“WINIT” থেকে মাসে ১০০০ টাকা ইনকাম!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর দয়ায় সবাই ভাল আছেন। আজকে আমি আবার আপনাদের মধ্যে একটা নতুন আর্নিং এপ নিয়ে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

আমারা যারা অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করি তারা অনেক সময়ই ইউটিউব ও বিভিন্ন সাইটে অনেক মাধ্যমে ইনকাম করার কথা শোনে কিন্তু তার ৯৫% হলো ফেক৷ কিন্তু আজকে আমি আপনাদের সংগে যে এপ নিয়ে কথা বলব সেটা ১০০% পেমেন্ট করে আমি গ্যারান্টি দিলাম। আপনি এখান থেকে আর্ন তো করতেই পারবেন তার পাশাপাশি এটা আপনার পড়ালেখা অর্থাৎ জ্ঞানচর্চায়ও সাহায্য করবে। আজকে আমি যে এপটা আপনাদের সংগে শেয়ার করব তার নাম হলো “WINIT”. আমি অন্যদের মতো বলব না যে আপনি এখান থেকে ২০০০ – ৫০০০০ টাকা মাসে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে ভালোভাবে ও নিয়মিতভাবে কাজ করেন তাহলে ৩০০ – ১০০০ বা তারও বেশি ইনকাম করতে পারবেন। আপনি এই এপ থেকে কিভাবে ইনকাম করতে পারবেন এবং একইসঙ্গে এই এপ থেকে কিভাবে জ্ঞানচর্চা করতে পারবেন তা আমি আপনাদেরকে ধাপে ধাপে বলছি।

“WINIT” এর পরিচয় : “WINIT” এপটি একটি বাংলাদেশি এপ। এই এপটির ডেভেলপার হলো “Robi Axiata Ltd”। এই এপটি কবে তৈরি হয়েছিল তা আমি নিশ্চিতভাবে বলতে পারব না। কিন্তু এপটি ১০ এপ্রিল ২০১৯ সালে গুগল প্লে স্টোর রিলিস করা হয়। প্লে স্টোর এপটির পাচ লাখ (৫০০০০০) এর বেশি ডাউনলোড আছে।

একাউন্ট রেজিষ্ট্রেশন : আমি আপনাদেরকে নিচে একটি লিংক দিব সেটায় ক্লিক করলে আপনি প্লে স্টোরে ওই এপটির ডাউনলোড পেজে চলে যাবেন। তাছাড়া আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন “WINIT” তাহলে সাথে সাথে চলে আসবে। তারপর এপটি ডাউনলোড ও ইন্সটল করুন। এখানে একাউন্ট রেজিষ্ট্রেশন করা খুবই সোজা। এখানে আপনি তিন পদ্ধতিতে সাইন আপ করতে পারবেন। এগুলো হচ্ছে মোবাইল নাম্বারের মাধ্যমে, জিমেইলের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে। কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমে রেজিষ্ট্রেশন সবচেয়ে সহজ তাই আমি আপনাদের ওইটার মাধ্যমেই রেজিস্ট্রার কর‍তে বলব। আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনি দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ৪ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা ওখানে লিখে দিবেন। এই আপনার রেজিষ্ট্রেশন শেষ। জিমেইল একাউন্ট দিয়ে রেজিস্ট্রার করতে চাইলে “গুগল দিয়ে সাইন আপ/সাইন ইন করুন” অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে যে কয়টি জিমেইল একাউন্ট আসে সবকয়টি দেখাবে। যে একাউন্ট দিয়ে রেজিস্ট্রার করতে চান সেটি সিলেক্ট করুন। ফেসবুক দিয়ে লগিন করতে চাইলে “ফেসবুক দিয়ে সাইন আপ বা সাইন ইন করুন” অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনি আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বার/ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
তারপর আপনি আপনার এপের ডানদিকে কর্নারে একটি মেনু অপশন দেখতে পারবেন সেটায় ক্লিক করবেন। তারপর আপনি “প্রোফাইল আপডেট” অপশনে যান। তারপর আপনার একটি ছবি, নাম, জেন্ডার, জন্ম তারিখ, পেশা এবং আগ্রহ/শখ সিলেক্ট করুন

—————–রেজিস্ট্রেশন করুন———————

কিভাবে ইনকাম করবেন : এখান থেকে ইনকাম করার অনেক উপায় আছে। আমি নিচে তা বলতেছি :

ডেইলি চ্যালেঞ্জ : এখান থেকে আপনি প্রতিদিন নির্দিষ্ট পয়েন্ট করে ইনকাম করতে পারবেন। আপনি ১টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে আপনি ১ পয়েন্ট পাবেন। আপনাকে দৈনিক ১৭০০ পয়েন্ট করতে হবে। অর্থাৎ আপনাকে প্রতিদিন ১৭০০ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আর আপনি যদি ১৭০০ পয়েন্ট করতে পারেন তাহলে ১৪ টাকা পাবেন। হ্যাঁ আসলে ইনকামটা একটু কম কিন্তু আপনি নিশ্চয়ই পেমেন্ট পাবেন।

র‍্যাপিড ফায়ার : ডেইলি চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি ১৭০০ পয়েন্ট করার জন্য সম্পূর্ণ ১ দিন অর্থাৎ ২৪ ঘন্টা পাবেন কিন্তু এক্ষেত্রে তা মোটেও নয়। আপনি র‍্যাপিড ফায়ারের ক্ষেত্রে মাত্র ৩ মিনিট সময় পাবেন। আপনাকে এই তিন মিনিটে মধ্যে ৫০ পয়েন্ট করতে পারবেন। ৫০ পয়েন্ট করলে আপনি ১৫ টাকা পাবেন। এটা একটু কঠিন কিন্তু চেষ্টা করলে ঠিকই পারবেন। এই র‍্যাপিড ফায়ার অপশনটা লক থাকে। এইটা আনলক করতে আপনাদের ৪০০ পয়েন্ট লাগবে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগছে যে কয়েন আবার কিভাবে পাবেন। আমি নিচে বল দিব আনে যে কিভাবে কয়েন পাবেন।

লাইভ গেম : লাইভ গেমটা সরাসরি হবে। একজন ব্যক্তি লাইভে এসে আপনাকে ১০ টা প্রশ্ন জিজ্ঞেস করবে। আপনি যদি ১০ টা প্রশ্নেরই সঠিক জবাব দিতে পারেন তাহলে আপনি পুরষ্কার পাবেন। সাধারণত সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার এই লাইভ গেমটা হয়। এই ছাড়াও বিভিন্ন বিশেষ দিবস অর্থাৎ স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, ঈদ, বিজয় দিবস উপলক্ষে স্পেশাল লাইভ হয় যাতে পুরস্কার বেশি থাকে। সাধারণত শুক্রবারের লাইভে ১০০০ টাকার পুরষ্কার থাকে। কিন্তু মনে রাখবেন এই ১০০০ টাকা আপনি একা পাবেন। ধরেন লাইভ খেলেছেন ৫০০ জন এবং তাদের মধ্যে ১০ নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছেন ১০ জন। তাহলে এই পুরষ্কারের টাকাটা দশ জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে অর্থাৎ আপনি হিসেবে ১০০ টাকা পাবেন। লাইভ গেমে আপনি যদি একটি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি লাইফলাইন ব্যবহার করতে পারবেন। আপনি ৯ নম্বর প্রশ্ন পর্যন্ত লাইফলাইন ব্যবহার করতে পারবেন। একটি লাইফলাইন কিনতে আপনার ৪০০ কয়েন লাগবে তাছাড়া আপনি রেফারের মাধ্যমেও লাইফলাইন পাবেন।

রেফার : প্রতিটি আর্নিং এপের মত এখান থেকেও রেফার করে আপনি কিছু পাবেন। আপনার রেফার কোডটি জানতে আপনি মেনু অপশনে ক্লিক করুন এবং ওখানে আপনি রেফার নামে একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন। সেখানে আপনি আপনার একটি ছয় সংখ্যার কোড দেখতে পাবেন আর সেটাই হচ্ছে আপনার রেফার কোড। যেমন আমারটি হচ্ছে ” AC059 “। আপনি এই রেফার কোডটি আপনার বন্ধু -বান্ধব্দের সংগে শেয়ার করবেন। এইখানে আপনি প্রতি রেফারের বিনিময় ১ টি করে লাইফলাইন পাবেন যা আমি আগেই বলেছি আপনি লাইভে ব্যবহার করতে পারবেন।

জিতুন : সাম্প্রতিক কয়েক মাস আগে “WINIT” এ একটি নতুন অপশন যুক্ত করা হয় আর সেটির নামে হলো “জিতুন”। আপনি আপানার মেনু বারের নিচের দিকে এই ” জিতুন” অপশনটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন। এটি এই এপটির অন্যান্য অপশনের থেকে আলাদা। সাধারণত আপনারা ডেইলি চ্যালেঞ্জ বা র‍্যাপিড ফায়ারে প্রশ্নের উত্তর দিয়ে টাকা পান কিন্তু এখানে ওই রকম নয়। এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে জিতুন অপশনে গিয়ে “আ্যড দেখে পুরষ্কার জিতুন” অপশনটি অন করে রাখতে হবে। আপনি নাম দেখেই বুঝতে পেরেছেন এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে আ্যড দেখতে হবে। এই অপশনটি চালু করলে আপনাকে যখন কেউ ফোন কল দিবে দিবে তখন একটি আ্যড আসবে তারপর আবার যখন কলটি কাটবেন তখন আরেকটি ফুল স্ক্রিন আ্যড আসবে। আপনি একটি আ্যড দেখলে একটি পয়েন্ট পাবেন। আপনি যদি ৫৫০ পয়েন্ট করতে পারেন তাহলে ১০ টাকা পাবেন, যদি ৮৫০ পয়েন্ট করতে পারেন তাহলে ১৫ টাকা পাবেন, ১১৫০ পয়েন্ট করলে ২০ টাকা পাবেন আর ১৪০০ পয়েন্ট করতে পারলে ২৫ টাকা।

উইথড্র : একটি আর্নিং আ্যপের মূল জিনিস হলো উইথড্র। “WINIT” থেকে আপনারা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। বর্তমানে “WINIT” আ্যপে এই একটিই পেমেন্ট মেথড আছে। আর সবচেয়ে ভাল কথা হলো এখানে কোনো মিনিমাম উইথড্রয়াল আ্যমাউন্ট নাই। আপনি এখান থেকে যত টাকা ইনকাম করবেন তত টাকাই আপনাকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সাধারণত আপনি আপনার যেতা পুরষ্কার ২৪-৭২ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু মাঝেমধ্যে একটু দেরি হয়। আপনাকে পেমেন্ট পেতে হলে মেনু বারে যেতে হবে সেখানে গিয়ে “পেমেন্ট টাইপ” অপশনে যান। তারপর আপনি আপনার বিকাশ আ্যকাউন্টের নাম্বারটি দিয়ে দিন। কোনো পুরষ্কার জেতার পর আপনার টাকা অটোমেটিক আপনার বিকাশ আ্যকাউন্টে চলে যাবে।

কয়েন : “WINIT” এ কয়েন জিনিসটা অনেক জায়গায়ই লাগে যেমন র‍্যাপিড ফায়ারে কিংবা লাইফলাইন কিনতে। তো এই কয়েন পাব কই? আপনি প্রতিদিন লগিন করলে আপনাকে কয়েন দেওয়া হয়। তাছাড়া ডেইলি চ্যালেঞ্জ খেলার সময়ও প্রতিটি মাইলস্টোন শেষ হওয়ার পর কিছু কয়েন পাবেন। তাছাড়া আপনি চাইলে কয়েন কিনতেও পারেন। আপনারা বিকাশ, ক্রেডিট কার্ডের মাধ্যমে কয়েন কিনতে পারবেন।

“WINIT PRO” : আপনি যখন ডেইলি চ্যালেঞ্জ খেলবেন তখন প্রায় ১০-১৫ প্রশ্নের উত্তর দেওয়ার পরই একটা আ্যড আসবে। তো আপনি যদি “WINIT PRO” মেম্বার হয়ে থাকেন তাহলে এই আ্যপের মধ্যে আর কোথাও কোনো আ্যড আসবে না। আপনি প্রতি সপ্তাহে ১০ টাকা চার্জ দিয়ে প্রো মেম্বার হতে পারেন তাছাড়া প্রতি মাসে ৩০ টাকা দিয়ে প্রো মেম্বার হতে পারেন। আপনি বিকাশ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন।

চ্যালেঞ্জ ফ্রেন্ডস : এখানে আপনি আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন। আপনি ৪০০ কয়েন খরচ করে একটি রুম তৈরি করবেন। সেই রুমের একটি কোড থাকবে সেই কোডটি আপনি আপনার বন্ধুদের সংগে শেয়ার করবেন। আপনি সর্বোচ্চ চার জনের সঙ্গে খেলতে পারবেন।

বিষয়ভিত্তিক কুইজ : এখানে তিন বিষয়ের উপর কুইজ খেলতে পারবেন। এগুলো হলো : ইয়ং প্রফেশনাল, ভর্তি পরীক্ষা, বিসিএস। এগুলোর প্রত্যেকটির আবার বিভিন্ন বিষয় আছে। একদিনের জন্য বিষয়ভিত্তিক কুইজ খেলতে আপনার ৪০০ কয়েন লাগবে।

কিভাবে পড়াশোনায় সাহায্য করবে : এই আ্যপে আপনাকে ১৪ টাকা ইনকাম করার জন্য ১৭০০ প্রশ্নের উত্তর দিতে হয়। আর এই প্রশ্নই একটি আরেকটির থেকে আলাদা। এখানে বাংলাদেশ, বর্হিবিশ্ব, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, খেলা ইত্যাদি নানান বিষয়ে প্রশ্ন দেওয়া হবে। তো আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনার জ্ঞান বাড়াতে পারেন।

এই আ্যপটি আসলেই অনেক ভাল। এখান থেকে আপনি পড়ালেখা ও জ্ঞান অর্জন দুটিই করতে পারবেন। আপনাদের ভাল লাগলে আপনারা এখানে কাজ করতে পারেন। এখান থেকে আপনি পেমেন্ট পাবেন আমি তার নিশ্চয়টা দিচ্ছি। আপনারা আ্যপটি ডাউনলোড করে কাজ করতে চাইলে উপরের দেওয়া লিংক দিয়ে করতে পারবেন।

  1. আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি।

Related Posts

16 Comments

মন্তব্য করুন