সামনে পরীক্ষা ঘনিয়ে আসছে পাঠ্য বই রিভিশন করে এবার টেসস্ট পেপার প্রেক্টিস করতে হবে। পাঠ্য্ বই কমপ্লিট হলেও টেস্ট পেপাার ঝালাই না করা পর্যন্ত একটা ছাএ পরীীক্ষক্ষার জন্য মন থেকে ভিতী সড়িয়ে তৈরী হতে পারেনা।।
টেস্ট পেপার কমপ্লিট করাা ছাড়া বোর্ডের এক্সাাম সমপর্কে ধারনা নেওয়া অসম্ভব প্রায়। কিন্তু সবার পক্ষেকি সম্ভব এতগুলি বই কিনা বা সেগুলো নিয়ে কলেজ বা স্কুলে আসা যাওয়া করা। আমরা টেক্সট বই, গাইড বই.এতোগুলো বই কিনি তারপর আবার টেস্ট বই প্রত্যেক বিষয়ের জন্য বই কিনা সত্যিই কষ্ট সাাধ্য অনেক পরিবারের জন্য। আবার টেস্ট পেপার যদি প্রেক্টিস না করে ছাএ ছাএীরা কেমনে তৈরী হবে বোর্ড পরীক্ষার জন্য্ । যদি এমন হয় যে টেস্ট পেপার ওনলাইনে পিডিএফের মাধ্যমে পড়তে পারি ফ্রীতে ? তাহলেতো মোবাইলের মাধ্যমে আমরা অনেকগুল বই বহনও করতে পারব, কততো সহজ হয়ে যাবে হয়ে যাবে । পান্জেরি দিচ্ছে এই সুবিধা । আপনি চাইলে পিডিএফটি মোবাইলে সেইভ করে প্রিন্ট আউট কররতে পারেন । এবার চলো জেনেনি কিভাবে ফ্রীতে টেস্ট পেপার পড়তে পারব:
ফ্রীতে কনো রকম খরচ ছাড়া টেস্ট পেপার পড়তে ক্লিক করুন
ক্লিক করার পর আপনি পান্জেরির প্রশ্ন ব্যাংক পেইজে চলে যাবেন।বাম পাশে ক্লাস আর বিভাগ অনুযায়ি টেস্ট পেপার পাবেন।
আপনি যে যে বিভাগে তা সিলেক্ট করে নিন।
এবার আপনি যে বিষয়েরর ওপর প্রেক্টিস করতে চাান সিলেক্ট করে প্রেক্টিস করা শুরু করে দিন।
এটা সম্পূর্ন ফ্রী সাইট । একটি টেস্ট পেপারে যা যা থাকে সব আছে পান্জেরীর এই পিডিএফে । চিন্তার কোনো কারন নেই ।এবার নিশ্চিন্তে নিজের পরীক্ষার প্রিপারেশন স্টার্ট করে দিন।যদি আমার পোস্টটি আপনার একটুও সাহায্য করে থাকে নিচে কমেন্ট করে যানাবেন প্লীজ ।আর এমন আরও ভালো ভালো পোস্ট পেতে Grathor.com চেনেলটি সাবসক্রাইব করে রাখুন ।