🌷হ্যালো বন্ধুরা🌷
সবাই কেমন আছেন? আশা করি ভালো! আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা আজকে আমি একটি নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে এসেছি। এটি হলো আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনবেন📱
আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমরা আমাদের মনের অজান্তেই আমাদের ফোন থেকে কোন কিছু ডিলিট করার সময় প্রয়োজনীয় কিছু ছবিও ডিলিট করে ফেলি। তখন আমাদের অনেক মন খারাপ হয় কিংবা এটা ভাবতে থাকি সেই ছবিটা কি আদৌ ফিরে পাওয়া সম্ভব। যদি ফিরে পেতাম📲
আসলে কি ফিরে পাওয়া যায় ডিলেট হয়ে যাওয়া ফটো। চলুন দেখি আসলে কি ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরে পাওয়া যায় কি না?
হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনাদের ফোনে ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে। এর জন্য আপনাদের একটি অ্যাপস ব্যবহার করতে হবে এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে পাবেন। অ্যাপসটির নাম হচ্ছে
Diskdigger Photo Recovery📥
অ্যাপসটি ডাউনলোড করতে👉👇👇
এখানে ক্লিক করুন
⌛ অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন এবং basic photo scan এই লেখাটির উপরে ক্লিক করুন।
⌛ এর পর আপনার ফোনের সব ফটোগুলি Scan হতে থাকবে। স্ক্যান হয়ে যাবার পর আপনি সব ফটো দেখতে পারবেন এবার আপনি যে ফটোটি রিকভার করতে চান সেটি সিলেক্ট করুন। সিলেক্ট করার সাথে সাথেই আপনার ফটোটি রিকভারি হয়ে যাবে। এর পরে আপনি আপনার গ্যালারিতে সেই ফটোটি দেখতে পারবেন।
💑 তো বন্ধুরা এভাবে আপনি আপনার ফোনে ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভারি করে নিতে পারবেন।
তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো আবারো আপনার ফোনে ফেরত নিয়ে আসবেন।
আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখবেন দেখা হবে অন্য কোন টিপস এবং ট্রিক্স এর সাথে। আজ এই পর্যন্তই ধন্যবাদ।