আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে অনেক ভালো আছি। তাই আসুন আমরা সকলে মিলে আল্লাহ তা’য়ালার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
আজ আমি আলোচনা করবো কীভাবে জানতে পারবো আমাদের জীবনে আরেকটি কি উদেশ্য আছে?
তাই আসুন আর দেরি না করে আমাদের বিষয় এ আলোচনা করি।
আমাদের জীবনে অনেক কিছু লুকিয়ে আছে, কিন্তু আমরা তা জানি না, না জানার কারণে আজ আমরা আমাদের জীবন উন্নতির থেকে বিরত। জীবনের মাঝে লুকিয়ে আছে আমাদের সফলতা।
আমরা এই সফলতা থেকে বিরত আছি, চেষ্টা না করার কারণে। আমরা আজ সুখ পাগল, কিন্তু চেষ্টা পাগল। তাহলে আমরা সফলতা অর্জন করবো কীভাবে?
হে আমাদের ভাই,
তো আমরা কোন পথে চেষ্টা করবো। চেষ্টা করার পথ হলো এক মাত্র, আল কোরআন,আল হাদীস, পথে চেষ্টা করতে হবে।
চেষ্টা মানি কোরআন, হাদিসের এলেম অর্জন করা, যদি আমরা কোরআন হদিস এর এলেম অর্জন করতে পরলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে।
আমরা সকলে চাই নিজের জীবনটাকে সুন্দর করতে, কিন্তু সেই অনুযায়ী চেষ্টা আমাদের নাই তাহলে আমরা, সফল হবো কি করে?
যদি সফল হতে চাও, তোমাকে তোমার জীবনকে কোরআন, সুন্নার অনুযায়ী তোমাকে অতিবাহিত করতে হবে, এ ছাড়া আর কোন বিকল্প কোন পথ নাই, আপনি যদি আপনার জীবনকে সুন্দর করতে চান, তার পর কোরআন হদিস কে অনুসরণ করেননি তাহলে আপনি কিছুতে সফলতা অর্জন করতে পারবেন না, না না না না।
আর আপনি যদি আপনার জীবনকে সুন্দর করতে না পারেন, অর্থাৎ আপনি যদি আল্লাহ তায়ালা
ও তার রাসূল সাঃ কে সন্তুষ্ট করতে না পারেন তাহে, আপনার পর পারে কি হবে।?
আল্লাহ তায়ালা যদি আপনার ব্যপারে জাহান্নামের ফায়সালা করে ফেলে,তাহলে আপনার কি হবে, তখব তো আপনার নিজের গোস্তো নিজে কামরানো ছারা আর কোন উোয় থাকবে না।
তাই বন্ধু বলছি, জীবনের আসল উদ্দেশ্য জেনে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করো না হয়। তোমার কোন উপায় থাকবে না।
অবশেষে আপনাদের কে কয়েকটি কথা বলতে চাই ।
হো আমার সকল বন্ধু। অন্য একজন মহিলার পিছনে ঘুরা ফরা না করে জীবনটাকে সুন্দর করতে শিখো।আপনাদের জীবনটাকে নষ্ট করিয়েন না, জীবন অনেক দামী ও মূল্যবান। কীভাবে জীবনটাকে নষ্ট করে দিবেন?
আমি আপনাদের কছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেনো আমাকে আপনাদের সকল কে ইসলামের জন্য কবুল করে নেয়।
এবং আমাদের দ্বারা যেনো ইসলামের কোন ক্ষতি না হয়। আমাদের মাধ্যমে যেনো কোন মানুষ কষ্ট না পায়।