা করব loops এর সম্পর্কে।

প্রায়শই আপনি কোড লেখার সময় আপনি একই কোডের ব্লকটি নির্দিষ্ট বার বার চালিত করতে চান। সুতরাং, কোনও স্ক্রিপ্টে প্রায় সমান কোড লাইন যুক্ত করার পরিবর্তে আমরা লুপগুলি ব্যবহার করতে পারি।

লুপগুলি একই ব্লকের কোডটিকে বারবার চালিত করতে ব্যবহৃত হয়, যতক্ষণ না কোনও নির্দিষ্ট শর্তটি সত্য হয়।

লুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তী টিউটোরিয়াল এ।

Related Posts

13 Comments

মন্তব্য করুন