Timebucks থেকে অর্থ উপার্জন করবেন কিভাবে?

আসসালামুআলাইকুম, কেমন আছেন সকলে? আশা রাখবো সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা দিনের শেষে আমাদের সকলের টাকার দরকার হয়। এক্ষেত্রে আমরা বিভিন্ন জনে বিভিন্ন উপায় খুঁজে থাকি আয় করার। ইন্টারনেটে অর্থ উপার্জন করার অনেক উপায় আছে। তবে আজকে আপনাদের এমন একটি সাইট এর সম্পর্কে পরিচয় করিয়ে দিব যেখানে আপনারা ছোট ছোট কাজ করে পার্ট টাইমে রোজগার করতে পারবেন। আমি যে সাইটের কথা বলছি সেটি হচ্ছে ‘Timebucks’, এর আগে হয়তো এই সাইটের নাম শুনে থাকবেন।

এই ওয়েবসাইটে অনেকে দীর্ঘদিন যাবত কাজ করে পেমেন্ট পেয়ে আসছেন, সুতরাং পেমেন্ট নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এই ওয়েবসাইটটি ১০০% রিয়েল, তাই নির্দ্বিধায় কাজ করতে পারবেন। অনেক কথা হয়ে গেলো এখন আসুন কিভাবে কাজ করবেন কি কাজ পাবেন সেগুলো স্টেপ বাই স্টেপ জেনে নেই।

Timbuks থেকে আয় করার উপায়ঃ

ওয়েবসাইটের লিংকঃ timebucks এই ওয়েবসাইটে টাকা আয় করতে হলে প্রথমে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করাটা অনেক সহজ।

কিভাবে Timebucks সাইটে একাউন্ট তৈরি করবেন?

Sign Up ক্লিক করে আপনার নাম, জিমেইল এড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিন। অতঃপর, আপনার জিমেইল তে কোনো কনফার্ম করার লিংক বা কোড থাকলে সেটির সাহায্যে অ্যাকাউন্ট কনফার্ম করে নিন।

কিভাবে কাজ করবেন/ কি কি কাজ করতে পারবেন?

অ্যাকাউন্ট করা শেষ হলে এখন কাজের পালা। শুরুতে বলেছি এখানে আপনারা ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন। বলা যেতে পারে এটি এক প্রকারের মাইক্রো জব সাইটের মতই। কাজ শুরু করতে আপনার একাউন্ট ড্যাশবোর্ড থেকে ৩ ডট অপশনে চাপ দিন, এরপর “Earn” অপশনে চাপ দিন। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির কাজ দেখতে পারবেন। আপনার যেটা ভালো লাগে সেটি আপনি এখান থেকে করতে পারেন।

এখানে আপনারা যে যে কাজগুলো করার অফার পাবেন সেগুলো হলোঃ

সার্ভে করে ইনকামঃ সার্ভে এর বিষয়ে আমরা কমবেশি সবাই জানি, এটি একটি অনলাইন জরিপ। এই সাইটে আপনারা সার্ভে কাজ করে ০.১০ ডলার আয় করতে পারবেন। বিভিন্ন অপসন পাবেন এখানে আপনারা।

রেফার করে আয়ঃ রেফার করে আয় বলতে আপনার দেওয়া লিংক দ্বারা অন্য কাওকে ওয়েবসাইটে যুক্ত করানো। প্রতি রেফার বাবদে আপনারা যাকে রেফার করেছেন তার ইনকাম এর ১৫% কমিশন পাবেন।

ভিডিও দেখে আয়ঃ বিজ্ঞাপন দেখে আয় করার মতোই এটা। এখানে আপনারা প্রতি ভিডিওতে ০.১ ডলার ইনকাম করতে পারবেন।

টাস্ক পূরণ করে আয়ঃ আপনাদের প্রথমে বলেছি এটা মূলত এক প্রকারের মাইক্রো জব সাইটের মতই। এখানে আপনারা বিভিন্ন টাস্ক পাবেন, যেমন; ইউটিউব সাবসক্রাইব, ভিডিও দেখা, লাইক, কমেন্ট, ফেসবুক শেয়ার ইত্যাদি। এসকল ছোট ছোট টাস্ক পূরণ করে আপনার ০.০২ -২.০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে করতে পারবেন স্বাধীন ভাবে। কাজ শেষ হলেই একাউন্টে ডলার যুক্ত হয়ে যাবে।

সবশেষে, যেহেতু এই ধরনের সাইটগুলোতে ছোট ছোট কাজ অফার করা হয়, সেহেতু এই ধরনের কাজ করে আপনারা বেশি ইনকাম করতে পারবেন এমনটা নয়। তবে ধৈর্য্য সহকারে কাজ করলে এখান থেকেও ভালো কিছু আয় কোর্স সম্বব, আর এটি অবশ্যই পেমেন্ট করে তাই পেমেন্ট নিয়ে ভাববেন না, শেষ করছি এইটুকুতেই, আল্লাহ হাফেজ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন