আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করছি ভালোই আছেন। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে লিখতে চলেছি!
হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। আজকে আমরা জানবো কিভাবে অফিসিয়াল ভাবে শুধুমাত্র গেইম খেলে টাকা আয় করা সম্ভব। তো চলুন জেনে নেওয়া যাক, কিভাবে কি করলে আপনারা গেইম খেলে টাকা আয় করতে পারবেন।
আপনারা সবাই ফ্রি ফায়ার এর নাম তো শুনেই থাকবেন। এটি একটি বাটেলরয়েল গেইম। যাই হোক সেটা মূল কথা না। আসলে বলতে চাচ্ছি যে ফ্রি ফায়ার গেইম টি যে কোম্পানি পরিচালনা করে তার নাম হচ্ছে গারিনা। আর এই গারিনা এর আরো একটি অফিসিয়াল এপ্লিকেশন আছে যার নাম বুইয়া। আর আজকে আমরা এই এপ্লিকেশন টি নিয়েই কথা বলতে যাচ্ছি।
এখান থেকে আয় করতে হলে আপনার যা যা লাগবেঃ
১. একটি ফ্রি ফায়ার একাউন্ট
২. একটু ভালো খেলার দক্ষতা
৩. মোটামুটি ভালোমানের একটি ফোন
৪. বুইয়াহ এপ্লিকেশন
এপ্লিকেশন টির ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা প্লে স্টোরে গিয়ে বুইয়াহ লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন
এপ্লিকেশন টি ডাউনলোড করা হয়ে গেলে খুব সহজেই আপনার ফ্রি ফায়ার আইডি টি এখানে জুড়ে দিন। এখানে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন। যারা লাইভ স্টিম করছে তাদের সবার ভিডিও এখানে দেখতে পারবেন। সেখানে নিচের দিকে আপনি লাইভ এ যাবার আপশন পাবেন। আপনি শুরু থেকেই লাইভে যেতে পারবেন। কোন শর্ত পুরণ করতে হবে না।
এই ভাবে আপনি লাইভ স্টিমে গিয়ে লাইভে গেইম খেলুন। ব্যাস আর কিছু করতে হবে না। প্রতিদিন নিয়মিত লাইভ করলে গারিনা আপনাকে প্রতি মাসে বেতন দিবে। বেতনের পরিমানঃ ৫ আমেরিকান ডলার থেকে শুরু। আপনার লাইভ যত বেশি মানুষ দেখবে আপনার ইনকাম তত বাড়তে থকবে।
এটা গারিনার অফিসিয়াল এপ্লিকেশন। তাই এখানে স্ক্যাম করার কোন সুযোগ নেই। কাজ করলে টাকা নিশ্চিত পাবেন। তাই নিশ্চিত হয়ে কাজ করতে পারেন। গেইম ও খেলা হবে। আবার টাকাও আয় হবে। এর থেকে আর কি চান??
আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোন সমস্যা থাকে তো কমেন্ট করে জানান। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।
আজকে এই পর্যন্ত ই। যদি আপনারা কাজ করতে চান তবে এই পোস্ট এ কমেন্ট করে জানান। পরবর্তী পোস্ট এ আমি আপনাদের জানাবো কিভাবে কাজ করলে আপনারা অতি আল্প সময়ের মধ্যে ভালো কিছু টাকা আয় করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সাস্থ্য বিধি মেনে চলবেন।
Ok
Okay
ওকে
nc
Sundor lekha
Best
Nice
68 level id
Next
Nice
O