small seo tools আপনার পোস্ট কতটা ইউনিক চ্যাক করুন। Grathor ও ওয়েবসাইট এর জন্য সেরা টুলস।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আজকে আপনাদের সাথে small seo tools নামে চমৎকার একটা টুলস শেয়ার করব। small seo tools যারা গ্রাথোর এ কাজ করেন কিংবা যাদের নির্দিষ্ট ওয়েবসাইট আছে তাদের তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এটা কি কাজ এ আসে তা একটু পর বলছি। তার আগে আপনাদের সাথে গ্রাথোর ও ওয়েবসাইট এ কাজ করার কিছু শর্ত শেয়ার করব।

গ্রাথোর এ কাজ করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হয়। তাহলো আমাদের কোন পোস্ট কোন মতেই কপিরাইট হতে পারবে না। যদি আমরা কপি পোস্ট করি তাহলে আমাদের একাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে। তাই যা পোস্ট করছি তা কপিরাইট কিনা এটা জানা খুব গুরুত্বপূর্ণ।

আর ওয়েবসাইট এর ক্ষেত্রে আমাদের সেম বিষয় প্রয়োজন। আমরা যদি কপি করে পোস্ট করি ইনকাম তো দূরের কথা এডসেন্স ও পাবেন না। তাই সবসময় আমাদের কপি পোস্ট ত্যাগ করতে হবে।

আপনি অনেক সময় নিজে থেকে পোস্ট লেখলেও কপি হতে পারে। কারন গুগল অনেক ভর একটা প্লাটফর্ম। তাই আমাদের সম্ভব হলে চ্যাক করে পোস্ট করা প্রয়োজন। যে যেই পোস্ট টা করছি এটা কপিরাইট ফ্রী কিনা।

এর জন্য আপনাদের একটা টুলস শেয়ার করব। কপি পোস্ট চ্যাক করার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সেরা টুল। এখানে থেকে আপনি ফ্রী তে আপনার পোস্ট টা চ্যাক করতে পারবেন।

এর জন্য আপনি চলে যাবেন যেকোনো একটা ব্রাউজারে। সেখানে গিয়ে smallseotools.com/plagiarism-checker/ এই লেখাটা লিখে সার্চ করবেন। আপনি এখানে থেকে লেখাটা কপি করে নিতে পারেন। অথবা আপনি চাইলে নিচের লিংক এ ক্লিক করে সরাসরি সাইট এ যেতে পারেন।

সাইট লিংকঃ- 👇👇👇👇👇👇👇👇 https://smallseotools.com/plagiarism-checker/

এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে সাইট এ নিয়ে যাবে। সেখানে আপনি আপনার লেখা পোস্ট চ্যাক করতে পারবেন।

সবার প্রথম আপনি যে পোস্ট চ্যাক করতে চান সেই পোস্ট টা লিখে কম্পিলিট করবেন। তারপর আপনি পুরো পোস্ট টা কপি করবেন। কপি করার পর আপনি সেখানে একটা বক্স পাবেন। সেই বক্স এ আপনি পোস্ট টা সাবমিট করবেন।

সাবমিট করার পর একটু নিচে গেলে একটা অপশন দেখতে পাবেন। সেখানে আপনি plagarin নামে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পোস্ট টা চ্যাকিং করতে শুরু করবে।

এখানে আপনি আপনার পোস্ট কত পার্সেন্ট অর্গানিক আর কত পার্সেন্ট কপি এটা চ্যাক করতে পারবেন। তারপর আপনি চ্যাক করার পর আপনি এটা পোস্ট টা আপলোড করবেন।

এভাবে খুব সহজে আপনি আপনার পোস্ট কপিরাইট চ্যাক করতে পারবেন। এটা আপনি একদম ফ্রী ব্যবহার করতে পারবেন। এখানে আপনার কোন একাউন্ট করার প্রয়োজন হবে না। আশা করি এটা সবার কাজে লাগবে। যদি ভালো লাগে পোস্ট টা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন