আসসালামু আলাইকুম!
বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভাল আছেন সুস্থ আছেন
আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে আমার টিউনটি কি সম্পর্কে তো বেশি কথা বাড়াবোনা চলুন শুরু করি।
আপনারাতো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন।
আর যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে তো সিম না থাকার কোনো কথাই না।
তো বন্ধুগণ আপনারা জানেন একটি সিম দিয়ে একজনের সাথে কথা বলা যায় একই সময় একই টাইমে কিন্তু আপনারা কি জানেন যে একটি সিম দিয়ে আপনি কথা বলতে পারবেন অনেক জনের সাথে একই সময় একই টাইমে এটাও কি সম্ভব হ্যাঁ এটে সম্ভব আর এটাকে বলা হয়ে থাকে কনফারেন্স কল আরে কনফারেন্স কল কিভাবে করে তা আজ আমি আপনাদের দেখাবো।
আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোন স্ক্রিনে স্ক্রিনে আসার পরে ফোন লোগো আইকন টা সবারই থাকে তো আপনারা ফোন লোগো আইকন এ ক্লিক করবেন।
এবার আপনি প্রথমে যার কাছে ফোন দিবেন তার ফোন নাম্বারটি এখানে টাইপিং করবেন টাইপিং করার পরে কি করবেন আপনারা তার কাছে ফোন দিবেন। দেওয়ার পরে ফোন যখন চলে যাবে।
এরপর আপনি চাইলে আরও কল এড করতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য আরেকটি কল অ্যাড করব এড করতে হলে আমার কি করতে হবে?
এখানে এড কল এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে কাজগুলো করতে হবে আমি তো একজনের সাথে কথা বলতেই আছি, আরেকজন কে আমি যদি গ্রুপে আনতে চাই তাহলে যাকে গ্রুপে আনবো আমি তার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব।
তারপর যে সিমে ফোনটি দিতে চাই সেই সিম টি বেছে নিবো, তারপর তার কাছে ফোনটা দিয়ে দিবো এবার তার কাছে ফোনটি চলে যাবে
এবার সে যদি আমার ফোনটি রিসিভ করে তাহলে আমার কি করতে হবে এখানে মেরিজ মেরিজ নামে একটি অপশন দেখতে পাবেন তো মেরিজ নামে অপশনটিতে ক্লিক করবেন ক্লিক
করলে কি হবে আমরা দুজন গ্রুপে চলে আসবো, আমি আগে যাকে গ্রুপে এনেছি সেও আমার কাছে থাকবে নতুন যাকে আমি গ্রোপে সেও আমার সাথে থাকবে তো গ্রুপে আমরা এভাবেই কথা বলতে পারব।
। এরপর আপনারা কি করবেন যদি চান আরও ফ্রেন্ড এড করতে তাহলে আপনারা প্রথমে এড কল এতে ক্লিক করে যত খুশি ততো ফ্রেন্ড আপনি এখানে এড করতে পারবে।
তো বন্ধুগণ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন ফেসবুকে অ্যাড হওয়ার জন্য নিচে লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে আমাদের কাছে চলে আসতে পারেন।
লেখক: মুহাম্মাদ সজিব/Love.com