আসসালামুআলাইকুম
বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে আর একটা নতুন পোস্ট নিয়ে তো আজকের এই পোস্টটা খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট যারা রয়েছে তাদের জন্য খুবই ইনপরটেন রিপোর্ট অবশ্যই সবাই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নেবে।
যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার নেই তার আনলিমিটেড সাবস্ক্রাইবার কিভাবে নিবে সেটা নিয়ে আজকের এই পোস্টটি সাজানো হয়েছে আশা করি পরে তোমাদের ভালো লাগবে এবং তোমার ইচ্ছামত এখান থেকে সাবস্ক্রাইবার নিতে পারো তাই বেশি দেরি না করে পোস্টটি পড়ার সাথে সাথে অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
এবং যারা নিয়মিত আমার প্রোফাইলে আস এবং আমার লিখা পোস্টগুলি পরও তাদের অসংখ্য ধন্যবাদ আমি মনে করি আমার পোস্ট করি পড়লে তোমাদের লস হবে না।
কিভাবে কাজ করবে সমস্ত কিছু বিস্তারিত পোস্টে বলবো প্রথমে তুমি প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে সার্চ অ্যাপ লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পারবে একটা অ্যাপস চলে আসছে সবার উপরে যে একটা পাবে সেটা ডাউনলোড করবে। কোন অ্যাপসটা নামাবে সেটা দেখতে হলে অবশ্যই নিচের স্ক্রিনশট ফলো করো।
তো বন্ধুরা অ্যাপস নামানোর পর এবার তোমাদের একটা একাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে তোমার জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেই জিমেইল সারাদিন তোমার মোবাইলে রয়েছে সেই জিমেইল দিয়ে এখানে একটা একাউন্ট খুলবে একাউন্ট খোলা খুবই সোজা সেখানে Google লিখা থাকবে সেখানে ক্লিক করার সাথে সাথে তোমার জিমেইল খুলো শো করবে এবং তোমার চ্যানেলের জিমেইল করবে কিন্তু তুমি সেটা সিলেক্ট না করে অন্য একটা জিমেইল দিয়ে একাউন্ট খুলে নিবে খুলে নেবার পর।
এবং অ্যাপস টা ওপেন করার পর এ্যার্নিংপয়েন্ট নামে অপশন রয়েছে সেখানে গিয়ে করবে সেখানে ক্লিক করার পর অনেকগুলি চ্যানেল দেখতে পারবে তুমি সেটাতে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে তুমি সেখান থেকে কয়েন পেয়ে যাবে এবং তুমি কয়েন গুলো এভাবে কালেক্ট করবে যতটা চ্যানেল সাবস্ক্রাইব করবে অত বেশি কয়েন পাবে।
তাই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং চূড়ান্ত কয়েন কালেক্ট কোরবে এবার তোমার কয়েন কালেক্ট করা হয়ে গেল।
এবং হোমস্ক্রিনে দেখতে পাবে প্লাস চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর তুমি তোমার নিজের চ্যানেলের লিংক দেবে দেওয়ার পর সেখানে কতগুলি সাবস্ক্রাইবার চাও সেটা লিখবে তারপর কতক্ষণ তোমার হয়েছে সেটা তুমি দেখতে পারবে এবং 1000 সাবস্ক্রাইবার এর জন্য কত পয়েন্ট সেখানে কাটা হবে সেটা দেখতে পারবে অবশ্যই তোমাকে প্রথমে করেন আর্নিং করতে হবে তারপর তুমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব নিতে পারবে এখান থেকে।
আরেকটা কথা এখান থেকে এভাবে সাবস্ক্রাইবার না নেওয়াটাই ভালো হবে যারা চ্যানেলে অনেক সাবস্ক্রাইব শুধুমাত্র তাদের জন্য এই পোস্টটি করা হলো।
তো বন্ধুরা আশা করি তোমাদের পোস্টটি ভাল লেগেছে ভাল লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কে প্রতিদিন আমাদের প্রোফাইলে একবার হলেও ঘুরে যাবে কারণ আমরা প্রতিনিয়ত এখানে ভালো ভালো পোস্ট তোমাদের জন্য করে থাকি এবং অবশ্যই সবসময়ই Grathore.comএর সাথে থাকবে সবাই ভাল থাকবে এবং ধন্যবাদ।