আমার পরিবার একটা খুব ভালো পরিবার। আমার পরি বারে জনসংখ্যা একটু বেশি । যেমন সাত জন পরিবারের আমি সবার ছোট। আমার পরিবারে আছে মা , বাবা ,বড় ভাই, বড় বোন,দাদা ,দাদী ওআমি এই পরিবার টি সুখের পরিবার আমাদের পরিবারে তিন জন চাকরি জীবি। তার মধ্যে হলো আমার মা এক জন ব্যাংক কর্মকর্তা, আমার বাবা একজন ডাক্তার, আমার ভাই একজন সেনাবাহিনী । আর আমার বড় বোন এখন বর্তমানে পড়াশোনা করে, আমার দাদা দাদী বর্তমান কিছুই করে না, আগে আমার দাদা চাকরি করতো সেনাবাহিনী তে তখন থেকে আমার বড় ভাই কে বলে তোকে আমি সেনাবাহিনী চাকরি যে ঠোকাব। আর আমার বড় ভাই এর ও ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একজন দাদার মতো সেনাবাহিনী হবো। আর আমি এখন পড়াশোনা করি ক্লাস নাইনে পরিবারের সবাই আমাকে ভালো বাসে , আমি সব থেকে ভালো বাসি দাদী কে কারন আমি ছোট থেকে মানুষ হয়েছি দাদীর কাছে। কারন আমার দাদী থাকতো বাসায় আর আমার মা বাবা চাকরি করতে যেত বাবা মা আমাকে সময় দিতে পারতো না সারা দিন অফিস এ থাকেন মা ।আর বাবা থাকেন সারা দিন চেম্বারে ।আবার কোন কোন দিন বাবার আস্তে অনেক রাত ও হয় । আমার বড় বোনের সাথে আমি থাকি পড়াশোনার সময় । তাঁর থেকে অনেক কিছু শিখিয়ে নেই পড়াশোনা এর ব্যাপারে সে আমাকে ছোট বলে আমাকে খুব ভালো বাসে।আর আমার বড় বোন এখন বাড়িতে থাকে না তিনি থাকেন এক শহরে সেখানে এক কলেজ এ পড়াশোনা করেন। মাঝে মাঝে বাড়িতে আছেন ।আর আমার বড় ভাই ও মাঝে মাঝে বাড়িতে আছেন ছুটি পেলে। তিনি এসে সবার আগে আমার খোঁজ করে।এসে সে বেশি সময় বাড়িতে থাকতে পারে না। আর সে আসার সময় সবার জন্য অনেক ধরনের জিনিস পত্র আনেন। আমার বড় ভাই ক্রিকেট খেলায় পারদর্শী ,সে এক সময় বলিং এর জন্য বিখ্যাত ছিলেন। তিনি লেখা পড়ার পাশাপাশি প্রতিদিন বল খেলতেন । আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় একটা মাঠ ছিল সেখানে খেলতেন। চাকরি পাওয়ার পর তার আর খেলা হয় না তার । ছুটির সময় যখন আসে তখন গ্রামের সবার সাথে খেলা করতে মাঠে নামে।সে বাম হাতে বল করে।সে আমাকে অনেক ভালো কাজের নির্দেশ দেন।আমার বড় হয়ে আমাকে একজন ইঞ্জিনিয়ার বানাবে আমার বাবা মা সে জন্যই প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন তারা।সে জন্য আমি মনে করি বাবা মার স্বপ্ন জেন পুরুন করতে পারি সে দিকে খেয়াল রাখছি।আমি মনে করি সত্যির পথে চললে এক সময় ঠিক স্থানে পৌঁছাতে পারব।এটাই আমার কামনা বাসনা।।
নিম এর অনেকগুলো ঔষধি গুণাগুন ও ব্যবহার জেনে নিন
'নিম'আমাদের কাছে অতি পরিচিত একটি উদ্ভিদ। নিম গাছের অসাধরণ সব গুণাগুণের জন্য বলা হয়ে থাকে," যে বাড়িতে নিম গাছ আছে,...