আসসালামুআলাইকুম বন্ধুরা! কেমন রয়েছেন সকলে? আশা রাখছি সবাই বরাবরের মতোই ভালো আছে । আবারো নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একটি গানের আত্মকাহিনী – একটি গানের গল্প – গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো একদমই খুঁজে পাওয়া মুশকিল। আমরা সবাই গান শুনতে অনেক পছন্দ করে থাকি। কোথায় আছে গান হচ্ছে আমাদের একটি অনুভূতি।
গানের মাধ্যমে আপনি হাসতে পারবেন আবার গানের মাধ্যমেই আপনি কাদতে পারবেন। গানের মধ্যে এক অদ্ভুত রকমের মায়া রয়েছে। আমরা বিভিন্ন গানের সাথে আমাদের বিভিন্ন মুহূর্ত কে মিলিয়ে ফেলতে পারি। আজকে আমরা একটি গানের আত্মকথন শুনবো। বিষয়টা শুনতে কেমন অবাক মনে হলেও, আসা রাখছি আপনাদের ভালো লাগবে। তাই আজকের এই আর্টিকেলটা পুরো পড়ার অনুরোধ রইলো।
একটি গানের আত্মকাহিনী | একটি গানের গল্প
আমরা সবাই নিজের পছন্দের যেকোনো গান শুনে থাকি। তবে গান শুনতে শুনতে খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা উক্ত গানের গায়ক কে, লিরিস্ক কে লিখেছেন এসব বিষয় সম্পর্কে জানতে চান।
একজন লেখকের জন্য তার লেখা গানটি সন্তানের মতোই। কিন্তু আমরা কম সংখ্যক লোকেরাই গান শুনতে শুনতে সেই গানের লেখককে স্বরণ করি। একটি গানের লিরিক্স তৈরি করে থেকে শুরু করে গান তৈরি করতে অনেক ধৈর্য্য, চেষ্টা ভালোবাসা ইত্যাদি বিষয় জড়িত থাকে।
যদি আপনি প্রশ্ন করেন গান দিয়ে কি করা সম্ভব তবে আপনি বোকা। এর কারণ অনেকটা সোজা। কারণ আপনি বলুন গান দিয়ে কি করা সম্ভব নয়?
এটি এমন একটি জিনিষ যার মাধ্যমে যেকেউ তার মনের ভাব প্রকাশ করতে পারে যে কাউকে, এবং খুব সহজেই এটা সম্ভব হয়। একটি গানের লিরিক্স এর অনেক পাওয়ার রয়েছে, যেটা সকলে বুঝতে পারে না। গান করা প্রকৃত পক্ষে গান নিয়ে গভীরে গিয়ে চিন্তা করতে থাকে কেবল তারাই এই বিষয়গুলো বুঝতে সক্ষম হয়।
গান এমন একটি জিনিষ যাকে অনেক কাজে লাগে। যেমন; গান শুনে আপনি আপনার মন ভালো করে ফেলতে পারবেন, গান বলে অন্য কারো মন ভালো করতে পারবেন, গানের মাধ্যমে আপনি অন্য কাউকে নিজের মনের বক্তব্য শুনাতে পারবেন, গানের মাধ্যমেই আপনি কারো অপমানের জবাব দিতে পারবেন, আরো অনেক কিছুই আপনি গানের মাধ্যমে করতে পারবেন।
গান এমন একটি শক্তি যেটিকে হতে স্পর্শ না করেও এটিকে ব্যবহার করে আপনি যেকোনো কিছু করতে পারবেন। তবে গানের ব্যবহার আপনি তখন বুঝবেন যখন আপনি গানের ও তার লিরিক্স এর মূল্য বুঝতে জানবেন। তখন আপনি একটি গানকে যেকোনো ভাবে ব্যবহার করতে পারবেন।
এই ছিল মূলত আজকের একটি গান নিয়ে আত্মকাহিনী। আশা করছি আর্টিকেলটা আপনাদের ভালো লাগবে, আজকের আর্টিকেলটা শেষ করছি এখানেই।