হ্যালো বন্ধুরা,
আজ আমি তোমাদের জন্য একটি বিশেষ আয়োজন নিয়ে এসেছি।আজকের বিষয় হচ্ছে ঘরের সৌন্দর্যে একুরিয়াম এর প্রভাব ।
একুরিয়াম হচ্ছে বাসা বাড়ি সাজানোর একটি অসম্ভব সুন্দর ও শৌখিন একটি বস্তু হিসেবে পরিচিত।এটিকে সাধারণত এই যুগে রুম ডেকোরেশনের জন্য অনেক জনপ্রিয় একটি আসবাব এর আওতায় ফালানো হয়েছে। এটি জলচর প্রানী রাখার (মাছ অথবা অন্যান্য) বিশেষ ধরনের একটি জায়গা এবং এর মধ্যে এদের বেচে থাকার সকল ধরনের উপাদান সরবরাহ করা হয়। মানুষ শখের বশবর্তী হয়ে এতে অন্যান্য অনেক জলচর জিনিস ও রাখতে পারেন।আর এই একুরিয়াম মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। আপাত চলমান ধারায় মাছ ই একোরিয়ামের আকষর্ণ ধরে রাখতে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। একোয়ারিয়াম শব্দটি প্রাচীন ল্যাটিন ভাষা থেকে এসেছে যার “একোয়া” শব্দের অর্থ “জল” আর “আরিয়াম” অর্থ “একটি জায়গা”। সাধারনত একোয়ারিয়াম টি বাসায়, ব্যাবসা প্রতিষ্ঠানে,কলেজ,বিশ্ব্যবিদ্যালয়,অফিস যেকোন জায়গার শোভা বাড়িয়ে তুলতে অতুলনীয় ভুমিকা পালন করে।যিনি একোয়ারিয়াম সংরক্ষন করেন তাকে একোয়ারিস্ট বলা হয়ে থাকে। একোয়ারিয়ামের মধ্যকার মাছের সংখ্যা এবং এর অভ্যন্তরীণ জিনিসপত্র এর সৌন্দর্য্য রক্ষায় ও একইসাথে সৌন্দর্য্য বর্ধনে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। পাশাপাশি রঙ বেরঙের মাছ এবং তার আনুষঙ্গিক অলংকারায়নের কথা না বললেই নয়।এসব বিষয় সাধারনত একজন মানুষ তার নিজের শখের উপর ভিত্তি করে থাকেন এবং একোয়ারিয়াম এর এই বিষয়টি প্রতিটি মানুষের বেলায় ভিন্ন হয়ে থাকে এবং তাদের একোয়ারিয়াম সংরক্ষনের জায়গায় এবং এর সাজানোতেও বিচিত্র ভাব লক্ষ্য করা যেতে পারে। একোয়ারিয়াম কেউ কেউ বাসার ড্রয়িং স্পেসে রাখতে পছন্দ করেন আবার কেউ তার বেডরুমের এর প্রদর্শনী করে শৌখিনতা প্রকাশ করেন।জায়গাভেদে এর ডেকোরেশন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।এবং এতে কোনভাবেই এর ভিতরের গুনগত মান ও সৌন্দর্য্যের অবক্ষয় হয় না।কারন একজন শৌখিন মানুষ ই জানেন তার জন্যে শখ আর তার ঘরের সৌন্দর্য্য কতটুকু মুল্যবান।