Cheap price backlink from grathor: info@grathor.com

এভারেস্টের ভূমি হিসেবে পরিচিত নেপাল সম্পর্কে কিছু তথ্য

🎉 Get ৳10000 Bonus!

আসসালামু আলাইকুম সবাইকে।

আশা করি সকলে ভালো আছেন,, সুস্থ আছেন।

আজকে আপনাদেরকে বলবো এভারেস্টের ভূমি হিসেবে পরিচিত এশিয়ার অন্যতম মনমুগ্ধকর দেশ নেপাল সম্পর্কে।

নেপাল রাজ্যটির মহীয়ান সৌন্দর্যের ছোট একটি ভূমি। এর রয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মন্দির। এটি একটি দেশ যা নৈসর্গিক সুন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ।

ভারত ও চীনের তিব্বতের অংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত।এই ছোট দেশটার আয়তন ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার।দক্ষিণ নেপাল হলো উষ্ণমণ্ডলীয় নিম্নভূমি যা “তরাই সমভূমি” নামে পরিচিত ।

নেপালের এই অংশটি গ্রীষ্মকালে গরম এবং শীতকালে ঈষদুষ্ণ থাকে।কাঠমান্ডু এবং পোখারা উপত্যকাসহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে এবং তা মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত।

এর উত্তরে হিমালয় পর্বতমালার মূল অংশ চালু হয়ে মিশে গেছে।

নেপালের এই অংশে এভারেস্ট শহর পৃথিবীর সর্বোচ্চ কিছু চূড়া রয়েছে।

নেপাল প্রায় দুই কোটি নব্বই লক্ষ মানুষের বাসস্থান। জনগণ প্রধানত গ্রামে বাস করে।

নেপালের শুধু ডজনখানেক নৃতাত্ত্বিক গোষ্ঠীই নয়, বিভিন্ন সম্প্রদায়ের লোক ও  বাস করে।

ছোট এই দেশটিতে সর্বমোট ১০৩ টি সম্প্রদায় ও নৃতাত্ত্বিক গোষ্ঠী বাস করে।

দুটি বৃহৎ এরকম গোষ্ঠী হল চিত্রী ও বাহুন ।

অন্যদের মধ্যে আছে মগর, থারু, তামাং ,নিউয়ার, মুসলিম,গারো এবং দামাই।

প্রায় ৪৮% মানুষ নেপালি ভাষায় কথা বলে।

অন্যান্য যেসব ভাষায় কথা বলা হয় তাদের মধ্যে রয়েছে মৈথালি, ভোজপুরি,থারু এবং তামাং।

নেপাল হলো প্রভু পশুপাতিনাথ ও গৌতম বুদ্ধের পবিত্র ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু ও বৌদ্ধ একসাথে মিলেমিশে বসবাস করে আসছে।

পশুপাতিনাথ মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র তীর্থস্থান এবং শিব অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ চারটি শহরের মাঝে অন্যতম।

এশিয়ার আলো প্রভু বুদ্ধ নেপালের দক্ষিণের সমভূমিতে অবস্থিত লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন যা এই স্থানটিকে বৌদ্ধদের জন্য পবিত্র তীর্থস্থান এ পরিণত করেছে।

কাঠমুন্ডু উপত্যকাটি নেপালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র।

উপত্যকার পুরাতন তিনটি শহর পাটান , কাঠমান্ডু এবং ভক্তপুর, শহুরে নকশা, অভিজাত স্থাপত্য শিল্প ও পরিমার্জিত সংস্কৃতির সমন্বয়ের প্রতীক।

এই শহর গুলোর ধর্মীয় স্মৃতিসৌধের জন্য বিখ্যাত যেগুলো পৃথিবীতে অতুলনীয়।

উপত্যকার মাঝে অবস্থিত সাতটি স্মৃতিস্তম্ভের এই এলাকাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে নামকরণ করেছে।

নেপালের রোমাঞ্চকর সংস্কৃতিতে চোখ ধাধানো রঙ যোগ করেছে অনেক উৎসব যা সারা বছর ধরে উদযাপন করা হয়।

অক্টোবর মাসে সারা দেশব্যাপী দসাইন বা দশেরা পালন করা হয়।

এটা হল নেপালিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবং তা বছরের সবচেয়ে বৃহৎ প্রাণী উৎসর্গের মধ্য দিয়ে পালিত হয়।

টিহার নভেম্বরে উদযাপন করা হয়। অন্যান্য উৎসবের মধ্যে হোলি এবং চৈত্র দইসান অন্তর্ভুক্ত।

কিছু হিন্দু অনুষ্ঠান হল হরিবোধিনী একাদশী, মহা শিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী। সেখানে বৌদ্ধদের ও অনুষ্ঠান আছে যেগুলোর মধ্যে আছে মনি রিমদ, বুদ্ধ জয়ন্তী এবং লজার যা তিব্বতীয় নতুন বছরকে চিহ্নিত করে।

আজ এ পর্যন্তই।

পরবর্তী পোস্টে দেখা হবে আপনাদের সাথে।

সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।

স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।

Related Keyphrase: এভারেস্ট বিজয়ী, এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি কে, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী কে, এভারেস্ট জয়ী প্রথম নারী কে, এভারেস্টের উচ্চতা কত ফুট, এভারেস্ট বিজয়ী বাংলাদেশী, এভারেস্ট বিজয়ী প্রথম নারী কে, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি নারী কে, এভারেস্ট এর উচ্চতা, এভারেস্ট অর্থ কি, এভারেস্ট অভিযান, এভারেস্ট কোথায় অবস্থিত, মাউন্ট এভারেস্ট অভিযানের নিয়ম, এভারেস্ট কোন দেশে অবস্থিত, এভারেস্ট আসলাম, এভারেস্ট আবিষ্কারের আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি ছিল, আবিষ্কার আগে উচ্চতম শৃঙ্গ কি ছিল, াউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ছিল, এভারেস্ট কোথায়, এভারেস্ট কোন দেশে, এভারেস্ট কি, এভারেস্ট ইজ দা হায়েস্ট পিক ইন দা ওয়ার্ল্ড, এভারেস্ট ইন দা হায়েস্ট পিক ইন টি ওয়ার্ল্ড, এভারেস্ট মুসা ইব্রাহিম, ুসা ইব্রাহীমের এভারেস্ট জয় বিতর্ক, এভারেস্টের উচ্চতা, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত, এভারেস্ট জয়, এভারেস্ট খরচ, এভারেস্ট এম এ মুহিত, এভারেস্ট জয়ী, এভারেস্ট কবিতা, এভারেস্ট কলকাতা
এভারেস্ট কী, এভারেস্ট পর্বত শৃঙ্গ কিসের দ্বারা গঠিত, এভারেস্ট গান, এভারেস্ট জয় গনেশ দেবা, এভারেস্ট দীপঙ্কর ঘোষ, এভারেস্ট চূড়া, এভারেস্টের চূড়া, এভারেস্টের চূড়ায়, এভারেস্ট পাহাড় দেখতে চাই

Related Posts

11 Comments

Leave a Reply