আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন,
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন,
তো আজকে আমি আপনাদের সাথে দু’টা কবিতা শেয়ার করব
“”আমার মা””
পৃথিবীর সবচেয়ে মূল্যবান,সেই সম্পদ,
যার আঁচলে সবার মুখ,সে হলো’মা’
“আমার মা”
মা আমি তোমাকে বলছি,তুমি কি শুনতে পাচ্চো?
আমি তোমার সেই মূল্যবান,অতুলনীয় গর্ভের মাঝে আছি।
মা তুমি ঠি করে খাবার খাও?
কারণ তুমি খাবার না খেলে যে আমি খেতে পারবো না।
মা তুমি কী আমায় শুনতে পাচ্চো?
আমাকে কি তুমি রাখবে,
তোমার গর্ভে দশটি মাস?
দেখাবে আমায় দুনিয়ার আলো?
আমি যে তোমার অন্ধকার গর্ভে আছি।
মা আমাকে কি বলবে আলো কি?
দেখতে কেমন?
মা তুমি কি আমাকে আদরের সাথে ঘুম পারিয়ে দিবে?
তোমার হাতে খাবার খাওয়ার সৌভাগ্য কী আমার হবে না মা?
মা তুমি আসায় অনুভব করো,মা?
আমি তোমাকে বলছি মা,
আমাকে কি দেখাবে তুমি দেখতে কেমন?
আমি জানি মা তুমি সৃষ্টির অশেষ রহমত।
মা তুমি আমায় অনেক ভালোবাসো, তাই না?
আমার বিশ্বাস মা তুমি আমাকে,
আল্লাহর অপরূপ রহমতের পৃথিবীকে দেখাবে।
আমাকে এই,সুন্দর প্রকৃতির বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিবে।
মা তুমি কি জানো,
তোমার শরীরে থেকে
এক এক ফোঁটা রক্ত বিন্দু
দিয়ে আমার শরীর গঠিত?
মা জানো,আমি না অনেক সুন্দর,একদম তোমারি মত।
মা তুমি কি দেখবে আমায়?
বল মা,বল।
আমি যে তোমারি,মা।
মা,আমি মানে তুমি,
আর তুমি মানেই আমি।
“”মা-বাবা””
আমার আছে আলাদীনের প্রদীপ
সেতো আমার মা-বাবা
যখন তখন যা খুশি চাই
সকল ইচ্চা সকল আপদার পূরণ করে তারা।
স্রষ্টার আশ্চর্য সৃষ্টি বাবা-মা
স্বার্থ সকল ত্যাগ করে
লালন পালন করছে তারা
দিতে আমায় সকল সুখ,
পূরণ করতে সকল চাহিদা
হাসি মুখেই মেনে নেয় দুঃখ,
করেনা কখনো অনীহা।
স্রষ্টার পরেই স্থান আমার মা-বাবার
তাদের সকল স্বপ্ন পূরণ করা লক্ষ্য আমার,
জীবনে একদিন হাসি ফুটাবো তাদের মুখে,
প্রমাণ করবো কতোটা ভালোবাসি “মা-বাবা” তোমাদেরকে।
ক্রেডিট : ফাউজিয়া,মারজান
লেখক: মোঃশিহাব (আমি)
কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন