Cheap price backlink from grathor: info@grathor.com

প্রতিবন্ধী পার্ট-শেষ

প্রতিবন্ধীদের সম্পর্কে আমরা আগের ২ পাঠে জেনেছি যে প্রতিবন্ধীর প্রকারভেদ ও সমস্যা সম্পর্কে আজকে জানব এই সকল সমস্যায় আমাদের করনীয় কি

 

প্রতিবন্ধীরা আমাদের কার ভাই কারো বোন বা কারো সন্তান।তারা আমাদের একান্ত কাছের।তাদের প্রতি আমাদের নিম্নলিখিত ক্ষেত্রে নজর দিতে হবে।
১, গর্ভাবস্থায় মায়ের প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টিকর খাবার দিতে হবে।
২, বেপরোয়া যানবাহন পরিচালনার জিন্য কঠোর শাস্তির বিধান এবং কার্যকর করতে হবে।
৩, সন্তান প্রসব করানোর জন্য প্রশিক্ষনপ্রাত্ত ও অভিজ্ঞ চিকিৎসক,নার্স বা ধাত্রীর সাহায্য ও পরামর্শ নিতে হবে।
৪, কলখারানাকে ঝুকিমুক্ত রাখতে হবে এবং সব রকমের সতর্ক ব্যবস্থা নিতে হবে।
৫, গর্ভকালীন অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান জেন আঘাত প্রাপ্ত না হয় সে দিকে মাকে সাবধানী হতে হবে।
৬, পঙ্গুত্ব বা অঙ্গহানিকে আল্লাহ্‌র অভিশাপ মনে না করে এর চিকিৎসা করা।
৭, পথচারীদেরকে রাস্তা পারাপারের সময় ওভারব্রিজ ব্যবহার,এবং রাস্তা চলাচলের সময় সাবধানতা সম্পর্কে সবাইকে সচেতন করা।
৮, চাকরি ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সব জায়গায় প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষন করতে হবে।
৯, এদের জন্য উপযোগী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
১০, নিরাপদ পানি ও আয়োডিন যুক্ত লবন উতপাদন করতে হবে।
১১, শিশু অবস্থায় রোগ প্রতিরোধক টিকা,ইনজেকশন দিতে হবে।
১২,প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা।
১৩,প্রতিবন্ধীদের প্রতি পরিবার,সমাজ, রাস্ট সবার কার্যকর ভুমিকা রাখতে হবে।

সবশেষ বলতে হয় প্রতিবনহীদের আল্লাহ্‌র অভিশাব গজব ইত্যাদি না ভেবে এর জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে।আমাদের সবার উচিত দয়া, করুনা,অবহেলা
প্রদর্শন না করে তাদের পাশে দারানো।

সবাই ভালো থাকবেন নিজের খেয়াল  রাখবেন

Related Posts

7 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No