আয়ের নীতিমালা

যেভাবে Grathor থেকে আয় করবেন:

  • প্রতি পোষ্টে ফ্রি মেম্বারদের ১০ থেকে ৫০ টাকা এবং প্রিমিয়াম মেম্বারদের ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত দেয়া হবে।
  • পোষ্ট প্রতি ১০০০ বার ভিউ/View হলে বোনাস পাবেন, মানে 10,000 বার ভিউ/View হলে 10 বার বোনাস পাবেন। (দশবার পর্যন্ত বোনাস পাবেন) অবশ্যই নিজের লেখা পোষ্ট হতে হবে। (অটো ভিজিটর /Auto surf সাইট দ্বারা ভিউ করালে বিনা নোটিশে একাউন্ট ডিলিট করা হবে।) এখান থেকে কালেক্ট করুন
  • ৫০০ পোষ্ট করলে গোল্ডেন বোনাস পাবেন।
  • নিজের লেখা পোষ্ট শেয়ার করলে বোনাস পাবেন। যত বড় গ্রুপে শেয়ার করা হবে তত বেশি বোনাস দেয়া হবে (ছোট গ্রুপে শেয়ার করলে টাকা দেয়া হবেনা) [আনলিমিটেড] এখান থেকে কালেক্ট করুন। 
  • দৈনিক 50 টা কমেন্ট করলে 5 টাকা বোনাস পাবেন (Instant), নিজের পোষ্টে করা যাবেনা অন্যের পোষ্টে করতে হবে। 50 টা আলাদা আলাদা পোস্ট হতে হবে, আর কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করে অবশ্যই তাকে রিপ্লাই দিতে হবে। (লিমিটেড)
  •   কমপ্লিট করে আয় করতে পারেন। 
  • কাউকে রেফার করলে আয় ১ থেকে ১০০ টাকা (Indefinite)। রেফারাল লিঙ্ক ড্যাশবোর্ডে পাবেন। 
  • পোস্ট পড়লে প্রতি পোস্টে 0.010 টাকা করে পাবেন আর পোস্টের লেখকরা পাবেন 0.010 টাকা করে (সর্বনিম্ন 20 সেকেন্ড পড়তে হবে তা না হলে ব্লক হবেন)।
  • দৈনিক লগিন বোনাস।
  • প্রতি মাসের সেরা লেখক একজন বোনাস পাবেন। প্রতিমাসে সেরা লেখকের নাম ড্যাশবোর্ডে উল্লেখ করা হবে। 

আপনার বর্তমান ব্যালেন্স দেখার জন্য ফিরে যান।

যে কারণে আপনার পোস্ট ডিলিট করা হবে এবং যে কারণে পোস্ট এপ্রুভ হলেও আপনি টাকা পাবেন না:

  •   পোস্ট অবশ্যই প্যারা প্যারা করে লিখতে হবে। পোষ্ট ৩৫০ শব্দের নিচে হলে এপ্রুভ করা হবেনা। ছোট পোস্ট এপ্রুভ হলেও তার বিনিময়ে কোন টাকা দেওয়া হবে না কিন্তু সেই টাকা না পাওয়া পোস্ট যদি 1000 ভিউ হয় সে ক্ষেত্রে পোস্ট ভিউ বোনাস পাবেন।
  •   গ্রাথোর কর্তৃপক্ষ চাইলেই যেকোনো পোস্ট এপ্রুভ না করে ডিলিট করে দিতে পারে যদি লাভজনক মনে না করে (এপ্রুভ করলেও কোন প্রকার টাকা দেওয়া হবে না।) কিন্তু সেই টাকা না পাওয়া পোস্ট যদি 1000 ভিউ হয় সে ক্ষেত্রে পোস্ট ভিউ বোনাস পাবেন।
  •   ৫% এর উপরে কোনো ওয়েবসাইট থেকে হুবুহু কপি করলে অথবা দেখে দেখে লিখলে- সেই পোস্ট যদি এপ্রুভ করা হয় তাহলে কোন প্রকার টাকা দেওয়া হবে না এমনকি বিনা নোটিশে পোস্ট ডিলিট করাও হতে পারে।
  •   সরাসরি গুগল/ফেসবুক/ব্লগ থেকে ডাউনলোড করে আপলোড করা যাবেনা কিছুটা হলেও এডিট করে আপলোড দিতে হবে।ছবি সাইজ সর্বনিম্ন Width 600 x 315px হতে হবে। ছবি অবশ্যই আয়তাকার হতে হবে। মনে রাখবেন ছবির জন্য আপনার কষ্টের লেখা পোস্ট এপ্রুভ না করে ডিলিট করা হতে পারে।
  •   সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন। ভুল ক্যাটাগরিতে সাবমিট করলে পোস্ট ডিলিট হতে পারে।
  •   ট্যাগ অপশনে পোস্টের বর্ণনা থেকে দুই থেকে তিনটা গুরুত্বপূর্ণ শব্দ কমা(,) ব্যবহার করে টাইপ করবেন। এমন কোন শব্দ দেওয়া যাবে না যেগুলো পোস্ট অথবা শিরোনামের সাথে কোন মিল নেই।
  •   কোন ওয়েবসাইট, ব্লগ, নিউজ পেপার অথবা কোন সোসিয়াল মিডিয়া সাইট থেকে দেখে দেখে লিখলে অথবা হুবহু কপি করে সাবমিট করলে পোস্ট ডিলিট করার সাথে সাথে একাউন্টও ডিজেবল করে দেওয়া হবে।