সেদিন স্থির করলাম যেভাবেই হোক আজ প্রেমের কথা বলবোঃ
অনেক কথা বলার পরে আমি বল্লাম এই শোন , সে কান খারা করে বলছে হা কিছু বলবে? আমি বললাম আজ তোমাকে একটা কথা বলবো কিন্তু যে কথাই বলি তুমি শুনে কিন্তু হাসবে না । সে বললো এটা আবার কেমন কথা! হাসির কথা হলে হাসবোনা সেটা তো হবে না । আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো তোমার কথা রাখার জন্য এবার বলো কি বলবে ? আমি তখন কাপতেছিলাম প্রথমবার কারো সাথে কথা বলতে গিয়ে কাপছি কেন জানিনা , আমার ভিতর শুধু হৃদপিন্ড ধক ধক করছে । বলবো বলবো বলবো বলে 10 মিনিট পার হয়ে গেল কিন্তু এ যেন কিছুতেই কাপা থামছে না ।
মনে হচ্ছে পৌষ মাসের শীত আমার গায়ে লাগছে, একদিকে ঘামে শরীর থেকে ঘাম ঝড়ছে অন্যদিকে আবেগের বসত কাপতে শুরু করেছি , সে আর বুজতে বাকি রাথলো না । শেষ পর্যায়ে আমার ফোন এর চার্জ শেষ হয়ে মোবাইল বন্ধ হয়ে গেল , তখন তো এতো স্মার্ট ফোন ছিল না । প্রায় এক ঘন্টা পরে মোবাইল চার্জ দিয়ে আবার চলে গেলাম একটা ধান ক্ষেতের বিশাল দিগন্তে যেখানে কোনো মানুষের আনাগোনা নেই , নেই কোন শব্দ একা একটা পাথার এর মাঝে আবার সেই কথা । এবার বলতে এতো সময় লাগলো না , ভয় কেটে গেল আর আমি আগেই বল্লাম যে তোমাকে আমি ভালবাসি তোমার সাথে আমার মনের যে মিল হয়ে গেছে সেটি ভালবাসা ছাড়া আর কোন উপায় নেই ।
আমি আর কিছু ভাবতে পারি না তোমার কথা ছাড়া , তুমি কি করবে আমি জানিনা তবে তুমি যা খুশি করতে পারো তাতে আমার কিছু যায় আসে না, প্রয়োজনে আমি একাইভালবেসে যাবো ইত্যাদি ইত্যাদি একদমে 2-3 মিনিট কথা বল্লাম একটানা যেন আমি কবি হয়ে গেছি, আমার কথা শুনে অবাক হলে বুজি? না তা কেন আমি তো ভাবছি ! ওহ তাই কি ভাবছো বলো ?অনেক ক্ষন চুপ থেকে ফোনটা কেটে দিল , আমার তখন যেন কেমন বুকের ভিতর একটা ধাক্কা দিল এটা আমি কি করলাম , হয়তো আমার বলাটা এতো বেশি হয়েছে যে , আমাকে হয়তো বা সহ্য করতে পারছিলনা ।
মনের ভিতর অনেক যল্পনা কল্পনা রেখে আমি আর ফোন দিচ্ছি না , সেই কথা মনে হলে আমার শরীর এখনো শিওরে ওঠে , একটা কথা বলতে যেখানে আমার সময় লেগেছিল প্রায় 10-12 দিন , আর কিভাবে আমি এতোগুলো কথা একসাথে বলে ফেল্লাম । লজ্জায় যেন আর কোন ভাষা খুজে পাচ্ছিলাম না , যাই হোক এক ঘন্টা গেল দুই ঘন্টা গেল সে আমাকে কোন রেসপন্স করলো না , আমি একটু নার্ভাস ই ছিলাম , কি হবে ? চার ঘন্টা কেটে গেল তার কোন খোজ পেলাম না , ভেবেছিলাম আর হয়তো কথা বলবে না তবে আমার তখন কো্ন আফসোস লাগলো না , কেননা আমি আমা র বুকের চাপানো বোঝাটা নামিয়ে হালকা করে নিয়েছি । রাত আটটার পরে হঠাৎ আমার মোবাইলে রিং বাজলো , অন্য একটা নাম্বার চিনিনা ।
সে না তার বান্ধবী ছিল ঐ সময় আামার মনের অবস্থা খুব খারাপ ছিল, কি জবাব দেব তাকে যদি সে আমাকে জিজ্ঞাসা করে আপনাকে আমরা বড় ভাই হিসেবে এতো ভালবাসি আর আপনে আমাদের সাথে এমন আচরন করবেন বুজতে পারলে আপনাকে সেই রকম ভাবতাম না । মনের ভিতরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে , কিছুক্ষন থমকে থাকার পরে আমাকে বললো ভাইয়া কিছু বলছেন না যে , আমি তখন বললাম হা তোমার নাম্বার সেভ নেই তো তাই আগে চিনতে একটু দেরি হলো , হা আমার নাম্বার তো সেভ থাকবে না আমি তো আর কারো মনের মতো হতে পারলাম না ।
যাক এবার একটু আসতে আসেতে স্বাস নিয়ে নিলাম আর মনটা একটু পরিবর্তন হতে লাগলো । আসতে আসতে স্বাভাবিক হতে লাগলাম । তারপর আমাকে বললো যেটা শুনলাম সেটা কি সত্যি? আমি মনে মনে তখন খুশিতে আত্মহারা যে , আমার কথাগুলো তাহলে তা মনের ভিতরে দোলা দিয়েছে , তখন একটু লজ্জা পেয়ে বললাম আমার একটা কাজ আছে বাজারে যেতে হবে । তখন বললো ঠিক আছে , আমার মোবাইলের ব্যালেন্স শেষ প্রায় এ জন্য দেখলাম রাতে যদি কথা বলে তাহলে টাকা তোলার মতো এমন কেও থাকবে না ।
যাই তারাতারি দোকান বন্ধ হবার আগেই টাকা নিয়ে আসি। বন্ধুরা আজ এইটুকু থাক পরের পর্বে আবারো বাকি কথা শেয়ার করবো , বন্ধুরা এইটুকু হয়তো সুখের পর্ব যাচ্ছে আর এক পর্বে সুখের পর্ব শেষ হয়ে যাবে কিন্তু দুঃখ শুরু হবে এমন দুঃখ কিভাবে সহ্য করেছিলাম একমাত্র আল্লাহ জানে ।