আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আলোচনা করবো স্মার্ট ফোণের অতিরিক্ত ডাটা খরচ হওয়ার কারণ ও প্রতিকার :
আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি,কিন্তু বেশির ভাগ মানুষ আমরা ডাটা প্যাকেজ ক্রয় করে ইন্টারনেট ব্যবহার করে থাকি।
আমাদের অন্যতম সমস্যা হলো,আমরা যা খরচ করি, তার চেয়ে বেশি ডেটা খরচ হয়। আর এ সমস্যার সম্মুখিন আমরা প্রত্যকে ।
আজ আমি এই সমস্যা গুলোর অন্যতম প্রধান কারণ সম্পর্কে আলোচনা করবো।
নিম্নে বর্নিতঃ
১.১ আমাদের ফোণে যে সমস্ত অ্যাপ ইনস্টল করা থাকে,সেই অ্যাপগুলো সমস্ত ডেটা প্রসেস করে থাকে ।যখন আমরা ডাটা সংযোগ চালু করি। আর তখনি আমাদের অতিরিক্ত ডেটা খরচ হয়। আমরা ব্যবহার না করলেও ডেটা প্রসেসিং করে।
১.২ তারপর আমাদের ফোণের পর্দা বা ডিসপ্লে আকারে বড় হলেও কিন্তু বেশি ডেটা খরচ হয়।
১.৩ ফোণে থার্টপার্টি কোনো অ্যাপ থাকলে,
সেগুলো থেকে মাঝে মাঝে অ্যাড আসে। আর তখনো কিন্তু ডেটা খরচ হয়।
এইবার আসি এইসব সমস্যার সমাধান কিভাবে করবো?
নিম্নে এর প্রতিকার দেওয়া হলোঃ
১.১ আপনি সবসময় চেষ্টা করবেন,ফোণে কম অ্যাপ ইনস্টল করা। কম অ্যাপ ইনস্টল থাকলে ডেটা প্রসেস কম হবে।আর ডেটা খরচও কম হবে।
১.২ কম ডেটা খরচ হয় তার জন্য, আপনি আপনার ফোণের সেটিং এ যান। সেখানে ডাটা ইউজ নামে একটা অফশন আছে। সেইটাতে ক্লিক করেন,দেখতে পারবেন আপনার ফোণের সমস্ত অ্যাপ সেখানে দেখাচ্ছে,এখন আপনি একটা কাজ করবেন। প্রতিটা অ্যাপের আইকনের পাশে লেখা রার্ষ্টীকেট ব্যাকগ্রাউন্ড ডাটা অন /অফ ।আপনি অন করে দিবেন। প্রতিটা অ্যাপ একই ভাবে কাজ টা করবেন। তাহলে আপনি ডাটা অন করলেও সেই অ্যাপগুলো ডেটা কাটবে না।
আর ডেটা খরচ ও কম হবে।
১.৩ এছাড়া আপনার ব্যাটারি সার্ভার অন করে রাখলে ও কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডাটা কাটবে না।
১.৪ যে সমস্ত অ্যাপ থেকে বা সাইট থেকে অটোমেটিক অ্যাড আসে, আনস্টল করে দিবেন। সাইট থেকে আসলে সাইট ব্লক দিবেন। তাহলে ডেটা খরচের হাত থেকে বাঁচবেন।
পরিশেষে, একটা কথা উপরের কাজ গুলো করে রাখলে, আশা করা যায় আপনার কিছুটা হলেও আপনার সমস্যার সমাধান হবে।
ধন্যবাদ সকলকে এতক্ষন, সময় ধরে পোষ্টটি পড়ার জন্য ।