Pi Network থেকে ফ্রি ডিজিটাল কারেন্সি আয় করুন কোনো কাজ না করেই! (২)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

আশা করি সবাই ভালো আছেনও আগের পোস্টটি পড়েছেন। যারা আগের পোস্টটি পড়েছেন তাদের মনে কিছু প্রশ্ন জাগতে পারে। আর এই পোস্টটিতে সবকিছু বিস্তারিত তুলে ধরা হলো।

আগের পর্বের বিষয়টি ছিলো কোনো কাজ না করে শুধু একাউন্ট খুলেই কিভাবে পয়েন্ট আয় করতে পাীবেন সেই সম্পর্কে। আগের পর্বে আলোচনা যা করেছিলাম তার পরবর্তী আয় করার পদক্ষেপগুলি জেনে নিন।
এই সাইটে কিছু কিছু নিয়ম না মানলে আপনার কয়েন বা পয়েন্ট আয় বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনার আয়কে নিয়মিত চালু রাখতে আপনাকে আরো কিছু পদক্ষেপ মানতে হবে।

নিয়মিত আপনার সাইটের ডিজিটাল কারেন্সি আয় চালু রাখতে আপনার ফোনের Notification-এ Bell বাটন চিহ্ন আসার সাথে সাথে pi network এর ভিতরে থাকা গোলাকাল সাদা চিহ্নের নিচে অবস্থিত একটি Arrow চিহ্ন দেখতে পাবেন। যে চিহ্নটি উপরে ও নিচে সবসময় অবিরত নড়াচড়া করছে। তখন ক নম্বরে থাকা গোলাকার সাদা চিহ্নের উপর ক্লিক করলে সাদা চিহ্নটি সবুজ হয়ে যাবে। তারপর আপনাকে কয়েকটি মেসেজ দেখাবে সেগুলির উপর ক্লিক করে দিবেন তারপট Dismiss নামে একটি বাটন আসবে সেই বাটনে চাপ দিয়ে অ্যাপটি বন্ধ করে দিতে হবে। তাহলেই আপনার নিয়মিত ইনকাম চালু থাকবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলোঃ
প্রতিদিন pi network এর প্রথম পেজের উপরে থাকা ক ও খ নাং এর কাজটি নিয়ম করে করলেই আপনার ইনকাম চালু থাকবে। অন্যথায় ইনকাম বন্ধ থাকবে।

<

Cryptocurrency-তে অভিজ্ঞ ব্যক্তিগণ Pi Currency-কে বিটকয়েন হিসেবেই মানে। তার কারনগুলো হলোঃ
১। শুরুর দিকে Pi Currency এর চাইতে Bitcoin-এর সদস্য কম ছিল।
২। Bitcoin এর চাইতে Pi Currency অায় করা সহজ।
৩। Pi Security Circle নিজেদের হিসাব ও লেনদেনের নিরাপত্তা দিয়ে থাকে।
৪। Pi Network, Bitcoin- এর চেয়ে উন্নত।

Pi Network এর বিশ্বস্ততা যাচাই করতে গুগলে নিম্নের প্রশ্ন /বিষয়গুলি জেনে নিতে পারেন।
১। pi network কি scam?
২। Pi Network এর ভবিষ্যৎ কি?
৩। Pi Network forecast ২০২০-২০২৫ পর্যন্ত।
এছাড়াও আপনার ইচ্ছামতো তথ্য গুগল সার্চ করে জেনে নিতে পারেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Related Posts