আগুনে হাত দিবেন , আর হাত পুড়ে যাবে না ,এমন তো হওয়ার কথা নয়। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে এটা স্বাভাবিক। তাই বলে কি আপনি আগুনকে ঘৃণা করবেন? মোটেও তাই নয়, আগুনের ধর্ম পুড়ানো। পৃথিবীতে যত আগুন আছে, সবচাইতে জ্বালাময় আগুন হচ্ছে প্রেমের আগুন। কথায় বলে এই আগুনে যে পুড়ে ছাই হতে পারে, সেই হয়ে ওঠে খাঁটি মানুষ।
প্রত্যাহিক জীবনে, ব্রেকআপ ও নতুন সম্পর্কের সংযোজন- অভিযোজন-বিয়োজন এটি কমন একটি ব্যাপার। জীবনে প্রতিটি জিনিসই আমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা শিখিয়ে দিয়ে যায়। তাই বলে জীবনকে ঘৃণা করা মোটেও উচিত নয়। এরকম পরিস্থিতিতে শান্ত থাকাটাই আপনার জন্য মঙ্গল।
বিরহ ও বিশৃঙ্খলা কোনটির আমাদের কাম্য নয়। তবুও জীবন মাঝে মাঝে হে কিছু তিক্ত তাই ভরে যায়। ঘড়িতে সময়ই জীবনের সবচেয়ে বড় প্রতিযোগি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমরা কখনোই পেরে উঠতে পারিনা। কিছু কিছু মানুষের জীবনে প্রেম আসে,সেই প্রেম কাউকে দিয়ে যায় স্বর্গের পরশ, আবার কাউকে দিয়ে যায় নরকের স্পর্শ। তবেই তো জীবন, হয়ে ওঠে উপভোগ্য। তাই বিরহ কিংবা প্রেমে ছ্যাকা কোনোটিতেই ঘৃণার স্থান নেই।
বহু মানুষ প্রতিদিন প্রতিনিয়ত কোন না কোন কিভাবে ছ্যাকা নামক অভিজ্ঞতার মুখোমুখি হয়। যা তাকে আরো শাণিত করে তোলে। এখানে, ঘাবড়াবার কিছু নেই। সব প্রাকৃতিক ব্যাপার। এই ব্যাপার গুলো পেয়ে যতটা গুরুত্ব দিবেন, আপনি ততটাই হতাশার সম্মুখীন হবেন। তাই অনুরোধ করবো, প্রেমে ছ্যাকা খেলে, শান্ত থাকুন।
প্রেমে ছ্যাকা খাওয়ার পর কি করবেন:
- নিজেকে শান্ত রাখুন। মনে করুন এটি আপনার এক রাত্রে স্বপ্ন।
- এখান থেকে যে বিষয়গুলো আপনাদের মাঝে ব্রেকআপ সৃষ্টি করেছে, সেই বিষয়গুলোকে নোট করে রাখুন।
- কিছুদিনের জন্য চুপচাপ থাকুন সম্ভব হলে কাজে ব্যস্ত থাকুন।
- নিজেকে আরও বেশি বেশি সময় দিন। নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনাকে ভালবাসার লোকের অভাব হবে না।
- প্রচুর পরিমাণ পরিশ্রম করুন। সম্ভব হলে একটু মেডিটেশন করে নিন। এতে করে নিজেকে অনেক হালকা হালকা লাগবে।
- ছাত্র হলে পড়াশোনায় মনোযোগ দিন। কর্মজীবী হলে, কর্মজীবী হলে কাজে বেশি বেশি মনোযোগ দিন।
- প্রচুর পরিমাণ বই পড়ুন। কারণ বই পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু।
- নিত্য নতুন মুভি দেখুন। বিশেষ করে তামিল মুভি গুলো দেখুন। অ্যাকশন ও মারদাঙ্গা মুভিগুলো আপনার মনকে সবসময় চাঙ্গা রাখবে।
- প্রতিদিন ডায়েরিতে নোট করুন। দেখবেন চমৎকার আপনার সময় কেটে যাবে।
- লেখালেখির অভ্যাস থাকলে লেখালেখি শুরু করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি খুব ভালো ভালো কিছু করতে পারছেন।
- পুরনো স্মৃতি কে ভুলে যান, নতুন কাউকে খুঁজে নিন। তবে খুব বুঝেশুনে বিচার-বিশ্লেষণ করে তারপর পা বাড়াবেন।
- নিজেকে আরও বেশি সময় দিন, রূপচর্চা ও শরীরচর্চা শুরু করে দিন। এতে করে আপনি অন্যের কাছে খুব সহজেই আকর্ষিত হতে পারবেন।
- অর্থনৈতিক যুদ্ধ শুরু করুন। প্রচুর পরিমাণ টাকা আয় করুন। বর্তমান সময়ে টাকা থাকলে, সবকিছুই পাওয়া যায়। তাই অর্থনৈতিক উন্নয়নে প্রচুর পরিশ্রম ও সময় দিন।
- বই লিখুন। যেকোনো বিষয় নিয়ে লিখবেন।
- প্রিয় বন্ধু ও বান্ধবীদের সাথে সময় কাটান।
- নতুন নতুন উৎসব ও পার্টির আয়োজন করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মনের উৎফুল্লতা চলে এসেছে।
এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে। নিজেকে কুল রাখার। তবে জীবনটা আপনার লাইফ স্টাইল গুলো আপনার নিজেকে ঠিক করতে হবে। মনে রাখবেন একটি ভালো লাইফস্টাইল আপনাকে সব সময় অন্যদের থেকে আলাদা করে দেবে। আপনি হয়ে উঠবেন গুরুত্বপূর্ণ ও ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিত্বে।