আসসালামুআলাইকুম ,সবাই কেমন আছেন? আসা করি সবাই অনেক ভালো আছেন।
গ্রাথর একটি উন্মুক্ত ব্লগ সাইট।আপনি আমার যে আর্টিকেলটা এখন পড়ছেন সেটাও কিন্তু গ্রাথরের। বেকারের জন্য গ্রাথর ইনকামের বেশ বড় একটি সুযোগ করে দিয়েছে।
বাংলাদেশে এমন কোনো ওয়েবসাইট নেই যেখানে এত সহজে ১০০% নিশ্চিত পেমেন্ট পাওয়া যায়।কিন্তু গ্রাথরে লিখালিখি করে এমন অনেকে রয়েছে যারা কিছু সময় কাজ করে আর কাজ করতে চাই না।
অনেকে ভাবে যে এখান থেকে সহজে তাড়াতাড়ি ইনকাম করে উইথড্র দেওয়া সম্ভব না।কিন্তু না, এখান থেকে আপনি চাইলে মাত্র ১মাসে কাজ করে উইথড্র নিতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। আপনার লেখার বিষয়ে ভালভাবে খেয়াল রাখতে হবে।
আজকের আর্টিকেলে নতুন লেখক দের জন্য কিছু টিপস বলবো,যেগুলোর মাধ্যমে আপনারা সহজে গ্রাথরে কাজ করে পেমেন্ট নিতে পারবেন।
১. গ্রাথরে কিন্তু শুধু লিখে ইনকাম করা ছাড়াও আরো অনেক উপায় রয়েছে যেগুলোর মাধ্যেমে ইনকাম করা যায়।সেগুলোর ব্যবহার করুন।
যেমন আর্টিকেল লিখার পাশাপাশি রেফার করুন।আমাদের চারপাশে কত বন্ধুবান্ধব রয়েছে,তাদেরকে বলে বুঝিয়ে কাজে লাগিয়ে দিন।এতে প্রতি রেফার করে পেয়ে যাচ্ছেন ৫০টাকা।
ফেসবুক সহ আরো নানান সোশ্যাল মিডিয়া আমরা ব্যাবহার করে থাকি। আপনি যদি ফেসবুকে ১০০০০ মেম্বার এর একটি গ্রুপে ও আপনার পোস্টটি শেয়ার করেন তাহলে কমপক্ষে ১০০-২০০ভিজিটর আসবেই।
সুতরাং নিজের পোস্টগুলো বড় কোনো গ্রুপে শেয়ার করে দিন।
২. কনটেন্ট হলো সবকিছুর মূল গ্রাথর থেকে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ভালো ভালো আর্টিকেল লিখতেই হবে, নাহলে আপনি কখনোই টাকা ইনকাম করে পেমেন্ট নিতে পারবেন না।
কিন্তু সবার এখানেই সমস্যা হয় যে কিভাবে এত আর্টিকেল লিখবো,টপিক কোথায় পাবো ইত্যাদি।তাহলে আসুন জেনে নেই কিভাবে আর্টিকেল লিখার ব্যাপারটিকে সহজ করা যাবে।
কিভাবে খুব সহজে আর্টিকেলের টপিক খুঁজে আর্টিকেল লিখবেন?
১.আপনি প্রথমত ভাবুন, যে আপনি কোন সময়ে আর্টিকেল লিখবেন। আর্টিকেল যখন তখন লিখবেন না,তখন লিখবেন যখন আপনার মন ভালো থাকে।অন্য সময় লিখতে গেলেই আপনার বিরক্তি ভাব চলে আসবে।
২. ঠান্ডা মাথায় ভাবুন, আমাদের চারপাশেই কিন্তু বিভিন্ন টপিক রয়েছে যেগুলো আমাদের চোখে পড়ছে না।পোস্টের বিষয়বস্তু নিয়ে একটু মন দিয়ে ভাবুন আপনি চাইলে ৫০০ শব্দের উপরে লিখতে পারবেন।
৩.Quora ব্যবহার করুন।এটি হচ্ছে একটি প্রশ্নের উত্তর সাইট। প্রতিনিয়ত এখানে অনেক মানুষ প্রশ্ন করে।সেখান থেকে আপনি টপিক খুঁজে পেতে পারেন।
৪. কখনোই পোস্ট কপি করবেন না।প্রয়োজনে ২০% ধারণা নিতে পারেন।তারপর নিজ থেকে বানিয়ে সুন্দর একটি আর্টকেল লিখে দিবেন।
৫. পরের কথা ভাববেন না।যে আপনি পারবেন নাকি আর্টিকেল লিখতে , আপনার মনে হচ্ছে পারবেন না, এসব চিন্তা মাথায় আনলে আপনি টাকা আয় করতে পারবেন না।সুতরাং কোনো ভাবা চিন্তা বাদ দিয়ে আর্টিকেল লিখতে থাকুন। দেখবেন কখন যে আপনার পেমেন্ট নেওয়ার সময় এসে গেছে বুঝতে ও পারবেন না।
নিজের পোস্ট এর জন্য ভালো থাম্বনেইল ব্যাবহার করুন।এতে আপনার পোস্টের মান ভালো হয়।আর প্রতিদিন ২-৩দিনটি কোয়ালিটি সম্পূর্ণ আর্টিকেল লিখুন। বেশি পারলে অবশ্যই ভালো।
সুতরাং এই বিষয়গুলি মেনে আর্টিকেল লিখলে আপনার জন্য ইনকাম করাটা অনেক সহজ হয়ে যাবে।আজকে এই পর্যন্তই,ধন্যবাদ সবাইকে