আমরা ছাত্রছাএীরা প্রতিবছর নানা পরিক্ষা দিয়ে থাকি।তাছাড়াও আমরা মাধ্যমিক,উচ্চমাধ্যমিকসহ বোর্ড পরিক্ষা দিয়ে থাকি।আমরা সারাবছর কি পরলাম তা বুজা যায় পরিক্ষার রেসাল্ট অনুযায়ী।এবং আমাদের আশেপাশে কাকু কাকিমাও জানতে চাই আমাদের রেসাল্ট।যদি এইসব পরিক্ষায় আমাদের রেসাল্ট ভালো আশে তাহলে আমাদের আর আনন্দের সীমা থাকে না।কিন্তু এমন কিছু উপায় আছে যা জানলে আপনি সারাবছর যাই পরুন না কেন পরিক্ষায় একটু আগের থেকে ভালো উপস্থাপন করে আসতে পারবেন:
প্রথমে আপনি খাতা পেয়ে নাম,রোল নাম্বার,বিষয়,ভালোভাবে লিখবেন তারপর খাতায় ১ ইঞ্চি করে বা পাশে এবং উপরে পেন্সিল দিয়ে রুল করে নিবেন।তারপর প্রশ্ন পেয়ে ভালোভাবে ৫ মিনিট মনোযোগ দিয়ে প্রশ্নটি পরুন এবং যেইসব প্রশ্নের উত্তর আপনার জানা আছে তা ছোট করে দাগ দিয়ে নিন।এইবার লেখার শুরুতে যেই প্রশ্নের উত্তর টা সব থেকে ভালো জানা আছে সেই টা আগে লিখুন।এবং চেষ্টা করবেন সেই সব প্রশ্নের উওর দেওয়ার যেই গুলোর মধ্যে অনেক তথ্য দেওয়া যায়,এবং গানিতিক প্রশ্ন গুলোর উত্তর করার এইসব প্রশ্নের উত্তর করলে আপনার সম্পূন নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তারপর প্রয়োজনীয় কুটেশন গুলোর নিচে নিল কলমের কালি দিয়ে দাগ দিয়ে নিবেন এতে সহজেই টিচার এর চোখে পরবে।এবং যদি কোন প্রশ্নের উদাহরণ নাও জানতে চাওয়া হই তারপরও উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন।এতে আপনি নাম্বার বেশি পাবেন।এবং যেই প্রশ্নের চিএ চাওয়া হবে অবশ্যই চিএ আঁকবেন,এবং ভালো ভাবে চিন্নিত করবেন।তাছাড়াও যদি আপনার কোন প্রশ্নের উত্তর ভুল হই তা ভালোভাবে খাতার শেষে লিখবেন।এবং যদি অতিরিক্ত খাতা নেন তাহলে অবশ্যই খাতার উপরে ১ দিয়ে রাখবেন এতে আপ্নার শেষে খাতা পিন করতে সুবিধা হবে।
পরিশেষে ১০ মিনিট সময় রাখবেন খাতা রিভিশন দেওয়ার জন্য।কোন প্রশ্নের উত্তর ভুল হলে তা এক দাগে কেটে দিবেন।অযথা ঘষামাযা করবেন না।