GRATHOR (গ্রাথোর ) সম্পর্কে:
GRATHOR (গ্রাথোর) হচ্ছে একটি উন্মুক্ত বাংলাদেশী ব্লগ। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির (খবর, বিজ্ঞান ও প্রযুক্তি, জানা-অজানা, ইন্টারনেট, আউটসোসিং, ফ্রিল্যান্সিং, টেক টিউটোরিয়াল ইত্যাদি) পোস্ট নীতিমালা অনুযায়ী প্রকাশের সম্মতি দিয়ে থাকি। এখানে অনেক ধরনের জনসাধারন যেমন- কেউ আসে শিখতে আর কেউ আসে শেখাতে। যাই হোক আপনাদের মত জনসাধারন নিয়েই গঠিত এই GRATHOR ব্লগ।
GRATHOR (গ্রাথোর ) কবে চালু হয়?
GRATHOR (গ্রাথোর) এর অগ্রযাত্রা শুরু হয়: ২০১৮ এর এপ্রিল মাসে।
কেন এই GRATHOR (গ্রাথোর)? উদ্দেশ্য/লক্ষ্য কি?
আমাদের মূল উদ্দেশ্য / লক্ষ্য হচ্ছে দেশের সর্ব জনসাধারনের কাছে বিভিন্ন ধরনের অজানা খবর, টিউটোরিয়াল, যাবতীয় তথ্য পৌছে দেয়া। আমাদের ব্লগে প্রকাশিত তথ্য অথবা টিউটোরিয়লের মাধ্যমে যদি কেহ কিছু জানতে পারে বা শিখতে পারে তবে সেটাই হবে আমাদের(সকল লেখকসহ) স্বার্তকতা। এই লক্ষ্য নিয়েই আমাদের আগামীর পথ চলা। আশাকরি আপনিও আমাদের সাথে থাকবেন।
GRATHOR (গ্রাথোর ) এর অর্থ কি?
GRATHOR (গ্রাথোর) এর পুরো অর্থ – Green Red Author, যার বাংলা অর্থ – লাল সবুজের লেখক। আর লাল সবুজ মানে বোঝাতে চেয়েছি বাংলাদেশকে। যার পরিপূর্ন অর্থ দাড়ায় – বাংলাদেশি লেখক।