আসসালামুআলাইকুম, আসা করি সবাই অনেক ভালোই আছেন।
আমরা কে না চাই যে, আমাদের হ্যান্ডসাম দেখতে লাগুক। সবার সামনে নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে আমরা সবাই চাই। কিন্তু শুধু সুন্দর কিংবা গায়ের ফরসা রং দিয়ে কিন্তু হ্যান্ডসাম হওয়া যায় না।সবার সামনে নিজেকে হ্যান্ডসাম হিসেবে তুলে ধরার জন্য প্রয়োজন ভালো মনের, কাজের এবং নিজেকে সঠিকভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করা।
তাহলে আপনি যদি চান যে নিজেকে সবার সামনে ভালো মনের মানুষ এবং হ্যান্ডসাম হিসেবে দেখাতে তাহলে অবশ্যই আপনার কিছু জিনিষ মাথায় রাখতে হবে।
১. নিজের চুলের সঠিক ব্যবহার:
মানুষের সৌন্দর্য এবং পার্সোনালিটি কিন্তু চুলের মাধ্যমে বোঝা যায়। একজন মানুষ কতটা হ্যান্ডসাম সেটা বুঝার জন্য বেশিরভাগ কিন্তু আমরা চুলের দিকে নজর দেই।
সেক্ষেত্রে অবশ্যই আপনার চুলের দিকে আপনার সঠিক খেয়াল রাখতে হবে।যেমন আপনার মাথার সাথে কিংবা চেহারার সাথে ভালোভাবে মিলিয়ে চুলের কাটিং দিতে হবে।চুলের সুন্দর্যের জন্য আপনাকে অনেক হ্যান্ডসাম দেখতে লাগে।
২. আপনার দাড়ি কেমন দেখতে:
আপনাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আপনার মুখের দাড়ি ঠিক করে।যেমন কিছু দাড়ি রয়েছে চাপ দাড়ি বলা হয় যাকে। আবার কিন্তু রয়েছে হালকা দাড়ি।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাড়ি এক এক জায়গায় অল্প অল্প থাকে সেক্ষেত্রে আপনার ক্লিন ফেস থাকা উত্তম।
৩. কথা বলার ধরণ:
আপনি যত সুন্দর দেখতে হোন না কেনো যদি আপনি ভালো ভাবে কথা বলতে না জানেন তাহলে আপনাকে কেউ ভালোভাবে গুরুত্ব দেবে না।
কারণ ধরলাম আপনি সুন্দর কিংবা হ্যান্ডসাম কিন্তু আপনি যদি ঠিকমতোই কথা না বলে একভাবে নিজের মতো থাকেন তাহলে আপনাকে কেউ কেনোই বা গুরুত্ব দিবে।আপনাকে অবশ্যই অনেক স্মার্ট হয়ে কথা বলতে হবে।
৪. হাঁটার ধরন:
আপনি হ্যান্ডসাম হয়ে সুন্দর হয়ে যদি সুন্দর ভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে না পারেন তাহলে কেও আপনাকে হ্যান্ডসাম বলবে না।
সুতরাং হাঁটার সময় অবশ্যই সুন্দর ভাবে একজন মানুষের মতোই হাঁটবেন।
৫. শারীরিক ক্ষেত্রে :
শারীরিক ক্ষেত্রে আপনি কতটা স্মার্ট এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ন একটি বিষয় যে আপনি কতটা হ্যান্ডসাম সেটা বুঝার ক্ষেত্রে।
কিন্তু তার জন্য আপনার কোনো জিমে যাওয়ার প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে ওয়ার্কআউট করতে পারেন। নিয়মিত শারীরিক ব্যায়ামের ফলে আপনাকে অনেক হ্যান্ডসাম দেখতে লাগবে পাশাপাশি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
তাছাড়াও শারিরীক ব্যায়াম করার ফলে আমাদের অনেক রোগের সমাধান হয়ে থাকে।
নিজেকে সুন্দর আর হ্যান্ডসাম হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করতে নিয়মিত শরীরচর্চা করুন।
৬. সবার ব্যাপারে দয়ালু হোন:
আপনি যত ভালো কিংবা সুন্দর হন যদি আপনার একটি ভালো মন না থাকে কিংবা আপনি অল্পতেই অনেক রেগে যান, তাহলে আপনাকে কেও পছন্দ করবে না।
সুতরাং সবার ক্ষেত্রে অবশ্যই ভালো আচরণ করবেন।রেগে যাবেন না হটাৎ করে, নিজেকে সবসময় নিয়ন্ত্রন রাখতে শিখুন তাহলে দেখবেন সবাই আপনার বিপদে আপনাকে সাহায্য করবে।আপনাকে অনেক পছন্দ করবে ।
এসব বিষয় মেনে চললে অবশ্যই আপনাকে হ্যান্ডসাম বলবে সকলে।একজন ভালো মনের মানুষ হতে এই বিষয়গুলো মেনে চলতে পারেন।