আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আমি আপনাদের জন্য আরো কয়েকটি চুল পড়া বন্ধ ও চুল পড়া কমানোর টিপস ও ট্রিকস নিয়ে চলে এসেছি।চলুন শুরু করা যাক।
একটি মেয়ের সৌন্দর্য শুধু তার চেহারায় নয় রয়েছে তার চুলেও।আমাদের সবারই কম বেশি একটাই সমস্যা তা হচ্ছে চুল পড়া বন্ধ করতে না পারা।বর্তমানে ছেলে মেয়ে সবারই বড় সমস্যা হচ্ছে এই চুল পড়া নিয়ে।বলতে গেলে এটি প্রকৃতির কারণে হয়ে থাকে।তবে কখনো কখনো শারীরিক কারণে ও চুল পড়ে থাকে।যেমন মাথায় রক্ত চলাচলের অভাব বা জন্মগতভাবে হরমোনের সমস্যা।তবে এতে যদি আমরা কোনো পদক্ষেপ না নিয়ে থাকি তাহলে এই সমস্যাটি বড় আকারের রূপ নিতে পারে।প্রতিদিন ৮০ থেকে ১০০টি চুল পরবেই।এটি স্বাভাবিক। তবে যদি এর বেশি পরে তাহলে এটিকে সমস্যা হিসেবে ধরা হবে।তাই আমি আপনাদের আজ কিচ্ছু টিপস দিব যেগুলো চুল পড়া রোধ করতে সাহায্য করে।
১.নিমপাতা
বহু বহু বছর ধরে নিমপাতা ব্যবহার করা হচ্ছে চুলের জন্য।প্রাচীন কাল থেকেই নিমপাতা ব্যবহার করা হয়।নিমপাতা চুলের জন্য খুবই উপকারী।এখন বলি নিমপাতা কিভাবে ব্যবহার করবেন।প্রথমে ১৫-২০টি নিমপাতা নিবেন।এর পর নিমপাতা গুলোর দুকে বা বেটে এর রস বের করে নিন।এখন এই নিমপাতার রস যে কোনো তেল (নারকেল তেল হলে ভালো) এর সাথে মিশিয়ে নিন।তারপর এই তেল নিয়ে নিজের মাথার চুলের গোরায় লাগান।শুধু লাগালেই নয়,আপনাকে ২০-২৫ মিনিট মাসাজ করতে হবে।এরপর চুল শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।এই প্রক্রিয়াটি চুল পড়া বন্ধ করতে রোধ করে এবং সাথে চুল বৃদ্ধি করতেও সহায়তা করবে।
২.পেঁয়াজের রস
আমরা কমবেশি সবাই জানি পেঁয়াজের রস চুলের জন্য কতটাই না উপকারী।পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করতে এবং চুল বৃদ্ধি করতে ও চুলকে সিল্ক বা মসৃণ করতে অনেক সাহায্য করে।এখন বলি পেঁয়াজের রস কিভাবে ব্যবহার করবেন।প্রথমে পেঁয়াজকে কেটে নিন।তারপর এই কাঁটা পেঁয়াজকে ভালোভাবে বেটে বা বেল্ড করে নিন।এর পর একটি পাত্রে পেঁয়াজের রস আলাদা করুন।এখন এই পেঁয়াজের রস গোসল করার আগে নিজের চুলের গোরায় লাগান।কমপক্ষে ৩০মিনিট রাখুন।এরপর ভালোভাবে চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।এমন কমপক্ষে সপ্তাহে ৪বার ব্যবহার করুন।ফল আপনি নিজেই টের পাবেন।এইভাবে ১মাস ব্যবহার করুন।
সাথে থাকার জন্য ধন্যবাদ।আমি আবার খুব তারাতারি আপনাদের মাঝে গ্রাথোর এর পক্ষ থেকে ফিরে আসবো।ইনশাআল্লাহ।ধন্যবাদ