UpWork থেকে কিভাবে ফ্রীল্যান্সিং করে টাকা আয় করবেন সম্পুর্ন জানুন।

হ্যালো বন্ধুরা, যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী তাদের জন্য আজকের এই ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে সাথে আপওয়ার্কে কিভাবে কাজ করবেন সে সম্বন্ধে ধারণা ও সঠিক জ্ঞান দিব। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক। ফ্রিল্যান্সিং এর জন্য অন্যতমএকটি প্রধান সাইট হলো UpWork, যেখান থেকে ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করে দৈনিক লাখ লাখ কিংবা হাজার টাকা ইনকাম করতে পারেন। এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে রেজিস্টার করবেন কিভাবে প্রোফাইল ভেরিফাই করে টাকা ইনকাম শুরু করবেন আমি আপনাদের বিস্তারিত বলবো। প্রথমে আপনাকে এখানে রেজিস্টার করে টাকা ইনকাম করতে হবে। এখানে আপনি ডাটা এন্ট্রি সবচেয়ে সহজ ভাবে করে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া এখানে ব্লগিং করে, লেখালেখি করে, ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েট করে, ওয়েব ডেভেলপ করে, ওয়েব ডিজাইনিং করে, প্রোগ্রামিং এসবের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। চাইলে আপনারা এখানে গ্রাফিক্স ডিজাইনিং করে টাকা ইনকাম পাবেন। যারা ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, অথবা কোডিং, প্রোগ্রামিং এসব ভালো জানেন তারা এখানে সহজে ইনকাম করতে পারবেন। তাদের জন্য এটি একটি উন্মুক্ত সাইট। তবে যারা এসব সম্বন্ধে জানে না তারাও ইনকাম পাবেন। তবে সেটা অনেক দুর্লভ এবং ইনকাম পেতে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হবে। বিশেষ করে যারা কনটেন্ট রাইটিং করে, ব্লগিং করে অথবা ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য সবচেয়ে কঠিন হবে। কেননা এসব সহজ কাজে অনেক মানুষ আগ্রহী এবং তারা করতে চায়, তবে সকলে সুযোগ পায় না। যাদের পরবর্তী প্রোফাইল ভালো এবং প্রফেশনাল, অনেক বছর ধরে কাজ করছে, তাদেরকে সকল কোম্পানি এবং ওয়েবসাইট গুলো চায়। এবং তাদের ধারা কাজ করিয়ে নেয়। যারা নতুন করতে চান তাদের জন্য ব্যাপারটা কঠিন হয়ে ওঠে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সেটা ভালো করে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে।

 

প্রথমত আপনাকে এখানে রেজিস্টার করার জন্য সরাসরি এই সাইটে ক্লিক করতে হবে। এজন্য আপনাদের আপনারা এই লিংকে ক্লিক করলে পারেন। এখানে ক্লিক করার পর আপনাকে রেজিস্ট্রার অপশন এ নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিটেলস সব কিছু দিয়ে একটি ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে। তারপর আপনাকে কনফার্ম  ক্লিক করে রেজিস্টার করে নিতে পারেন। রেজিস্টার করার পর আপনার জিমেইল আইডিতে একটি ভেরিফিকেশন লিংক যাবে সেই লিংটিতে ক্লিক করে রেজিস্টার কনফার্ম করতে হবে। তারপর আপনাকে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং প্রোফাইলকে 100% ভেরিফাই করতে হবে। এর জন্য আপনাকে প্রোফাইলে দেওয়া সকল Skills,About Yourself,Details,Education সবকিছু আপনাকে সঠিক ভাবে ফিল আপ করতে হবে এবং চাইবেন যেন নির্ভুল বলতে পারেন। যাতে ভুল না হয়। সবকিছু কমপ্লিট বা সম্পূর্ণ করার পর আপনার প্রোফাইল 100% হয়ে গেলে আপনাকে তারা নতুন নতুন জব এবং কাজের সন্ধান দিবে। যেগুলো থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে সেই সমস্ত কাজে ভিজিট করতে হবে এবং সেখানে টাকা ইনকাম করার ইচ্ছা পোষণ করতে হবে বা বিট করতে হবে।তারপর আপনাকেনির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত কাজটি করে একটি ফাইল আকারে অথবা প্রজেক্ট আকারে তাদের কাছে জমা দিতে হবে। যাদের থেকে তারা পছন্দ করবে, যে ওয়েবসাইটে আপনাকে কাজ দিবে তারা যদি পছন্দ করে তাহলে আপনার কাছে সাথে সাথে আপনাকে পেমেন্ট করবেন।

অবশ্যই দেখবেনঃ১.HeedYou থেকে মাসিক ইনকাম নিন ২০০০০ টাকা।পেমেন্ট বিকাশে।

২.PaidVerts থেকে এডে ক্লিক করে ডেইলি ৫০০-৮০০ টাকা নিন।

আপনারা চাইলে এখানে পেপালে পেমেন্ট নিতে পারবেন। আবার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের থেকে পেমেন্ট নিতে পারবেন।  অনেক পরিশ্রম করতে হবে বিশেষ করে কয়েক মাস আপনাকে লাগাতার পরিশ্রম করতে হবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে হবে, সেখানে জমা দিতে হবে, প্রোফাইলকে কমপ্লিট করতে হবে তারপর আপনি সেখানে সফল হবেন। যারা ব্লগিং বা কনটেন্ট রাইটিং করবেন তারা ইউনিক কন্টেন্ট রাইটিং করার চেষ্টা করবেন তাহলে আপনার জব পেতে এবং কাজ করতে সুবিধা হবে। আর যারা ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এসব ভালো জানেন, তারা ফ্রিল্যান্সিংয়ে খুব ভালোভাবে কাজ করতে পারেন এবং তারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে। কাজেই এ UpWork সাইটে আপনারা চাইলে ইনকাম করতে পারেন।

Related Posts