Vivo V20 মোবাইলটি হতে পারে আপনার বাজেট গেমিং ফোন সাথে রয়েছে অসাধারণ ফিচারসমূহ

হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি মোবাইলের রিভিউ যা আপনার জন্য হতে পারে পারফেক্ট কম্বিনেশন মোবাইলটির নাম হলো Vivo V20 পারবেন।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।


ফোনটির বাংলাদেশি অফিসিয়াল প্রাইজ হলো ৩২ হাজার ৯শত ৯৯টাকা।

আমি Vivo ভি সিরিজের সকল ফোন ব্যাবহার করেছি কিন্তু অন্য সকল ফোনের তুলনায় এই ফোনটিকে একটু ভালো ও প্রিমিয়াম মনে হয়েছে।এবার আপনাদের মনে আসতে পারে এই ফোনে আবার কি আছে যে এই ফোন প্রিমিয়াম হবে তার জন্য আমি আপনাদের এই ফোনের সকল ডিটেলস দিচ্ছি মনোযোগ সহকারে পোস্টি পরুন।


১.Vivo V20 ফোনের কালার ও নেটওয়ার্কঃ

এই ফোনটিতে সানরাইজ মেলোডি ও মিডনাইট কালার এর দুইটি ভেরিয়েশন বের হয়েছে।আমার কাছে সানরাইজ কালার টা ভালো লেগেছে। নেটওয়ার্ক ২জি,৩জি,৪জি সাপোর্ট ও ডোয়াল সিম সাপোর্টেড।

২.Vivo V20 ফোনের ক্যামেরা ও রেম রোমঃ

এই ফোনের সামনের ক্যামেরা হিসেবে ব্যাবহার করা হয়েছে ৪৪ মেগাপিক্সেল ও ভিডিও রেসুলেশন হিসেবে রয়েছে 4k Ultra Hd।আর পিছনের ক্যামেরা তে ৭৪ মেগাপিক্সেল ও পিছনের ভিডিও রেসুলেশন হিসেবে ব্যাবহার করা হয়েছে 4K Ultra Hd.


৩.রেম ও রোমঃ

Vivo V20 তে রয়েছে ৮ জিবি রেম ও ১২৮ জিবি রোম যা দিয়ে অনাহাসে যে কোনো গেম খেলতে পারবেন ও তথ্য রাখতে পারবেন মোবাইলে।

<

৪.Vivo V20 ফোনের প্রসেসর ও অপারেটিং সিস্টেমঃ

মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যাবহার করা হয়েছে Qualcomm Snapdragon 720G
আর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এনড্রয়েড ভার্সন ১১ যা দিয়ে আপনার গেমিং একপ্রেরিয়েন্স হবে দুদার্ন্ত এবং পাবজির মতো গেমস খেলতে পারেন অনাহাসে।

 

৫.Vivo V20 ফোনের ব্যাটারি ও লক ও আরো কিছু ফিচার সম্পর্কেঃ

ব্যাটারি হিসেবে রয়েছে ৪০০০ Mah এর ব্যাটারি ও ফেস লক,ফিন্গারপ্রিন্ট লক রয়েছে। এছাড়া OTG ভার্সন ২.০ ও Bulletooth ভার্সন ৫.০।এছাড়াও ডিসপ্লের সাইজ ৬. ৪৪ ইঞ্চি।

আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।

Related Posts

10 Comments

মন্তব্য করুন