আমারা গৃহস্থালি কাজ করার অনেক সময়ই দূর্ঘটনা ঘটে থাকে।তার মধ্যে অন্যতম হলো বটি,চাকু বা অন্যান্য কোন বস্তুতে হাত,পা,বা শরীরের অন্য কোন অঙ্গ কেটে যেতে পারে বা ছিলে যেতে পারে।এ ক্ষেত্রে রক্ত পড়া বন্ধ করা বা কমানোই প্রধান উদ্দেশ্য হওয়া দরকার।প্রয়োজনে ওই স্থানে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে।পরিষ্কার পাতলা সুতি কাপড় দিয়ে আক্রান্ত স্হানের পানি মুছে ফেলতে।পরিষ্কার গজ – ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্হান চেপে ধরুন।এতে রক্তক্ষরন কিছুক্ষনের মধ্যেই বন্ধ হয়ে যাবে।এরপর বিটাডিন বা অন্য কোন এন্টিসেপটিক দিয়ে ওই স্থান পরিষ্কার করে এন্টিবায়োটিক ক্রিম লাগিয়ে ড্রেসিং করুন।রক্ত পরা বন্ধ না হলে বা সেলাইয়ের প্রয়োজন ডাক্তারের শরণাপন্ন হোন।
Personal Disorder বা ব্যক্তিত্ব ব্যাধি কী?
আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব।একটি সাইকোলজিক্যাল রোগ নিয়ে যেটির নাম হচ্ছে Personal Disorder. খুবই ইন্টারেস্টিং একটা লেখা হতে...