WordPress সম্পর্কে কিছু ভূল ধারণা

বর্তমান বিশ্বের জনপ্রিয়  সিএমএস বা ওয়েবসাইট প্লাটফর্ম গুলোর মধ্য WordPress অন্যতম ৷ এক জরিপে দেখা গেছে বিশ্বের প্রায় ২২% ওয়েবসাইট তাদের প্লাটফর্ম হিসেবে WordPress ব্যবহার করে থাকে৷ আমাদের মধ্যে অনেকেরই WordPress সম্পর্কে কিছু ভূল ধারণা রয়েছে ৷ আজ আপনাদেরকে WordPress সম্পর্কে কিছু ভূল ধারণা নিয়ে বলবো৷
১৷ WordPress এর সকল ওয়েবসাইট দেখতে একই রকম:
আসলে এই কথাটি সম্পূর্ণ ভূল৷ যারা WordPress সম্পর্কে বেশি কিছু জানে না মূলত তারাই এ রকম কথা বলে৷ আপনি WordPress এর বিভিন্ন Theme দেখলেই উত্তরটি পেয়ে যাবেন৷
২৷ WordPress এর কোনো ভবিষ্যৎ নেই:
WordPress যেহেতু ফ্রি তাই অনেকেরই ধারণা যে WordPress যেকোনো সময় তাদের ব্যবসা বন্ধ করে দিতে পারে৷ আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে WordPress কোনো এক ব্যক্তির মাধ্যমে তৈরি হয়নি৷ এর পেছনে রয়েছে শক্তিশালী এক কমিউনিটি ও দক্ষ ডেভেলপাররা৷ লক্ষাধিক কোম্পানি WordPress এর মাধ্যমে ব্যবসা করছে৷ যদিও সবার জন্যই WordPress ফ্রি কিন্তু তারা প্রতি বছর মিলিয়ন ডলার ইনকাম করে৷ তাই আপনি নিশ্চিন্তে WordPress ব্যবহার করতে পারেন৷
৩৷ WordPress দিয়ে শুধু ব্লগিং করা যায়:
এটা সম্পূর্ণ ভূল৷ এটা ঠিক যে WordPress প্রথম দিকে শুধু মাত্র ব্লগিং প্লাটফর্ম ছিলো কিন্তু এখন এটি একটি Web Software যার মাধ্যমে যেকোনো ধরনের সাইট তৈরি করা যায়৷ যেমন: অনলাইন নিউজ, ই- কমার্স, ম্যাগাজিন ইত্যাদি৷
৪৷ নিরাপত্তা ব্যবস্থা নিম্ন মানের:
অনেকেই মনে করে যেহেতু WordPress ফ্রি তাই এর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই বা থাকলেও তা নিম্ন মানের৷ তাদের বলবো ভাই একটু চিন্তা করে দেখেন বিশ্বের প্রতি ৭ টা ওয়েবসাইটের মধ্যে ১ টা WordPress এর তৈরি৷ তাহলে তাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে বুঝে নিয়েন৷
৫৷ WordPress তার ব্যবহারকারীদের সাহায্য করে না:
যারা নতুন তারা ভাবে ফ্রি বলে WordPress তার ব্যবহারকারীদের সাহায্য করে না ৷ কিন্তু এটা একদমই ভূল৷ কারণ WordPress আপনাকে ২৪×৭ সাহায্য করবে৷
এই ছিল WordPress সম্পর্কে কিছু ভূল ধারণা৷ আশা করি, আপনাদের ভূল ধারণা গুলো দূর করতে সক্ষম হয়েছি৷

Related Posts

29 Comments

মন্তব্য করুন