Cheap price backlink from grathor: info@grathor.com

সুন্দর কিছু স্লোগান, ভোটের / নির্বাচনের ১২ টি স্লোগান, সংগঠনের স্লোগান

🎉 Get ৳10000 Bonus!

আসসালামুআলাইকুম সকলকে, কেমন আছেন বন্ধুরা! আশা করছি সবাই বরাবরের মতোই বেশ ভালো আছেন। প্রশাসনিক হোক বা সংগঠনিক হোক ভোটের বা নির্বাচনের জন্য সকলের প্রচারণা মূলক সুন্দর এবং ইউনিক সব স্লোগান এর প্রয়োজন হয়। বলা যায় এটি একটি প্রচলিত পন্থা যেখানে কোনো সংগঠনের প্রার্থীর হয়ে আমরা বিভিন্ন প্রচারণামূলক স্লোগান করে থাকি। সুন্দর কিছু স্লোগান

স্লোগান কি?

আমরা অনেকে রয়েছে যারা স্লোগান মানে কী তা জানিনা। আসলে স্লোগান মানে হলো সকলের নিকট নির্দিষ্ট একজন ব্যক্তির নামে সুন্দর ভাষায় তার গুনগান এর প্রকাশ করা। অর্থাৎ ধরুন আপনি যেকোনো একটি এলাকায় মেম্বার পদে দাড়িয়েছেন, এক্ষেত্রে আপনার হয়ে আপনার পরিচিত লোকেরা স্লোগান করতে পারেন। তারা আপনাকে নিয়ে সুন্দর বাসাতে প্রচারণা করবে। মূলত সকলের সামনে আপনি যতটা সুন্দর করে প্রচারণা করতে পারবেন লোকেরা ততই আপনার দিকে আকৃষ্ট হবে। অনলাইনে আপনারা অনেকে সুন্দর স্লোগান, নির্বাচনের নমুনা স্লোগান, ভোটের কিছু স্লোগান ইত্যাদি বিষয় নিয়ে সার্চ করে থাকেন। আর তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে কয়েকটি প্রচলিত এবং ইউনিক স্লোগান আমি নিচে দিয়ে দিচ্ছি।

বিঃদ্রঃ নিচে দেওয়া সকল স্লোগান গুলো কেবল নমুনা হিসেবে দেওয়া। আপনারা চাইলে যেকারো প্রচারণার স্বার্থে এসব স্লোগান এর ব্যবহার করতে পারবেন।

ভোটের/নির্বাচনের কিছু স্লোগানঃ

  • ১. ‘ খ ‘ মার্কায় ভোট দিয়ে জনাব “ক” সাহেবকে অত্র এলাকার জনসাধারণ এর সেবা করার সুযোগ করে দিন।
  • ২. সীল মারবেন কোনখানে? অবশ্যই ” খ ” মার্কার মাঝখানে।
  • ৩. আমার ভাইয়া, আপনারা ভাইয়া
  • ‘ গ ‘ ভাইয়া, ‘ গ ‘ ভাইয়া,
  • ‘ গ ‘ ভাইয়ার মার্কাটা কি?
  • “খ” ছাড়া আবার কি?
  • ৪. সব উন্নয়নে ‘ ক ‘ ভাই,
  • “খ” মার্কায় ভোট চাই।
  • ৫. আসুন উন্নয়নের শপথ নেই,
  • “ক” মার্কায় ভোট দেই।
  • ৬. উন্নয়ন এর শপথ নিন,
  • “ক” মার্কায় ভোট দিন।
  • ৭. শুভ, শুভ, শুভ দিন.…
  • সামনে আসছে শুভ দিন,
  • সামনে আসছে শুভ দিন
  • “ক” মার্কায় ভোট দিন।
  • ৮. শুভ, শুভ, শুভ দিন,
  • ‘খ’ মার্কায় ভোট দিন।
  • ৯. আসন্ন …….. নির্বাচনে, আপনার আমার সকলের সুপরিচিত জনাব ‘ক’ সাহেব কে, ‘খ’ মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে অত্র …….. এলাকার সর্ব সাধারণের সেবা ও উন্নয়ন করার সুযোগ করে দিন।
  • ১০. উন্নয়ন এর লক্ষ নিন আর,
  • ‘ক’ মার্কায় ভোট দিন।
  • ১১. ‘ক’ ভাইয়ের সালাম নিন, “খ” মার্কায় ভোট দিন
  • ১২. আর যাবে না ঐক্যজোট,
  • ‘ক’ মার্কায় দিন ভোট।

সর্বশেষ কথা

বন্ধুরা আপনাদের জন্য ছিল ভোটের ১২ টি স্লোগান মূলক ডায়লগ। এগুলো আপনারা আপনার প্রচারণার কাজে ব্যবহার করতে পারেন। তবে আপনার কাঙ্খিত মার্কা অনুসারে স্লোগান আরো ইউনিক করে নিতে পারবেন। এই স্লোগান তো আছেই সাথে মার্কা অনুসারে নিজ থেকে কিছু ইউনিক স্লোগান তৈরি করার চেষ্টা করবেন, যাতে বিষয়টা আরো সুন্দর হয়। তবে আমার পরামর্শ হচ্ছে মজার মজার স্লোগান তৈরি করা।

মজার বা হাসির স্লোগান তৈরি করলে লোকেরা সেটি শুনতে একটু বেশি আগ্রহী হয় এবং পরবর্তীতে তারা সে স্লোগান নিয়ে আলোচনা করে। এই পর্যন্ত ছিল আর্টিকেলটা, আল্লাহ হাফেজ।

Related Posts

16 Comments

Leave a Reply