Youtube ভিডিওর জন্য ব্যাক গ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন দেখে নিন এখুনি।।

আসসালামুআলাইকুম

বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে আরেকটা নতুন পোস্ট নিয়ে আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট আশা করছি সবাই মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়ে নেবে এই পোস্টটিতে আমি তোমাদের বলে দিব যে তোমরা ইউটিউবে কিভাবে যেকোনো মিউজিক এবং কি কি মিউজিক দিলে আমাদের ভিডিওগুলি কপিরাইট হবে না এবং মিউজিক কপিরাইট ধরবে না এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব অবশ্যই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়বে আশা করি পোস্টটি পড়লে তুমি কিছু শিখতে ও জানতে পারবে আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক।

অনেকেরই একটা ভুল ধারনা থাকে যে আমি ইউটিউব শুরু করব কিন্তু ভালো মিউজিক কোথায় পাবো তো যারা জানো না ইউটিউব এ কিভাবে মিউজিক ব্যবহার করতে হয় এবং কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে পাওয়া যায় যারা জানো না তারা অবশ্যই পোস্টটি পড়ো প্রথমে তুমি জানো অনেকেই জানে এনসিএস নামে একটা মিউজিক কোম্পানি রয়েছে সেই মিউজিক কোম্পানি কিন্তু আমাদেরকে বিনা মূল্যে যেকোনো মিউজিক দিয়ে থাকে কিন্তু অনেকেই রয়েছে যে তাদের মিউজিক ব্যবহার করেও মিউজিকের কপিরাইট কিন্তু খায় এটা কেন খায় তোমরা যারা ব্যবহার করে কপিরাইট খেয়েছো তারা অবশ্যই এমসিএস লিখে ইউটিউবে সার্চ করো তারপর একটা চ্যানেল চলে আসবে সেই চ্যানেলে একটা ভিডিও ক্লিক করো এবং ভিডিও নিচে থাকা ডেসক্রিপশন বক্সে ক্লিক করো দেখতে পারবে তাদের মিউজিক গুলো ব্যবহার করার জন্য তোমাকে কি কি তোমার নিজের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে হবে তাদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে তা না হলে যদি তোমরা মিউজিক ব্যবহার করো তাহলে কিন্তু সেই মিউজিকটা ভবিষ্যতে তোমাদের চ্যানেলে কপিরাইট নিয়ে আসতে পারে তাই অবশ্যই তাদের একটা ক্রেডিট দিতে হবে তোমার যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমরা দেখতে পারবে কোন ক্রেডিট টা এই মিউজিক কে দিতে হবে তো এখন বলবে আমরা কিভাবে দিব আমি তোমাদের জন্য আমার সময় ব্যয় করে এবং আমার নিজের জন্য আমি এই লিংকগুলো রেখেদিয়েছি লিঙ্গ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে যেতে হবে।

 

চ্যানেল লিংক

এই লিংকে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে আমার চ্যানেলের নিয়ে চলে যাবে সেখানে তোমরা আমাদের একটা ভিডিও ওপেন করবে তারপর তোমরা ডিসক্রিপশন বক্স দেখতে পারবে সেখানে আমি তোমাদের জন্য সমস্ত যতগুলি কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে সমস্ত মিউজিকের এবং চ্যানেলের ক্রেডিট দেওয়া রয়েছে তোমরা অবশ্যই তোমাদের ভিডিও নিচে এই ক্রেডিট গুলি দিবে আমার ভিডিওর লিংক টি কপি করবে এবং যেকোন ব্রাউজারে গিয়ে সেখান থেকে এই টেক্সট গুলো কপি করবে এবং তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স এ এই লিংকগুলো রেখে দেবে এবং অবশ্যই যে চ্যানেল গুলোর লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এ রয়েছে সেই চ্যানেলগুলো থেকেই যেকোনো মিউজিক তুমি তোমার ভিডিওতে ব্যবহার করতে পারো কোন ধরনের কপিরাইট আসবে না আশা করি বুঝতে পেরেছ আর যদি তোমার বুঝতে বেশি সমস্যা হয়ে থাকে তাহলে নিচে তোমাদের জন্য লিংক গুলি দেওয়া থাকবে সেখান থেকে কপি করে নিতে পারো।

<

 

বন্ধুরা আজকে পোস্টটি পর্যন্ত এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সবসময Grathor.comএর সাথেই থাকুন ধন্যবাদ।

Music in this video:

• Music provided by “NoCopyrightSounds”

link-https://www.youtube.com/user/NoCopyri…

• Music provided by “NEFFEX”

link-https://www.youtube.com/user/neffexmu…

• Music Provided by “TheFatRat”

link-https://www.youtube.com/user/ThisIsTh…

 

 

Related Posts

8 Comments

মন্তব্য করুন